নামাজ বা নামায বা সালাত বা সালাহ হচ্ছে ইসলাম ধর্মের একটি দৈনিক নিয়মিত ইবাদত। নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হয় যা কুরআন ও হাদিসে বর্ণিত আছে। নামাজ মুসলমানদের জন্য প্রতিদিন অবশ্যকরণীয় একটি ধর্মীয় কাজ। প্রত্যেকদিন সময় মেনে পাচঁ অয়াক্ত নামাজ আদায় করা প্রয়োজন।
সূচীপত্র
আজকে আমরা জানবো আজকের নামাজের সময়সূচী (Ajker Namajer Somoy Suchi)। প্রতিদিন নামাজ পড়ার জন্য ৫ টি ওয়াক্ত রয়েছে। পাচঁ ওয়াক্ত নামাজের সময়সূচী নিচের ছকে দেওয়া হলোঃ
আজকের তারিখ (ইংরেজি,বাংলা,হিজরি)
২৬ এপ্রিল, ২০২৪ ইংরেজি
১৩ বৈশাখ,১৪৩২ বঙ্গাব্দ
২৭ শাওয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার
আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময়সূচী ( ২৬ এপ্রিল ২০২৫, ঢাকা)
আজ সূর্যোদয় হবে- ৫:২৮ মিনিট।
আজ সূর্যাস্ত হবে- ৬:২৫ মিনিট।
আজকের নামাজের সময়সূচী । Ajker Namajer Somoy Suchi
ওয়াক্তের নাম | সময় |
ফজর | ৪:০৯ মিনিট (ভোর) |
জোহর | ১১:৫৯ মিনিট (সকাল) |
আসর | ৪:৩০ মিনিট (বিকাল) |
মাগরিব | ৬:২৯ মিনিট (সন্ধ্যা) |
ইশা | ৭:৪৭ মিনিট (রাত) |
বিভাগীয় শহরের জন্যে উপরে উল্লেখিত আজকের নামাজের সময়সূচীর সঙ্গে যেসব এলাকায় সময় যোগ বা বিয়োগ করতে হবে, তা হলোঃ
যোগ করতে হবে যেসব এলাকায়ঃ
- খুলনা: +০৩ মিনিট
- রাজশাহী: +০৭ মিনিট
- রংপুর: +০৮ মিনিট
- বরিশাল: +০১ মিনিট
বিয়োগ করতে হবে যেসব এলাকায়ঃ
- চট্টগ্রাম: -০৫ মিনিট
- সিলেট: -০৬ মিনিট
আজকের সেহরি ও ইফতারের সময়সূচী
সেহরির শেষ সময়ঃ ০৪:০৮ মিনিটে।
ইফতারের সময়ঃ ০৬:২৭ মিনিটে।
আজানের দোয়া
বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দা’ওয়াতিত্তা-ম্মাতি ওয়াসসালা-তিল ক্বা-ইমাতি আ-তি সায়্যেদানা মুহাম্মাদানিল ওয়াসী-লাতা ওয়াল ফাদ্বী-লাতা ওয়াদ দারাজাতার রাফী-‘আতা ওয়াবআসহু মাক্বা-মাম মাহমূদানিল্লাযী ওয়া’আদতাহূ ওয়ারযুক্বনা শাফা-‘আতাহূ ইয়াওমাল ক্বিয়া-মাতি ইন্নাকা লা-তুখলিফুল মী-‘আদ।
বাংলা অর্থঃ হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব্ব! মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে ওসীলা তথা জান্নাতের একটি স্তর এবং ফযীলত তথা সকল সৃষ্টির উপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর তাঁকে মাকামে মাহমূদে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
আজকের নিবন্ধের মাধ্যমে জানতে পেরেছেন আজকের নামাজের সময়সূচী,আজকের নামাজের সময়সূচী ঢাকা, আজকের নামাজের সময়সূচী চট্টগ্রাম, আজকের নামাজের সময়সূচী সিলেট, আজকের নামাজের সময়সূচী খুলনা, আজকের নামাজের সময়সূচী রাজশাহী, আজকের নামাজের সময়সূচী রংপুর ও আজকের নামাজের সময়সূচী বরিশাল।
বিভিন্ন মাসের ক্যালেন্ডার দিবস ও সরকারী ছুটির দিন সম্পর্কে জানতে আমাদের ক্যালেন্ডার সেকশনে দেখে নিতে পারেন। ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, নামাজের সময় সূচির জন্য ধন্যবাদ।
Excellent