ইংরেজী ১২ মাসের মধ্যে সপ্তম মাসটি হল জুলাই মাস। বাংলা মাস অনুযায়ী জুলাই মাসে দুইটি মাস পড়েছে আষাঢ ও শ্রাবন। জুলাই মাস বর্ষা মৌসুমের শুরু।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের জুলাই মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের জুলাই মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি আপনাদের কাজে আসবে।
জুলাই মাস সম্পর্কে আমরা যা জানতে চাই জুলাই মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,জুলাই মাসের কোন দিনে কি দিবস,জুলাই মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, জুলাই মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,জুলাই মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, জুলাই মাসের ক্যালেন্ডার, জুলাই মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে।
২০২৩ সালের জুলাই মাসের যে সকল বিষয়ে আলোচনা করা হবে
- জুলাই ২০২৪ মাসের দিবস সমূহ।
- জুলাই ২০২৪ মাসের সরকারী ছুটি সমূহ।
- জুলাই ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
জুলাই ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of July 2024
জুলাই মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১৬ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের জুলাই ২০২৪ মাসের দিবস সমূহ জেনে রাখা উচিত।
তারিখ | দিবসের নাম |
১ জুলাই | ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস |
২ জুলাই | বিশ্ব ইউএফও দিবস ও বিশ্ব ক্রীড়া সাংবাদিকতা দিবস |
৩ জুলাই | আন্তর্জাতিক সমবায় দিবস |
৪ জুলাই | স্বাধীনতা দিবস (ইউএসএ) |
৬ জুলাই | আন্তর্জাতিক চুম্বন দিবস |
৭ জুলাই | আন্তর্জাতিক চকলেট দিবস |
১১ জুলাই | বিশ্ব জনসংখ্যা দিবস |
১২ জুলাই | মালালা দিবস |
১৫ জুলাই | বিশ্ব যুব দক্ষতা দিবস |
১৭ জুলাই | বিশ্ব বিচার দিবস |
১৮ জুলাই | ম্যান্ডেলা দিবস |
২০ জুলাই | আন্তর্জাতিক দাবা দিবস |
২৮ জুলাই | বিশ্ব হেপাটাইটিস দিবস |
২৯ জুলাই | আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস |
৩০ জুলাই | বিশ্ব বন্ধুত্ব দিবস |
৩১ জুলাই | বিশ্ব রেঞ্জার দিবস |
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসঃ ১৯২১ খ্রিস্টাব্দের এই তারিখে প্রতিষ্ঠিত হয়েছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরো দেখুনঃ
- আগস্ট মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ | Days Of August 2024
- প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ | SCHOOL HOLIDAY LIST 2024
- আজকের তারিখ (বাংলা ইংরেজি আরবি)। Ajker Tarikh 2024
জুলাই ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ
জুলাই মাসে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ০১ দিন ছুটি রয়েছে এবং সেটি বুধবার পড়েছে।
জুলাই মাসের ছুটির তালিকা ২০২৪
২০২৪ সালের জুলাই মাসে ০১ দিনের সরকারী ছুটি রয়েছে। ১৭ ই জুন বুধবার সাধারন ছুটি হিসেবে রয়েছে আশুরা ও ঐচ্ছিক ছুটি বৌদ্ধ পর্ব ২০ জুলাই আষাঢ়ী পূর্ণিমা।
জুলাই ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
জুলাই মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী আষাঢ় ও শ্রাবন মাস সেই সাথে বর্ষা ঋতু পড়েছে আর আরবি ১৪৪৫ ও ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে জ্বিলহজ্জ ও মহররম মাস। জুলাই ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।
জুলাই মাসের দিবস ও ছুটি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালন করা হয়?
জুলাই মাসের ১ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে পালন করা হয়।
আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালন করা হয়?
জুলাই মাসের ৩ তারিখ আন্তর্জাতিক সমবায় দিবস কবে পালন করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
জুলাই মাসের ১১ তারিখ বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়।
আশুরা কি এবং কেন পালিত হয়?
মহররম ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস। এদিন তাজিয়া বের করে শোক পালন করেন মুসলিম সম্প্রদায়। কারবালার যুদ্ধে হুসেনের মৃত্যুর শোক পালন করা হয় এদিন। মহররম মাসের দশম দিনে পালিত হয় পবিত্র আশুরা (Ashura)।
আশা করছি জুলাই মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪। Days Of July 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ