ইংরেজী ১২ মাসের মধ্যে দ্বিতীয় মাসটি হল ফেব্রুয়ারি (February) মাস। বাংলা মাস অনুযায়ী ফেব্রুয়ারি (February) মাসে বাংলা দুইটি মাস পড়েছে মাঘ ও ফাল্গুন। ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে শীত। ফেব্রুয়ারি মাস বছরের অনান্য মাসের তুলনায় সবচেয়ে ছোট মাস। ফেব্রুয়ারি মাসে অধিবর্ষ হলে ২৯ দিন হয় অন্য সময় ২৮ দিনে মাস।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি ফেব্রুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।
ফেব্রুয়ারি মাস সম্পর্কে আমরা যা জানতে চাই ফেব্রুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,ফেব্রুয়ারি মাসের কোন দিনে কি দিবস,ফেব্রুয়ারি মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, ফেব্রুয়ারি মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,ফেব্রুয়ারি মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার, ফেব্রুয়ারি মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, মাঘ মাসের ক্যালেন্ডার,ফাল্গুন মাসের ক্যালেন্ডার,ফেব্রুয়ারি ২০২৪ মাসের দিবস সমূহ,ফেব্রুয়ারি ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,ফেব্রুয়ারি ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
ফেব্রুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days of February 2024
ফেব্রুয়ারি মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১৯ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত ফেব্রুয়ারি ২০২৪ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা।
ফেব্রুয়ারি ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ
ফেব্রুয়ারি মাসে সর্বমোট ১০ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে ফেব্রুয়ারি মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
০২ ফেব্রুয়ারি | জাতীয় নিরাপদ খাদ্য দিবস |
০২ ফেব্রুয়ারি | জাতীয় জনসংখ্যা দিবস |
০৫ ফেব্রুয়ারি | জাতীয় গ্রন্থাগার দিবস |
০৭ ফেব্রুয়ারি | বাংলা ইশারা ভাষা দিবস |
১১ ফেব্রুয়ারি | সড়ক হত্যা দিবস |
১২ ফেব্রুয়ারি | আলিঙ্গন দিবস |
১৪ ফেব্রুয়ারি | সুন্দরবন দিবস |
২১ ফেব্রুয়ারি | শহীদ দিবস/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
২৭ ফেব্রুয়ারি | জাতীয় পরিসংখ্যান দিবস |
২৮ ফেব্রুয়ারি | জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস |
ফেব্রুয়ারি ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
ফেব্রুয়ারি মাসে সর্বমোট ০৯ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে ফেব্রুয়ারি মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
০১ ফেব্রুয়ারি | বিশ্ব হিজাব দিবস |
০২ ফেব্রুয়ারি | বিশ্ব জলাভূমি দিবস |
০৪ ফেব্রুয়ারি | বিশ্ব ক্যান্সার দিবস |
১২ ফেব্রুয়ারি | বিশ্ব ডারউইন দিবস |
১৩ ফেব্রুয়ারি | বিশ্ব রেডিও দিবস |
১৪ ফেব্রুয়ারি | বিশ্ব ভালোবাসা দিবস/সেন্ট ভ্যালেন্টাইন’স ডে |
১৫ ফেব্রুয়ারি | বিশ্ব শিশু ক্যান্সার দিবস |
২০ ফেব্রুয়ারি | বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস |
২২ ফেব্রুয়ারি | বিশ্ব স্কাউট দিবস |
ফেব্রুয়ারি ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ
বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুসারে ফেব্রুয়ারি মাসে ০১ টি সাধারন ছুটি, ০১ টি নির্বাহী আদেশে ছুটি ও বিভিন্ন ধর্মাবল্বীদের ০৪ টি ঐচ্ছিক ছুটি রয়েছে । ফেব্রুয়ারি মাসে থাকছে ০৪ টি শুক্রবার ও ০৪ টি শনিবার।
ফেব্রুয়ারি ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা
সরকারি ছুটির তালিকামতে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ০১ টি সাধারন ছুটি, ০১ টি নির্বাহী আদেশে ছুটি ও বিভিন্ন ধর্মাবল্বীদের ০৪ টি ঐচ্ছিক ছুটি রয়েছে এছাড়াও ফেব্রুয়ারি মাসে ০৮ টি সাপ্তাহিক ছুটি রয়েছে।
ফেব্রুয়ারি ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
ফেব্রুয়ারি মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩০ অনুযায়ী মাঘ ও ফাল্গুন মাস সেই সাথে শীতকাল। আরবি ১৪৪৫ হিজরী অনুযায়ী মাস পড়েছে রজব ও সাবান মাস। জানুয়ারি ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।
ফেব্রুয়ারি মাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
২০২৪ সালের শবে বরাত কবে?
২৬ ফেব্রুয়ারি (সোমবার) – শবে বরাত (চাঁদ দেখা সাপেক্ষে) পালন করা হবে।
ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত?
ফেব্রুয়ারি মাস বছরের অনান্য মাসের তুলনায় সবচেয়ে ছোট মাস। ফেব্রুয়ারি মাসে অধিবর্ষ হলে ২৯ দিন হয় অন্য সময় ২৮ দিনে মাস।
বিশ্ব ভালোবাসা দিবস/সেন্ট ভ্যালেন্টাইন’স ডে কবে?
১৪ ফেব্রুয়ারি সারা বিশ্বে ভালোবাসা দিবস/সেন্ট ভ্যালেন্টাইন’স ডে হিসেবে পালন করা হয়।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে?
২১ ফেব্রুয়ারি (বুধবার) ২০২৪- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে।
প্রিয় পাঠক, আশা করছি ফেব্রুয়ারি মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days of February 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ