
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) হলো বাংলাদেশের কওমি মাদরাসা সমূহের সবচেয়ে বৃহত্তম বোর্ড, যা বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে পরিচিত ।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা সবার আগে বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। কিভাবে আপনি খুব সহজেই বেফাক পরীক্ষা ২০২৪ এর ফলাফল দেখবেন সেসকল পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হবে। রেজাল্ট প্রকাশের পর সবাই ফলাফল দেখার জন্য ব্যাকুল হয়ে যাই। আগে একটা সময় পরীক্ষার ফলাফল দেখার জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখা হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেটে সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায় । রেজাল্ট প্রকাশের সাথে সাথেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে সহজেই রেজাল্ট দেখে নেওয়া যায়।
বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ কবে দিবে
বেফাক পরীক্ষার রেজাল্ট কবে দিবে তা জানতে চেয়েছেন। বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ২৭ মার্চ রোজ বৃহস্পতিবার দুপুর ১২:০০ ঘটিকার সময়।
বেফাক পরীক্ষার ২০২৫
গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছিল। শুরু হয়েছিল ০৩ ফেব্রুয়ারি-২০২৫ থেকে। এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৫ মারহালার/জামাতের (স্তর/ক্লাস) শিক্ষার্থীরা। স্তরগুলো হলো: ইবতিদাইয়্যাহ (তাইসীর), মুতাওয়াসসিতাহ (নাহবেমীর), সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযীলত (মিশকাত)।
পরীক্ষা সারাদেশের ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।
বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
কওমি মাদ্রাসা বোর্ড কর্তৃক আয়োজিত ৪৮ তম বেফাক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনো জানেন না কিভাবে বেফাক পরীক্ষার ফলাফল দেখতে হয়। তাদের জন্য এখানে কয়েকটি ধাপের মাধ্যমে পদ্ধতি বর্ণনা করা হয়েছে। আপনি খুব সহজে নিজের বেফাক পরীক্ষার ফলাফল নিজেই দেখতে পারবেন।
- সর্বপ্রথম এই লিংকে ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট http://wifaqresult.com/।
- এখন আপনার বেফাক পরীক্ষার সন নির্বাচন করুন।
- বেফাক পরীক্ষার মারহালা নির্বাচন করুন।
- তারপর আপনার বেফাক পরীক্ষার রোল ইংরেজিতে লিখুন।
- এবার আপনার বেফাক পরীক্ষার রেজি নং ইংরেজিতে লিখুন।
- সর্বশেষ সার্চ অপশনে ক্লিক করুন।

বেফাক পরীক্ষার রেজাল্ট এসএমএস দিয়ে দেখার নিয়ম
আপনারা এসএমএস প্রেরণ করে খুব সহজেই বেফাক পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। তাই আপনাদের সুবিধার্থে নিচে বেফাক পরীক্ষার রেজাল্ট দেখার জন্য এসএমএস ফরমেট প্রদান করা হলো।
- প্রথমে মোবাইল ফোনে থাকা মেসেজ অপশনে গিয়ে নতুন মেসেজ লিখার জন্য একটি ট্যাব খুলে নিতে হবে।
- এবার মেসেজে লিখতে হবে BEFAQ__A_10127667****_9933।
- এখানে প্রথমে পরিক্ষার নাম (BEFAQ) স্পেস শ্রেনীর নামের প্রথম অক্ষর (ইংরেজী বড় হাতের অক্ষর) রুল নাম্বার (10127667****) ।
- সর্ম্পূন মেসেজ লিখে ৯৯৩৩ নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে।
- ফিরতি মেসেজে পয়ে জাবেন আপনার এসএসসি রেজাল্ট।
বিশেষ দ্রষ্টব্যঃ এসএমএস সেন্ড করতে মিনিমাম মেবাইলে ৩ টাকা থাকতে হবে কারণ প্রতিটি এসএমএস এ ২.৪৪৳ কেটে নিবে।
বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ তাকমিল,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ ফযীলত,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ সানাবিয়া উলিয়া,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ সানাবিয়া,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ মুতাওয়াসসিতা,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ ইবতেদাইয়া,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ তাহফিজুল কুরআন,বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৫ ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত।
প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আশা করছি সবার আগে বেফাক রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এ রকম আরো পদ্ধতি দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ