বাংলাদেশে মোটরসাইকেল/বাইক চালান অথচ বাজাজ পালসার বাইক চিনে না এমন লোক পাওয়া দুস্কর। বাজাজ একটি ইন্ডিয়ান বহুজাতিক প্রতিষ্ঠান তারই অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে বাজাজ অটো লিমিটেড। বাজাজ অটো লিমিটেড মোটর সাইকেল ও সিএনজি তৈরি করে। ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশেও বাজাজ মোটর সাইকেল ও সিএনজি গুলো ব্যাপক জনপ্রিয়।
সূচীপত্র
বাজাজের মোটরসাইকেল/বাইক গুলো বেশ মজবুদ ও টেকশই তাই দেশের বাজারে বাজাজ ব্যান্ডের বাইক গুলো ব্যাপক জনপ্রিয়। দেশে বাজাজ ব্যান্ডের জনপ্রিয় বাইক গুলো হলো বাজাজ প্লাটিনা,বাজাজ সিটি,বাজাজ ডিসকভার,বাজাজ পালসার অন্যতম।
বাজাজ পালসার অনান্য মডেল গুলোর তুলনায় একটু বেশিই জনপ্রিয়। একটা সময় বাজাজ পালসার ছিলো বাইকারদের স্বপ্নের বাইক। আজকে আমরা বাজাজ পালসার বাইকের দাম সম্পর্কে বিস্তারিত জানবো। যারা পালসার বাইক কেনার চিন্তা করছেন তাদের জন্যই নিবন্ধটি বেশ উপকারে আসবে। বাজাজ পালসার বাইকের দাম সম্পর্কে আমরা যা জানতে চাই যেমন বাজাজ পালসার বাইকের দাম,পালসার 150 সিসি দাম কত,Bajaj Pulsar 2023, নতুন পালসার বাইক এর দাম,বাজাজ পালসার নিউ মডেল,বাজাজ পালসার ডাবল ডিস্ক দাম কত,বাজাজ পালসার টুইন ডিস্ক দাম কত,পালসার সিঙ্গেল ডিস্ক দাম কত,পালসার নিউ মডেল ২০২৩,পালসার বাইক নিউ মডেল ইত্যাদি।
বাজাজ পালসার বাইকের দাম ২০২৩
দেশের বাজারে ১৫০ সিসি বাইক গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে পালসার সিরিজ। ১৫০ সিসি বাইক বিক্রির তুলনায় দেখা যাবে বাংলাদেশে সর্বোচ্চ বিক্রি হওয়া বাইক বাজাজ পালসার।
দেশের বাজারে বর্তমানে বাজাজ পালসার সিরিজের সর্বমোট ৭ টি মডেল পাওয়া যায় সেগুলো নিচে দেওয়া হলোঃ
(বাজাজ পালসার বাইকের দাম সমূহ সর্বশেষ আপডেট করা হয়েছে ২৩/০৭/২০২৩ ইং তারিখে)
বাজাজ পালসার ১৫০ সিসি বাইকের মূল্য ১,৯৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক বাইকের মূল্য ২,০৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের মূল্য ২,২০,৯০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি নিওন বাইকের মূল্য ১,৫৪,৯০০ টাকা।
বাজাজ পালসার এন১৬০ সিসি বাইকের মূল্য ২,৬০,০০০ টাকা।
বাজাজ পালসার এনএস১৬০ সিসি এফআই এবিএস বাইকের মূল্য ২,৬২,৫০০ টাকা।
বাজাজ পালসার এনএস১৬০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের মূল্য ২,১০,০০০ টাকা।
বাজাজ পালসার সবগুলো মডেরের দাম বাজাজ শোরুম ও অফিসিয়াল সুত্রে সংগ্রহ করা হয়েছে। বাজাজ পালসার বাইকের দামের উপর মাঝে মাঝে মূল্যছাড় অফার চলে তখন এই দামের থেকে কিছু কমে বাইক গুলো পাওয়া যাবে। বাংলাদেশের সকল জায়গায় বাজাজ ব্যান্ডের শোরুম পেয়ে যাবেন। দেশে হিসাব করলে দেখা যাবে বাজাজের শোরুম অনান্য ব্যান্ড থেকে বেশি কারণ বাজার বাইকারদের মন জয় করে নিয়েছে । বাজাজ পালসার বাইক আকর্ষনীয় আউটলুক, অসাধারন ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ রেঞ্জ, আফটার সেলস সার্ভিস এবং সাশ্রয়ী দামের জন্য সবার পছন্দ।
পালসার 150 সিসি দাম কত
বাজাজ পালসার 150 সিসির বাইক গুলো আকর্ষনীয় আউটলুক, অসাধারন ইঞ্জিন পারফরমেন্স দেখেই সব বাইকারের প্রথম পছন্দ বাজাজ পালসার 150 সিসি বাইক গুলো। বাজারে ৪টি 150 সিসির পালসার মডেল পাওয়া যাচ্ছে।
দেশের বাজারে বর্তমানে বাজাজ পালসার 150 সিসি সেগমেন্টের সর্বমোট ৪ টি মডেল পাওয়া যায় সেগুলো নিচে দেওয়া হলোঃ
(বাজাজ পালসার 150 সিসি বাইকের দাম সমূহ সর্বশেষ আপডেট করা হয়েছে ২৩/০৭/২০২৩ ইং তারিখে)
বাজাজ পালসার ১৫০ সিসি বাইকের মূল্য ১,৯৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক বাইকের মূল্য ২,০৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের মূল্য ২,২০,৯০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি নিওন বাইকের মূল্য ১,৫৪,৯০০ টাকা।
পালসার সিঙ্গেল ডিস্ক দাম কত
আজকে দেশের বাজারে পালসার সিঙ্গেল ডিস্ক এর একটি বাইকের মূল্য ১,৯৮,৫০০ টাকা।
বাজাজ পালসার ডাবল ডিস্ক/টুইন ডিস্ক দাম কত
বাইকারদের সবচেয়ে বেশি পছন্দ বাজাজ পালসার ডাবল ডিস্ক/টুইন ডিস্ক এর বাইকটি কারন এই মডেলের বাইকে দুইটি ব্রেকে অর্থাৎ সামনে ও পিছনের চাকায় ব্রেকের জন্য ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডাবল ডিস্ক/টুইন ডিস্ক ব্রেকের জন্য বাইটি চালিয়ে মজা পাওয়া যাবে। বর্তমানে বাজাজ পালসার ডাবল ডিস্ক/টুইন ডিস্ক দাম ২,০৫,৫০০ টাকা।
Bajaj Pulsar Bike Price | Bajaj Pulsar Biker Dam 2023
Bajaj Pulsar 150 cc model bikes are the first choice of bikers because of their attractive outlook, amazing engine performance and price. There are 7 models Pulsar bike available in the market.
Total 7 models of the Bajaj Pulsar bike are available in the market. Below are the Bajaj Pulsar bike models according to price:
(Bike Prices Last Updated on: 23/07/2023)
Bajaj Pulsar 150 Neon Price 1,54,900 tK
Bajaj Pulsar 150 Price 1,95,500 tk
Bajaj Pulsar 150 SD Price 1,98,500 tk
Bajaj Pulsar 150 Twin Disc Price 2,05,500 tk
Bajaj Pulsar 150 Twin Disc ABS Price 2,20,900 tk
Bajaj Pulsar N160 Price 2,65,000 tk
Bajaj Pulsar NS 160 Fi ABS Price 2,62,500 tk
Bajaj Pulsar NS160 TD ABS Price 2,17,900 tk
All Bajaj Pulsar bike prices are taken from official sources.
বাজাজ পালসার বাইক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বাজাজ পালসার বাইক কেন এত জনপ্রিয়?
বাজাজ পালসার বাইক গুলি জনপ্রিয় হওয়ার কারন আকর্ষনীয় আউটলুক, অসাধারন ইঞ্জিন পারফরমেন্স, মাইলেজ রেঞ্জ, আফটার সেলস সার্ভিস এবং সাশ্রয়ী দাম তাই বাজাজ পালসার জন্য সবার পছন্দ।
বাজাজ পালসার ১৫০ সিসি বাইকের মূল্য কত?
বাজাজ পালসার ১৫০ সিসি বাইকের মূল্য ১,৯৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক বাইকের মূল্য কত?
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক বাইকের মূল্য ২,০৫,৫০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের দাম কত?
বাজাজ পালসার ১৫০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের মূল্য ২,২০,৯০০ টাকা।
বাজাজ পালসার ১৫০ সিসি নিওন বাইকের মূল্য কত?
বাজাজ পালসার ১৫০ সিসি নিওন বাইকের মূল্য ১,৫৪,৯০০ টাকা।
বাজাজ পালসার এন১৬০ সিসি বাইকের মূল্য কত?
বাজাজ পালসার এন১৬০ সিসি বাইকের মূল্য ২,৬০,০০০ টাকা।
বাজাজ পালসার এনএস১৬০ সিসি এফআই এবিএস বাইকের মূল্য?
বাজাজ পালসার এনএস১৬০ সিসি এফআই এবিএস বাইকের মূল্য ২,৬২,৫০০ টাকা।
বাজাজ পালসার এনএস১৬০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের দাম কত?
বাজাজ পালসার এনএস১৬০ সিসি টুইন ডিস্ক এবিএস বাইকের মূল্য ২,১০,০০০ টাকা।
প্রিয় পাঠকবৃন্ধ, আজকের নিবন্ধটি আপনাদের বাজাজ পালসার বাইক ক্রয় করার ক্ষেত্রে কাজে দিবে। সকল ধরনের পন্যের বাজার মূল্য জানতে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ