BG Remove 2024: যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা বা সরিয়ে ফেলা কি সম্ভব? ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে তো ফটোশপ এ কাজ জানা লাগে তার পরে না ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলা যায়। হে খুব সহজেই যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করা সম্ভব। তার জন্য কোনও হাই এন্ড সফ্টওয়ারের প্রয়োজন হয়না বা ফটোশপে কাজ জানার ও দরকার নাই।

BG_Remove_Process,যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ

বর্তমানে আমরা মোবাইলের বা ডিএসএলআর এ ছবি তুলার প্রবনতা বেড়েই চলেছে। অনেক সময় ছবি তুলনেন কিন্তু ব্যাকগ্রাউন্ড এ আপনার পছন্দ নয় এমন জিনিষ চলে এসছে এখন তা মুছে ফেলার প্রয়োজন হলে খুব সহজেই এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করা সম্ভব। অনেক ক্ষেত্রে অফিসিয়াল কাজের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করা প্রয়োজন পরে বা গ্রাফিক্স ডিজাইনের জন্যও ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করার প্রয়োজন হয়। ব্যাকগ্রাউন্ড (BG Remove) ছবি পরিবর্তনের জন্য বর্তমানে অনলাইন বিভিন্ন টুলস রয়েছে। কোন রকম অভিজ্ঞতা ছাড়াই এসব অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) টুলস দিয়ে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই।

আমরা অনেকেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করা জন্য গুগলে বিভিন্ন ভাবে খুজে থাকি যেমন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন,যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই,১ সেকেন্ডে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পদ্ধতি,ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সহজে,ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট,Remove.bg দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ইত্যাদি।

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই

remove_bg_interface

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন সহজেই করা জন্য বিশেষ কিছু অনলাইন টুলস রয়েছে । ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করার টুলস গুলোর মধ্যে remove.bg, slazzer.com,removal.ai উল্লেখযোগ্য। এক ক্লিকেই যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করতে পারবেন নিমিষেই। আজকে আমরা remove.bg ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সে বিষয়ে নিচে আলোচনা করা হয়েছে।

যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য প্রথমে ইন্টারনেট ব্রাউজারের এড্রেসবারে remove.bg লিখে এন্টার বাটন চাপতে হবে।

remove.bg ওয়েবসাইটি ওপেন হয়ে গেলে এখানে দেখতে পারবেন ছবি আপলোড অথবা ছবির লিংক চাচ্ছে অর্থাৎ যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করতে চাচ্ছেন সেই ছবিটি আপলোড বা লিংক দিয়ে দিলেই আপনার কাজ শেষ। ওয়েবসাইটটি নিজে থেকেই প্রসেস করে ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করে দিবে। এবং ব্যাকগ্রাউন্ড ছাড়াই নতুন ইমেজ সেখানে দেখাবে।

remove_bg_interface

ছবি আপলোড অথবা ছবির লিংক দিয়ে দেওয়ার সাথে সাথেই আপনার ছবির সাবজেক্টটি রেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করে দিয়েছে। যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করার পরের ছবি টি ভালো লাগে ডাউনলোড করে আপনার ইচ্ছামত ছবিতে ব্যাকগ্রাউন্ড লাগিয়ে নিতে পারেন। ছবিটি ডাউনলোড হবে পিএনজি (.png) ফরমেটে মানে আপনি পরে ছবি এডিটিং সফটওয়ারের মাধ্যমে কাস্টমাইজ করে নিতে পারবেন।

ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করার পরেও যদি আপনি কিছু মডিফাই বা কাস্টমাইজ করতে চান তাহলে ইডিট অপশনে গিয়ে ছবির প্রি বিল্ড কিছু ব্যাকগ্রাউন্ড যোগ করে নিতে পারবেন বা ছবির যদি ব্যাকগ্রাউন্ড ছাড়াও পছন্ন অনুসারে কিছু বাদ দিতে চান তাহলে ইরেজ/রিস্টোর অপশনে গিয়ে কাজ করে নিতে পারবেন।

প্রিয় পাঠকবৃন্দ দেখলেন কিভাবে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সহজেই মানে ছবি আপলোড অথবা ছবির লিংক দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) হয়ে ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি আপনার সামনে। তো আশা করছি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ (BG Remove) করতে আর অসুবিধা হবে না। এমন আরো বিভিন্ন টিপস এন্ড ট্রিকস আমাদের সাইটে দেখতে পারবেন । ধন্যবাদ

5/5 - (4 votes)

মন্তব্য করুন

x