আজকের সোনার দাম । সেপ্টেম্বর । Ajker Sonar Dam 2025

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
আজকের সোনার দাম কত?
আজকের সোনার দাম কত

স্বর্ন বা সোনা হচ্ছে পৃথিবির সবচেয়ে মূল্যবান ধাতু। প্রাচীন যুগ থেকেই সোনাকে মূল্যবান ধাতু হিসেবে ধরা হয়ে থাকে । কাগজের টাকা আবিষ্কারের পূর্বে সোনার মুদ্রার প্রচলন ছিল। বর্তমান বিশ্বের প্রায় সকল দেশেই দামী ও মূল্যবান জিনিসটির নাম হচ্ছে সোনা। দিন দিন সোনার চাহিদা বেড়েই চলেছে সেই সাথে বাড়ছে দাম। সোনার গহনা নারীদের কাছে বেশ পছন্দনীয় অলংকার। সোনার তৈরি গহনা নারীদের সুন্দর্য বৃদ্ধি করে।

আজকের এই নিবন্ধের মাধ্যমে সোনা ও রুপার দাম সম্পর্কে বিস্তারিত জানব। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সোনা ও রুপার দাম নির্ধারন করে থাকে। বাজুস হতে তথ্য সংগ্রহ করে সোনার দাম ও রূপার দাম এখানে নির্ভুলভাবে তুলে ধরার চেষ্টা করবো।

আজকের এই নিবন্ধে যে সকল বিষয়ে আলোচনা করবো সেগুলো হলোঃ

  • সোনার সর্বশেষ দাম ২০২৫।
  • রুপার সর্বশেষ দাম ২০২৫।
  • ক্যারেট অনুযায়ী সোনার মান।
  • সোনার হিসাব (ভরি,আনা,রতি)।

আমরা সোনার দাম সম্পর্কে সোনার দাম কত,আজকের স্বর্ণের দাম কত বাংলাদেশে ২০২৫,বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজকের স্বর্ণের দাম ২০২৫,আজকের স্বর্ণের দাম বাংলাদেশ,১ ভরি সোনার দাম কত বাংলাদেশে,আজকের সোনার দাম কত ২০২৫, জানতে চাই। সোনা বা রুপা কেনার আগে আমাদের এখান থেকে অনুমান করে নিতে পারবেন।

১ ভরি সোনার দাম কত?

সনাতন ১ ভরি সোনার দাম ১,২৮,৪৭৯ টাকা
১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৫৪,৮৮৬ টাকা
২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮০,৬৯৯ টাকা
২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮৯,৩০৭ টাকা

🔴সোনার সর্বশেষ দাম

  • সনাতন ১ ভরি সোনার দাম ১,২৮,৪৭৯ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,২৭,৬৪৭ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ৮৩২ টাকা।
  • ১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৫৪,৮৮৬ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৫৩,৯৪১ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ৯৪৫ টাকা।
  • ২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮০,৬৯৯ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৭৯,৬০২ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ১,০৯৭ টাকা।
  • ২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮৯,৩০৭ টাকা (বর্তমান)। পূর্বে ছিলো ১,৮৮,১৫২ টাকা। ১ ভরিতে দাম বেড়েছে ১,১৫৫ টাকা।

আজকের সোনার দাম কত ২০২৫

আজকের সোনার দাম কত? এই বিষয়টি আমরা সবাই জানতে চাই। বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত সর্বশেষ (২১/০৯/২০২৫ ইং) তারিখের ১৮,২১,২২ ক্যারেট (হলমার্ককৃত) সোনা ও সনাতন পদ্ধতির সোনার দাম নিচের ছকে উল্লেখ করা হলোঃ

সোনার মানপ্রতি গ্রামের মূল্য (টাকায়)
২২ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম১৬,২৩০/-
২১ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম১৫,৪৯২/-
১৮ ক্যারেট (হলমার্ককৃত) সোনার দাম১৩,২৭৯/-
সনাতন পদ্ধতির সোনার দাম১১,০১৫/-

আজকের রুপার দাম কত ২০২৫

আজকের রুপার দাম কত? বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর নির্ধারিত সর্বশেষ (২১/০৯/২০২৫ ইং) রুপার ১৮,২১,২২ ক্যারেট (হলমার্ককৃত) রুপা ও সনাতন পদ্ধতির রুপার দাম নিচের ছকে উল্লেখ করা হলোঃ

রুপার মানপ্রতি গ্রামের মূল্য (টাকায়)
২২ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম২৯৮/-
২১ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম২৮৪/-
১৮ ক্যারেট (হলমার্ককৃত) রুপার দাম২৪৪/-
সনাতন পদ্ধতি (হলমার্ককৃত) রুপার দাম১৮৩/-

১ আনা সোনার দাম

বাজুস এর ২১/০৯/২০২৫ এর সোনার দাম অনুযায়ী ২২ ক্যারেট ১ আনা সোনার দাম ১১,৮৩২ টাকা।

সোনার দাম ভরি প্রতি কত কমলো

ক্যারেট অনুযায়ী সোনার মান

সোনা ক্যারেট অনুসারে ৬ ভাগে ভাগ হয়ে থাকে। সোনা/রুপা কেনাবেচার ক্ষেত্রে ৩ ধরনের বেশি ব্যবহার হয়ে থাকে যেমন ২২ ক্যারেট,২১ ক্যারেট ও ১৮ ক্যারেট। আমারা অনেকে কত ক্যারেট এর সোনা/রুপার মান কত বা কতটুকু বিশুদ্ধ তা জানতে চাই নিচের ছক থেকে সোন/রুপার মানের স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন।

ক্যারেটসোনা/রুপার মান
২২ ক্যারেট১০০ % (শতভাগ বিশুদ্ধ)
২১ ক্যারেট৯১.৭ %
১৮ ক্যারেট৭৫ %
১৪ ক্যারেট৫৭.৩ %
১২ ক্যারেট৫০ %
১০ ক্যারেট১০%

সোনার হিসাব (ভরি,আনা,রতি)

সোনা/রুপার পরিমাপ পদ্ধতি একটু ভিন্ন । আমরা ওজন পরিমাপের জন্য গ্রাম বা কেজি সম্পর্কে সবাই কমবেশি জানি কিন্তু সোনা বা রুপা একটু অন্য নামে পরিমাপ করা হয় যেমন ভরি,আনা,রতি। এখানে আমারা সোনার হিসেব সম্পর্কে জানার চেষ্টা করবো।

বাংলাদেশের হিসাব পদ্ধতি অনুসারেঃ

১ ভরি১৬ আনা
১ ভরি৯৬ রতি
১ আনা৬ রতি

বাহিরে দেশের হিসাব পদ্ধতি অনুসারেঃ

এক আউন্স২.৪৩০৫ ভরি
এক আউন্স২৮.৩৪৯৫ গ্রাম
১ ভরি০.৪১১৪৩ আউন্স
১ ভরি১১.৬৬৩৮ গ্রাম

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর প্রেস বিজ্ঞপ্তি

পিডিএফ ডাউনলোড

প্রশ্ন ও উত্তরঃ

আজকের ২২ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

২২ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮৯,৩০৭ টাকা।

আজকের ২১ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

২১ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৮০,৬৯৯ টাকা

আজকের ১৮ ক্যারেট ১ ভরি সোনার দাম কত?

১৮ ক্যারেট এক ভরি সোনার দাম ১,৫৪,৮৮৬ টাকা,

১ আনা সোনার দাম কত??

২২ ক্যারেট এক আনা সোনার দাম ১১,৮৩২ টাকা।

প্রিয় পাঠক, আশা করছি “আজকের সোনার দাম” শিরনামের নিবন্ধ থেকে সোনা ও রুপার সর্বশেষ দাম ,সোনা/রুপার মান ও পরিমাপ পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। নিবন্ধটি ভালো লাগলে অথবা বর্তমান বাজারের বিভিন্ন পন্যের দাম জানতে আমাদের “এক্সপ্রেস বিডি“ সাইটি ভিজিট করার অনুরোধ রইলো। ধন্যবাদ

5/5 - (8 votes)

মন্তব্য করুন