বাংলাদেশ পুলিশের পদক্রম ও বেতন । Police Rank । ব্যাচ দেখে পুলিশের পদবী চেনার উপায়

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
বাংলাদেশ পুলিশের পদক্রম । Police Rank । ব্যাচ দেখে পুলিশের পদবী চেনার উপায়
বাংলাদেশ পুলিশের পদক্রম ও বেতন । Police Rank । ব্যাচ দেখে পুলিশের পদবী চেনার উপায়

বাংলাদেশ পুলিশ হচ্ছে সরকার নিয়ন্ত্রিত আইন শৃঙ্খলা বাহিনি। স্বাধীনতার (১৯৭১) পর ইষ্ট বেঙ্গল পুলিশ থেকে বাংলাদেশ পুলিশ নামে সংগঠিত করা হয়। পুলিশ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা, জনগনের জানমাল ও সম্পদের নিরাপত্তা বিধান, অপরাধ প্রতিরোধ ও দমনে অগ্রজ ভূমিকা পালন করে থাকে।

বাংলাদেশে এখন অনেকেই পুলিশের চাকরিতে প্রবেশ করতে আগ্রহী কিন্তু অনেকেরই পুলিশের পদক্রম নিয়ে থারণা কম। এই নিবন্ধে বাংলাদেশ পুলিশের পদক্রম,ব্যাচ দেখে পুলিশের পদবী চেনার উপায়,পুলিশের বিভিন্ন ইউনিটের নাম ও বাংলাদেশ পুলিশের ব্যাচ নিয়ে আলোচনা করা হবে।

বাংলাদেশ পুলিশ বাহিনীর লগো

Police Logo
বাংলাদেশ পুলিশ লগো

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের নাম

বাংলাদেশ পুলিশ প্রধান হচ্ছে মহাপরিদর্শক (আইজিপি)। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) অধীনে ১৮ টি ইউনিট রয়েছে। ইউনিট সমূহের নাম দেওয়া হলোঃ-

  1. পুলিশ হেডকোয়াটার্স (পুলিশ সদরদপ্তর)
  2. রেঞ্জ পুলিশ
  3. মেট্রোপলিটন পুলিশ
  4. বিশেষ শাখা (এসবি)
  5. গোয়েন্দা শাখা (ডিবি)
  6. অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)
  7. আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)
  8. র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)
  9. রেলওয়ে পুলিশ (জিআরপি)
  10. শিল্প পুলিশ
  11. হাইওয়ে পুলিশ
  12. পুলিশ ইন্টারনাল ওভারসাইট (পিআইও)
  13. পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
  14. ট্রেনিং ইন্সটিটিউটস
  15. ট্যুরিস্ট পুলিশ
  16. নৌ পুলিশ
  17. এন্টি টেররিজম ইউনিট
  18. এমআরটি পুলিশ (MRT)

বাংলাদেশ পুলিশের পদক্রম/র‌্যাঙ্ক

বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত ১৪ টি পদক্রম রয়েছে-

  1. IGP- Inspector General of Police (মহা পুলিশ পরিদর্শক)
  2. AD.IGP – Additional Inspector General of Police (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক)
  3. DIG- Deputy Inspector General (উপ মহা পুলিশ পরিদর্শক)
  4. AD.DIG- Additional Deputy Inspector General (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক)
  5. SP- Superintendent of Police (পুলিশ সুপার)
  6. AD.SP- Additional Superintendent of police (অতিরিক্ত পুলিশ সুপার)
  7. Senior ASP- Senior Assistant Superintendent of Police (সিনিয়র সহকারী পুলিশ সুপার)
  8. ASP-Assistant Superintendent of Police (সহকারী পুলিশ সুপার)
  9. Inspector (পরিদর্শক)
  10. SI- Sub Inspector (উপ পরিদর্শক)
  11. ASI- Assistant Sub Inspector (সহকারী উপপরিদর্শক)
  12. Habildar (হাবিলদার)
  13. Nayek (নায়েক)
  14. Constable (কনস্টেবল)

ব্যাচ দেখে পুলিশের পদবী চেনার উপায়

বাংলাদেশ পুলিশ বাহিনীর নির্দিষ্ট পোশাক রয়েছে এবং পদভেদে ব্যাচ রয়েছে ফলে ব্যাচ দেখেই বুঝা যায় কে কোন পদবিতে নিয়োজিত আছেন। সহকারী পুলিশ সুপার পদটি বিসিএস এর মাধ্যমে নিয়োগ হয় এছাড়া সকল পদ বাংলাদেশ পুলিশের নিজস্ব ব্যবস্থাপনায় নিয়োগ প্রদান করে থাকে।

বিসিএস নিয়োগপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ব্যাচ-

বিসিএস নিয়োগপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ব্যাচ
বিসিএস নিয়োগপ্রাপ্ত পুলিশ ক্যাডারের ব্যাচ

নন-ক্যাডার পুলিশ ব্যাচ-

নন-ক্যাডার পুলিশ ব্যাচ
নন-ক্যাডার পুলিশ ব্যাচ

বাংলাদেশ পুলিশের গ্রেড ও বেতন

  1. IGP- Inspector General of Police (মহা পুলিশ পরিদর্শক)- সুপার গ্রেড (৮২,০০০ টাকা)
  2. AD.IGP – Additional Inspector General of Police (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক)-গ্রেড-০২ (৬৬,০০০-৭৬৪৯০ টাকা)
  3. DIG- Deputy Inspector General (উপ মহা পুলিশ পরিদর্শক)-গ্রেড-০৩ (৫৬,৫০০-৭৪,৪০০ টাকা)
  4. AD.DIG- Additional Deputy Inspector General (অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক)-গ্রেড-০৪ (৫০,০০০-৭১,২০০ টাকা)
  5. SP- Superintendent of Police (পুলিশ সুপার)-গ্রেড-০৫ (৪৩,০০০-৬৯,৮৫০ টাকা)
  6. AD.SP- Additional Superintendent of police (অতিরিক্ত পুলিশ সুপার)-গ্রেড-০৬ (৩৫,৫০০-৬৭,০১০ টাকা)
  7. Senior ASP- Senior Assistant Superintendent of Police (সিনিয়র সহকারী পুলিশ সুপার) –গ্রেড-০৭ (২৯,০০০-৬৩,৪১০ টাকা)
  8. ASP-Assistant Superintendent of Police (সহকারী পুলিশ সুপার) –গ্রেড-০৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)
  9. Inspector (পরিদর্শক)-গ্রেড-০৯ (২২,০০০-৫৩,০৬০ টাকা)
  10. SI- Sub Inspector (উপ পরিদর্শক)-গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)
  11. ASI- Assistant Sub Inspector (সহকারী উপপরিদর্শক)-গ্রেড-১৪ (১০,২০০-২৪,৬৮০ টাকা)
  12. Habildar (হাবিলদার)
  13. Nayek (নায়েক)-গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০ টাকা)
  14. Constable (কনস্টেবল)-গ্রেড-১৭ (৯,০০০-২১,৮০০ টাকা)

বাংলাদেশ পুলিশ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

পুলিশ ইন্সপেক্টর পদমর্যাদা

পুলিশ ইন্সপেক্টর/ ওসি নবম গ্রেড ভুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন ক্রম (২২,০০০-৫৩,০৬০ টাকা)

SI- Sub Inspector (উপ পরিদর্শক) এর বেতন কত

SI- Sub Inspector (উপ পরিদর্শক) দশম গ্রেড ভুক্ত বেতনক্রম ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

পুলিশ কনস্টেবলের বেতন কত?

পুলিশ কনস্টেবলের বেতন ৯,০০০-২১,৮০০ টাকা।

ওসির বেতন কত?

পুলিশ ইন্সপেক্টর/ ওসি নবম গ্রেড ভুক্ত প্রথম শ্রেণীর কর্মকর্তা বেতন ক্রম (২২,০০০-৫৩,০৬০ টাকা)

প্রিয় পাঠক, আশা করছি বাংলাদেশ পুলিশের ব্যাচ, পদক্রম , গ্রেড, বেতন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীর আরো গুরত্বপূর্ন তথ্য যোগ করা হবে।ধন্যবাদ

5/5 - (4 votes)

মন্তব্য করুন

আপডেট জানতে চান হ্যা