জুন মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of June 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ইংরেজী ১২ মাসের মধ্যে ষষ্ঠ মাসটি হল জুন মাস। বাংলা মাস অনুযায়ী মে মাসে দুইটি মাস পড়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ। জুন মাস বর্ষা মৌসুমের শুরু। জুন মাস বাংলা মাসের জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে পড়েছে। জুন মাসেই ঈদুল আযহা/কোরবানির ঈদ ২০২৪ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে সারা দেশে উদযাপন করা হবে।

জুন মাসের দিবস ও ছুটি সমূহ
জুন মাসের দিবস ও ছুটি সমূহ

আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের জুন মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের জুন মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি আপনাদের কাজে আসবে।

জুন মাস সম্পর্কে আমরা যা জানতে চাই জুন মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,জুন মাসের কোন দিনে কি দিবস,জুন মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, জুন মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,জুন মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, জুন মাসের ক্যালেন্ডার, জুন মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে।

২০২৪ সালের জুন মাসের যে সকল বিষয়ে আলোচনা করা হবে

  • জুন ২০২৪ মাসের দিবস সমূহ।
  • জুন ২০২৪ মাসের সরকারী ছুটি সমূহ।
  • জুন ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

জুন মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪। Days Of June 2023

জুন মাসে জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট ১৪ টি দিবস রয়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে। বর্তমানে চাকরির পরীক্ষায় দিসবসমূহ থেকে প্রশ্ন করা হচ্ছে। তাই সকলের জুন মাসের দিবস সমূহ জেনে রাখা উচিত।

তারিখদিবস সমূহ
১ জুনআন্তর্জাতিক শিশু দিবস
৪ জুনজাতীয় চা দিবস
৫ জুনবিশ্ব পরিবেশ দিবস
৭ জুনছয় দফা দিবস
৮ জুনবিশ্ব মহাসাগর দিবস, বিশ্ব ব্রেইন টিউমার দিবস
১২ জুনবিশ্ব শিশুশ্রম নিরসন দিবস
১৩ জুননারী উত্ত্যক্তকরণ প্রতিরোধ দিবস বা ইভটীজিং প্রতিরোধ দিবস
১৪ জুনবিশ্ব রক্তদাতা দিবস
১৭ জুনবিশ্ব মরুময়তা দিবস
২০ জুনবিশ্ব শরণার্থী দিবস
২১ জুনবিশ্ব সঙ্গীত দিবস, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস
২৩ জুনপলাশী দিবস
২৬ জুনআন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
২৭ জুনআন্তর্জাতিক এমএসএমই দিবস।

জুন মাসের ছুটি সমূহ ২০২৪

মে মাসে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী  ০৩ দিন ঈদুল আযহা/কোরবানির ঈদ ২০২৪ ছুটি রয়েছে তার মধ্যে একদিন সাপ্তাহিক ছুটি শুক্রবার পড়েছে যা নিচের ছকে উল্লেখ করা হয়েছে।

তারিখছুটি সমূহ
১৬ জুনঈদুল আযহা/কোরবানির ঈদ
১৭ জুনঈদুল আযহা/কোরবানির ঈদ
১৮ জুনঈদুল আযহা/কোরবানির ঈদ

জুন ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

জুন ২০২৪ সালের বাংলা,ইংরেজী ও আরবি মাসের ক্যালেন্ডার নিচে ছবির মাধ্যমে দেওয়া হয়েছে ।

June-2024-Calendar
June-2024-Calendar

জুন মাসের প্রশ্ন ও উত্তর

জাতীয় ছয় দফা দিবস কবে?

জাতীয় ছয় দফা দিবস ৭ জুন।

২৩ শে জুন কোন দিবস?

২৩ শে জুন পলাশী দিবস পালন করা হয়। কারণ এদিন নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কবে?

২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করা হয়ে থাকে।

ঈদুল আযহা/কোরবানির ঈদ ২০২৪ কবে?

১৬ জুন থেকে ১৮ জুন ঈদুল আযহা/কোরবানির ঈদ ২০২৪ উদযাপন হবে।

আশা করছি জুন মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ তালিকা আপনার উপকারে এসেছে ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এছাড়া অনান্য মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ এখানে দেখতে পাবেন। ধন্যবাদ

5/5 - (5 votes)

মন্তব্য করুন

x