বাংলাদেশে মোবাইল সিম অপারেটরদের মধ্যে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড (বাংলালিংক)। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি ১৪ লাখ। সব সময় নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে গ্রাহকদেরকে উন্নত নেটওয়ার্ক সেবা প্রদান করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলালিংক। বাংলাদেশে গ্রাহক সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলালিংক।
সূচীপত্র
বাংলালিংক দেশে আগত ও অবস্থানরত বিদেশী পর্যটকদের জন্য নিয়ে এসেছে বিশেষ সিম বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim)। বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) দিয়ে পর্যটকরা লোকাল ও ইন্টারন্যাশনাল কল, এসএমএস এবং বাংলালিংকের সকল সেবা নিতে পারবে। বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) পাসপোর্ট দিয়ে ক্রয় করতে হবে ফলে ভিসার মেয়াদ শেষে অটোমেটিক সিম ডিএক্টিভ হয়ে যাবে। একজন টুরিস্ট সর্বোচ্চ ০২ টি বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) নিতে পারবে।
বর্তমানে বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এ ছয়টি প্যাকেজ চালু করেছে বাংলালিংক। আজকের নিবন্ধে আমরা বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ছয়টি প্যাকেজ সম্পর্কে আলোচনা করবো। বাংলালিংক ট্যুরিস্ট সিম সম্পর্কে আমরা যা খুজে থাকি যেমন-বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর প্যাকেজ,বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর স্টার্টআপ বান্ডেল,বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ৭ দিনের প্যাকেজ,বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ১৫ দিনের প্যাকেজ,বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ৩০ দিনের প্যাকেজ, বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর অ্যাড-অন প্যাকেজ।
বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর প্যাকেজ সমূহ
৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই তিন মেয়াদে দুইটি করে মোট ছয়টি প্যাকেজ নিয়ে বাজারে এসেছে বাংলালিংকের এই ট্যুরিস্ট সিম।
স্টার্টআপ বান্ডেল (শুধুমাত্র বাংলালিংক সেন্টার থেকে নেওয়া যাবে) সমূহঃ
বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ৭ দিনের প্যাকেজ
- ৬৫০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ১০০ লোকাল মিনিট, ৫ জিবি ইন্টারনেট, ৫০ টি যেকোনো অপারেটরে এসএমএস এবং শুধুমাত্র আইএসডি কলের জন্য মেইন ব্যালেন্সে ৫০ টাকা থাকবে। প্যাকেজ কোড BLTC10001B।
- ১০০০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ২০০ লোকাল মিনিট, ১২ জিবি ইন্টারনেট, ১০০ টি যেকোনো অপারেটরে এসএমএস এবং শুধুমাত্র আইএসডি কলের জন্য মেইন ব্যালেন্সে ১০০ টাকা থাকবে। প্যাকেজ কোড BLTC10002B।
বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ১৫ দিনের প্যাকেজ
- ১০০০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ৩০০ লোকাল মিনিট, ১৫ জিবি ইন্টারনেট, ১০০ টি যেকোনো অপারেটরে এসএমএস এবং শুধুমাত্র আইএসডি কলের জন্য মেইন ব্যালেন্সে ১০০ টাকা। প্যাকেজ কোড BLTC10003C।
- ১৫০০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ৫০০ লোকাল মিনিট, ২৫ জিবি ইন্টারনেট, যেকোনো অপারেটরে ১০০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য মেইন ব্যালেন্সে ১০০ টাকা থাকবে। প্যাকেজ কোড BLTC10004C।
বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) এর ৩০ দিনের প্যাকেজ
- ১০০০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ৩০০ লোকাল মিনিট, ১০ জিবি ইন্টারনেট, ১০০ টি এসএমএস এবং ১০০ টাকা আইএসডি কলের জন্য ১০০ ব্যালেন্স হিসেবে থাকবে। প্যাকেজ কোড BLTC10005D।
- ২০০০ টাকার ট্যুরিস্ট প্যাকেজঃ ৫০০ লোকাল মিনিট, ৩০ জিবি ইন্টারনেট, ২০০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য ২০০ মিনিট থাকবে। প্যাকেজ কোড BLTC10006D।
উপরোক্ত প্যাকেজ সমূহের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা ব্যালেন্স শেষ হলে এ্যাড অন প্যাকেজের মাধ্যমে ব্যালেন্স বা মেয়াদ বাড়িয়ে নেওয়া যাবে। এক্ষেত্রে নতুন প্যাকেজ নিতে বাংলালিংক স্টোরে যেতে হবে না মোবাইল ফোনে *১২১*৮৭৮# ডায়াল করে অথবা মাই বিএল অ্যাপ ডাউনলোড করে এড অন প্যাকেজগুলো গ্রহন করতে পারবে পর্যটকরা।
অ্যাড-অন প্যাকেজ (শুধুমাত্র USSD দিয়ে কেনা যাবে) সমূহঃ
অ্যাড-অন প্যাকেজ সমূহ শূধুমাত্র ৭ দিন মেয়াদে পাওয়া যাবে। এসব প্যাকেজ ২০০ থেকে ১০০০ টাকার মধ্যে ক্রয় করা যাবে।
২০০ টাকার ট্যুরিস্ট অ্যাড-অন প্যাকেজঃ ৫০ লোকাল মিনিট, ২ জিবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য ব্যালেন্স থাকবে না।
৩০০ টাকার ট্যুরিস্ট অ্যাড-অন প্যাকেজঃ ৫০ লোকাল মিনিট, ৫ জিবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য ব্যালেন্স থাকবে না।
৫০০ টাকার ট্যুরিস্ট অ্যাড-অন প্যাকেজঃ ৫০ লোকাল মিনিট, ১০ জিবি ইন্টারনেট, ৫০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য ব্যালেন্স থাকবে না।
১০০০ টাকার ট্যুরিস্ট অ্যাড-অন প্যাকেজঃ ১০০ লোকাল মিনিট, ২৫ জিবি ইন্টারনেট, ১০০ টি এসএমএস এবং আইএসডি কলের জন্য ব্যালেন্স থাকবে না।
বাংলালিংক ট্যুরিস্ট সিম (Banglalink Tourist Sim) ব্যবহারের শর্তবলী
- উপরে উল্লেখিত প্যাকেজ গুলো শুধুমাত্র ট্যুরিস্ট সিম ইউজারদের জন্য প্রযোজ্য হবে।
- ট্যুরিস্ট সিম পাওয়ার জন্য স্টার্টআপ বান্ডেল গুলো শুধুমাত্র একবারই কেনা যাবে।
- স্টার্টআপ বান্ডেল কেনার পর ভিসা/সিমের মেয়াদ থাকাকালীন সময় অ্যাড-অন বান্ডেল কেনা যাবে যত খুশি ততবার।
- অ্যাড-অন প্যাকেজ কিনতে ডায়াল *121*878# এই নাম্বারে।
- সব অফার শুধুমাত্র লোকাল কল, ইন্টারনেট বা SMS-এ ব্যবহার করা যাবে। শুধুমাত্র মেইন অ্যাকাউন্ট ব্যালেন্স দিয়ে ISD কল করা যাবে।
- স্টার্টআপ বান্ডেল আগে না কিনলে কোনো অ্যাড-অন বান্ডেল নেওয়া যাবে না।
- ট্যুরিস্ট সিম ইউজাররা কোনো নিয়মিত বা CCSP প্রোডাক্ট নিতে পারবেন না।
- সিমের মূল্য স্টার্টআপ বান্ডেলের মধ্যে অন্তর্ভুক্ত।
- বান্ডেল গুলোর মূল্য ট্যাক্সের অন্তর্ভুক্ত।
- *121# ডায়াল করে প্যাকেজ এবং তার ব্যবহারের বিবরণ দেখা যাবে।
বাংলালিংক তার সেবার মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নিয়েছে। সরাদেশে নিরবছিন্ন ভাবে ৪জি নেটওয়ার্ক কভারেজের মাধ্যমে দেশের সকল প্রান্তে তাদের সেবা পৌছে দিচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে বাংলালিংক এর গ্রাহক সেবা কেন্দ্র রয়েছে যেখানে গ্রাহকরা সেবা নিতে পারবে।
বাংলালিংক সিম অপারেটর সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বাংলালিক কত সালে বাংলাদেশে সেবা চালু করেছে?
বাংলাদেশ ২০০৫ সালে বাংলালিংক মোবাইল ফোন সিমের সেবা চালু করে।
বর্তমানে বাংলালিক সিমের গ্রাহক সংখ্যা কত?
র্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা প্রায় ৪ কোটি ১৪ লাখ।
বাংলালিংক ট্যুরিস্ট সিমের প্যাকেজ কয়টি?
৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই তিন মেয়াদে দুইটি করে মোট ছয়টি প্যাকেজ নিয়ে বাজারে এসেছে বাংলালিংকের এই ট্যুরিস্ট সিম।
প্রিয় পাঠকবৃন্দ,আশা করছি বাংলালিংক ট্যুরিস্ট সিম এর প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এমন আরো টেলিকম অফার দেখতে আমাদের ওয়েব সাইট ভিজিট করতে পারেন। ধন্যবাদ