গ্রামীনফোন বাংলাদেশের মোবাইল সিম অপারেটদের মধ্যে অন্যতম। সেই ১৯৯৭ সালের ২৬ মার্চ থেকে গ্রামীণফোন চালু হওয়ার পর থেকে দেশে ভালো সেবা প্রদানের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছে। বর্তমানে গ্রামীনফোনের গ্রাহক সংখ্যা ৮ কোটি ১০ লাখ এবং গ্রাহক সংখ্যা ও সেবার দিক দিয়ে গ্রামীনফোনের নাম্বার ওয়ান মানে প্রথম।
সূচীপত্র
গ্রামীণফোন তাদের নতুন পোষ্ট-পেইড সিম বাজারে নিয়ে এসেছে ”গ্রামীণফোন প্রাইম“ নামে। এই সিমের মাধ্যমে গ্রাহকরা পোষ্ট-পেইড সিমের সকল সুবিধাই পাবেন। ”গ্রামীণফোন প্রাইম“ সিমে বান্ডেল অফার সহ, বিভিন্ন প্রকার ভয়েস ও ইন্টারনেট প্যাক পাওয়া যাবে।
আজকের নিবন্ধে আমরা গ্রামীণফোন প্রাইম (Grameenphone Prime) সিমের সকল বান্ডেল প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানবো। গ্রামীণফোন প্রাইম সম্পর্কে আমরা যেসকল বিষয় জানতে চাই প্রাইম সিমের সকল বান্ডেল,প্রাইম সিমের সকল বান্ডেল অফার,প্রাইম বান্ডেলসমূহ,প্রাইম ২৪৯ টাকা বান্ডেল,প্রাইম ৫৯৯ টাকা বান্ডেল,প্রাইম ৯৯৯ টাকা বান্ডেল,প্রাইম ১৯৯৯ টাকা বান্ডেল,প্রাইম সিম কেনার পদ্ধতি?,প্রাইম প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট প্যাকেজ,প্রাইম আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ,প্রাইম ১৮০০০ টাকা ভয়েজ কল বান্ডেল,গ্রামীণফোন প্রাইম সিম ব্যবহারের শর্তাবলী ইত্যাদি।
প্রাইম সিম কেনার পদ্ধতি?
গ্রামীণফোন প্রাইম Grameenphone Prime) সিম নতুন ক্রয় বা বর্তমান পোষ্ট-পেইড গ্রাহকরা প্রাইম পোস্টপেইড প্যাকেজ এ সাবস্ক্রাইব করতে পারবেন। নতুন প্রাইম সিম কেনার জন্য আগ্রহী গ্রাহককে তার এনআইডি কার্ড অথবা এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে তার নিকটবর্তী গ্রামীনফোনের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। এছাড়া কমপক্ষে তিন দিনের পুরাতন গ্রামীণফোন প্রি-পেইড সিম (নিশ্চিন্ত/ বন্ধু/ ডিজুস/ স্মাইল) প্রাইম পোস্টপেইডে পরিবর্তন করে নিতে পারবে। প্রিপেইড থেকে পোস্টপেইড সিমে এ মাইগ্রেট হওয়ার পর গ্রাহক পুনরায় ৩০ দিন পর প্রিপেইড এ মাইগ্রেট করতে পারবে।
গ্রামীণফোন প্রাইম সিমের সকল বান্ডেল প্যাকেজ
গ্রামীণফোন প্রাইম গ্রাহকরা মাই জিপি অথবা *১২১*৪# ডায়াল করেই প্রাইম বান্ডেল প্যাকেজ নিতে পারবেন। বিদ্যমান প্রাইম বান্ডেল থেকে পছন্দসই প্যাকেজ গ্রাহকরা নিতে পারবেন। অটো রিনিউয়াল অপশনটি চালু রাখলে বিলের তারিখে বান্ডেল গুলো স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হয়ে যাবে। ব্যালেন্স চেক করার জন্য মাই জিপি অথবা *১২১*২# নম্বরে ডায়াল করতে হবে।
প্রাইম বেসিক প্যাকেজ
প্রাইম বেসিক প্যাকেজে বান্ডেল থাকছে না। প্রাইম সিমের মূল্য ৩০০ টাকা যার ক্রেডিট লিমিট ও থাকবে ৩০০ টাকা। প্রাইম সিমে ভয়েস কল প্রতি মিনিটে ৭৫ পয়সা ও ১ সেকেন্ড পালস এবং এসএমএস চার্জ ৩০ পয়সা।
প্রাইম প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট প্যাকেজ
প্রাইম প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট প্যাকেজটি নিতে পারবেন ৮৯৯ টাকায় মেয়াদ হবে ৩০ দিন।
প্রাইম ২৪৯ টাকা বান্ডেল
প্রাইম ২৪৯ টাকা বান্ডেলের মেয়াদ হবে ৩০ দিন। এই বান্ডেল অফারে থাকছে ৩৩৩ লোকাল মিনিট এবং ২ জিবি ইন্টারনেট বোনাস। প্রতি এসএমএস এর চার্জ ৩০ পয়সা এবং প্রতি মিনিটে ব্যবহারকারীকে ৬০ পয়সা খরচ করতে হবে। প্রাইম ২৪৯ টাকা বান্ডেলে ফ্রি বায়োস্কোপ ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা।
প্রাইম ৫৯৯ টাকা বান্ডেল
প্রাইম ৫৯৯ টাকা বান্ডেলের মেয়াদ হবে ৩০ দিন। এই বান্ডেল অফারে থাকছে ৭০০ লোকাল মিনিট এবং ২০ জিবি ইন্টারনেট বোনাস। প্রতি এসএমএস এর চার্জ ৩০ পয়সা এবং প্রতি মিনিটে ব্যবহারকারীকে ৬০ পয়সা খরচ করতে হবে। প্রাইম ৫৯৯ টাকা বান্ডেলের সাথে ফ্রি বায়োস্কোপ এবং হৈচৈ এর ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা।
প্রাইম ৯৯৯ টাকা বান্ডেল
প্রাইম ৯৯৯ টাকা বান্ডেলের মেয়াদ হবে ৩০ দিন। এই বান্ডেল অফারে থাকছে ১২৫০ লোকাল মিনিট এবং ৪০ জিবি ইন্টারনেট বোনাস। প্রতি এসএমএস এর চার্জ ৩০ পয়সা এবং প্রতি মিনিটে ব্যবহারকারীকে ৫৪ পয়সা খরচ করতে হবে। প্রাইম ৯৯৯ টাকা বান্ডেলের সাথে ফ্রি বায়োস্কোপ এবং হৈচৈ এর ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা।
প্রাইম ১৯৯৯ টাকা বান্ডেল
প্রাইম ১৯৯৯ টাকা বান্ডেলের মেয়াদ হবে ৩০ দিন। এই বান্ডেল অফারে থাকছে ২৫০০ লোকাল মিনিট এবং ১০০ জিবি ইন্টারনেট বোনাস। প্রতি এসএমএস এর চার্জ ৩০ পয়সা এবং প্রতি মিনিটে ব্যবহারকারীকে ৬০ পয়সা খরচ করতে হবে। প্রাইম ১৯৯৯ টাকা বান্ডেলের সাথে ফ্রি বায়োস্কোপ এবং হৈচৈ এর ফ্রি সাবস্ক্রিপশন সুবিধা।
প্রাইম আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ
প্রাইম প্রাইম আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজটি নিতে পারবেন ১৯৯৯ টাকায় মেয়াদ হবে ৩০ দিন। সর্বোচ্চ ৪০০ জিবি পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্রাইম গ্রাহকরা *121*4630# কোড ডায়াল করে প্যাকেজটি নিতে পারবেন।
প্রাইম ১৮০০০ টাকা ভয়েজ কল বান্ডেল
প্রাইম ১৮০০০ টাকা ভয়েজ কল বান্ডেল প্যাকেজটি নিতে পারবেন ১৮,০০০ টাকায় মেয়াদ হবে ৩৬৫ দিন। ২৫০০ মিনিট ও ১২ টি এসএমএস প্রতিমাসে ব্যবহার করা যাবে। প্রাইম গ্রাহকরা *121*4614# কোড ডায়াল করে প্যাকেজটি নিতে পারবেন।
গ্রামীণফোন প্রাইম (Grameenphone Prime) সিম ব্যবহারের শর্তাবলী
- অব্যবহৃত বান্ডেল অ্যামাউন্ট, ডাটা, এসএমএস ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে।
- ইন্টারনেট পে অ্যাস ইউ গো ট্যারিফেই থাকবে (অন্যান্য সকল প্রিপেইড প্ল্যানের মতো)।
- ২৪৯/৫৯৯/৯৯৯ টাকা বান্ডেল গ্রাহকদের জন্য, বান্ডেল রিনিউ করতে মেয়াদ শেষ হওয়ার আগে নোটিফিকেশন পাঠানো হবে। মেয়াদ শেষের আগে রিনিউ করা না হলে অব্যবহৃত বান্ডেল অ্যামাউন্ট বাতিল করা হবে।
- ২৪৯/৫৯৯/৯৯৯ টাকা বান্ডেল অটো রিনিউসহ/ব্যতীত ব্যবহার করা যাবে।
- যতক্ষন না নতুন প্রাইম বান্ডেল 1214# থেকে কেনা হচ্ছে, গ্রাহককে বেস ট্যারিফের (৭৫ পয়সা/ মিনিট- মাই প্ল্যান, ১.৩৫ টাকা/মিনিট- এক্সপ্লোর) চার্জ করা হবে।
- মোবাইল টু মোবাইল বাংলা এসএমএস এর রেট ২৫পয়সা (ভ্যাট, এসডি এবং এসসি ব্যতিত)। এই সকল এসএমএস এর অক্ষর গণনা নির্ধারিত আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে।
- গ্রাহক অ্যাক্টিভেশন কোড ডায়াল করে প্রাইম ভয়েস বান্ডেল গুলি এক্টিভেট করতে পারেন৷
- একবার গ্রাহক প্রাইম ভয়েস বান্ডেল গুলি এক্টিভেট করলে, বান্ডেলেরধরণ/মেয়াদ অনুযায়ী গ্রাহক প্রতিমাসে বান্ডেলের নির্ধারিত মিনিট এবং এসএমএস পাবেন।
- গ্রাহককে সফল অ্যাক্টিভেশন, মান্থলি মিনিট বিতরণ এবং বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার সময় অবহিত করা হবে।
- প্রাইম ভয়েস বান্ডেল এর মিনিট শেষ করার পরে, রেট প্ল্যান ট্যারিফ প্রযোজ্য হবে।গ্রাহকের নম্বরে অন্য পোস্ট পেইড বান্ডেল এক্টিভেট থাকলে, সেক্ষেত্রে বান্ডেল ট্যারিফ অনুযায়ী চার্জ করা হবে।
- এই মাই প্ল্যান ভয়েস বান্ডেলগুলি (4400, 9000, 18000) সমস্ত গ্রাহক পোস্টপেইড গ্রাহকদের জন্য
- গ্রাহককে জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে যেতে হবে (জিপি গুলশান লাউঞ্জ, জিপিএইচ এক্সপেরিয়েন্স সেন্টার এবং সিটিজি এক্সপেরিয়েন্স সেন্টার)। যদি গ্রাহক 4400tk, 9000tk এবং 18000tk মূল্যের যে কোনো ভয়েস বান্ডেল অ্যাক্টিভেট করলে জিপি এক্সপেরিয়েন্স সেন্টারে একটি ফ্রি সিম (FOC) পাবেন। ফ্রি সিমের জন্য গ্রাহককে আলাদা নম্বর বেছে নেওয়ার বিকল্প দেওয়া হবে যা নিয়মিত নম্বর, ক্যাটাগরি নম্বর (E,F,G,H) বা 01711 নম্বরের সমন্বয়ে হবে; প্যাক কেনার উপর ভিত্তি করে FOC নম্বর নির্বাচন করার পর, গ্রাহক সেই অনুযায়ী রিচার্জ করবেন FOC নম্বরে(অন স্পট অ্যাক্টিভেশন) প্যাকটি সক্রিয় করবেন বা তার অন্য নম্বর যা তিনি বহন করছেন, এখানে কোনো পোস্ট অ্যাক্টিভেশন প্রক্রিয়া অনুমোদিত নয়।
- একবার গ্রাহক মাই প্ল্যান ভয়েস বান্ডেলগুলি সক্রিয় করলে (৪৪০০, ৯০০০, ১৮০০০), বান্ডেলের বৈধতা অনুযায়ী সে/সে সংশ্লিষ্ট বান্ডেলের মিনিট এবং এসএমএস পাবে।
- সফল অ্যাক্টিভেশন, মাসিক মিনিট বিতরণ এবং বান্ডেলের মেয়াদ শেষ হওয়ার সময় গ্রাহককে অবহিত করা হবে।
- মাই প্ল্যান ভয়েস বান্ডেল (৪৪০০, ৯০০০, ১৮০০০) মিনিটে শেষ করার পরে, গ্রাহককে রেট প্ল্যান ট্যারিফ অনুযায়ী চার্জ করা হবে। গ্রাহকের অন্য পোস্টপেইড বান্ডেল সক্রিয় থাকলে বান্ডেল ট্যারিফ অনুযায়ী চার্জ করা হবে।
প্রিয় পাঠক,আশা করছি গ্রামীণফোন প্রাইম (Grameenphone Prime) সিমের সকল বান্ডেল প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। এমন আরো টেলিকম অপারেটরদের অফার ও ইন্টারনেট প্যাকেজ আমাদের সাইটে পেয়ে যাবেন। ধন্যবাদ