হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা হচ্ছে সার্বজনীন দূর্গাপূজা। অনান্য সময় দশমীর সময় সাধারণ ছুটি থাকে সরকারি চাকুরীজীবিদের তবে এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার অথাৎ ১০/১০/২০২৪ তারিখ ছুটি ঘোষণা করেছে সরকার। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তীকালীন সরকার।
সূচীপত্র
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তার মাধ্যমে জানা গেছে সরকার নির্বাহী আদেশে এই ছুটি (বৃহস্পতিবার) ঘোষণা করা হয়েছে। এই সাধারণ ছুটির কারণে এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পেতে যাচ্ছেন।
দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকুরীজীবিরা
সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৪ অনুযায়ী, আগামী ১৩ অক্টোবর, রোববার পূজার ছুটি ছিলো। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এবার নির্বাহী আদেশে বৃহস্পতিবার ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজায় সর্বমোট চার দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
দুর্গা পূজা ক্যালেন্ডার ২০২৪
১৪৩১ বঙ্গাব্দে দুর্গা পূজা পড়েছে কার্তিকের শুরুতে। ইংরাজি ক্যালেন্ডারের হিসাবে ২০২৪ সালে দুর্গাপুজো হবে অক্টোবরের শেষে। ০২ অক্টোবর মহালয়ার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গা পূজা ২০২৪।
মহালয়াঃ ০২ অক্টোবর ২০২৪ বুধবার (১৫ আশ্বিন, ১৪৩১)
মহালয়া থেকেই দেবী দুর্গার আগমনী সুর বেজে ওঠে । মহালয়া তে দুর্গার বন্দনা করা হয়ে থাকে । দেবী দুর্গা আবির্ভাব হয়ে সকল অসুরদের বিনাশ করেন বলে হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস করেন।
মহা পঞ্চমীঃ ০৮ অক্টোবর ২০২৪ মঙ্গলবার (২২ আশ্বিন, ১৪৩১)
মহালায়ার পাঁচ দিন পর হয় মহা পঞ্চমী । পঞ্চম দিনে দেবী দুর্গাকে আসনে বসিয়ে তার ঘর দিয়ে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে থাকে । পঞ্চমী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত দেবী দুর্গা সবার মাঝে বিরাজমান থাকে ।
মহা ষষ্ঠীঃ ০৯ অক্টোবর ২০২৪ বুধবার (২৩ আশ্বিন, ১৪৩১)
প্রথমে দেবীর মুখ উন্মোচন করে ষষ্ঠীর পুজো শুরু হয়। তারপর হয় বোধন। এই বোধন শব্দের আক্ষরিক অর্থ হল জাগ্রত করা। বোধনের মাধ্যমেই দশভুজাকে আবাহন করা হয় মর্ত্যে। ষষ্ঠী থেকেই দেবী দুর্গার আরাধনা শুরু হয়। মহা ষষ্ঠীর দিনে ১০১ পদ্ম দিয়ে দেবীকে পূজা করা হয়।
মহা সপ্তমীঃ ১০ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার (২৪ আশ্বিন, ১৪৩১)
পঞ্চমী ও ষষ্ঠীর মত করে সপ্তমীতেও দেবী মায়ের পূজার্চনা করা হয়। নবরাত্রির সপ্তম দিনে দুর্গার সপ্তম রূপ কালরাত্রির পুজো করা হয়। দেবীর এই রূপ পুজো করলে ভূত-প্রেত-সহ সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়। দুহাত ভরে ভক্তদের আশীর্বাদও করেন।
মহা অষ্টমীঃ ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার (২৫ আশ্বিন, ১৪৩১)
ষষ্ঠ ও সপ্তম দিনের মত অষ্টমীতে দেবী দুর্গার আরাধনা করা হয় তবে অষ্টমীতে কুমারী পূজা, মহিষ ও কুমড়া বলি দেওয়া হয়। ভোরে উঠে স্নান সেরে, নতুন পোশাক পরে প্যান্ডেলে প্যান্ডেলে অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড় দেখার মত।
মহা নবমীঃ ১১ অক্টোবর ২০২৪ শুক্রবার (২৬ আশ্বিন, ১৪৩১)
নবমীর দিন সবার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। এত আনন্দ, এত দিনের তোরজোড় সবই তো আজ শেষের পথে। দুর্গোৎসবের নবম দিন হওয়ার পাশাপাশি আজ নবরাত্রির ও নবম দিন। এই দিনে পুজা করা হয় দেবীর সিদ্ধিদাত্রী রূপের।
বিজয়া দশমীঃ ১২ অক্টোবর ২০২৪ শনিবার (২৭ আশ্বিন, ১৪৩১)
দশমীর দিন দেবী দুর্গার বিদায়ের দিন । পিতৃগৃহ ছেড়ে উমা এবার ফিরে যাবেন কৈলাশে স্বামী মহাদেবের কাছে। পুরাণে মহিষাসুর বধের কাহিনী অনুসারে টানা নয় দিন ও নয় রাত্রি যুদ্ধের পর শুক্লা দশমীতে দুর্গা মহিষাসুরকে বধ করেন। এই বিজয় লাভকেই বিজয়া দশমী হিসেবে চিহ্নিত করা হয়। চার দিন ধরে চিন্ময়ী দেবীকে যে মৃন্ময়ী রূপে পুজো করা হয়, দশমীতে বিসর্জনের পর তার থেকে মুক্তি পান দেবী দুর্গা।