ঢাকা মেট্রোরেল | Dhaka Metrorail
মেট্রোরেল প্রকল্পটি (এমআরটি লাইন-৬) ঢাকার উত্তরা এবং মতিঝিলের মধ্যে প্রথম ২০.১ কিলোমিটার নির্মানকাজ শুরু হয়। যানজট নিরসনই মেট্রোরেলের প্রধান লক্ষ্য। ২৬ জুন ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করেন এবং মেট্রোরেলের কার্যক্রম শুরু হয়। ২৮ ডিসেম্বর বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন। এর পর সর্ব সাধারনের জন্য ঢাকা মেট্রোরেল উন্মোক্ত করা হয়। মেট্রোরেল উত্তরা উত্তর হইতে কমলাপুর পর্যন্ত চলাচল করবে। মেট্রোরেল নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ঢাকা মেট্রোরেলের যে সকল বিষয়ে জানতে পারবো তা হলো ঢাকা মেট্রোরেল,Dhaka Metrorail,এক নজরে ঢাকা মেট্রোরেল,ঢাকা মেট্রোরেল এর সক্ষমতা,ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ,ঢাকা মেট্রোরেল স্টেশন ম্যাপ,ঢাকা মেট্রোরেলের ভাড়ার তালিকা,ঢাকা মেট্রোরেল চলাচলের সর্বশেষ সময়সূচী,ঢাকা মেট্রোরেল টাইমলাইন।
এক নজরে ঢাকা মেট্রোরেল | Dhaka Metrorail At a Glance
- কাজ শুরুঃ ২০১৭
- সবোর্চ গতিঃ ১০০কিমি/ঘন্টা
- দৈর্ঘ্যঃ উত্তরা থেকে কমলাপুর প্রায় ২২ কিমি
- ভাড়াঃ সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা
- সহযোগী প্রতিষ্ঠানঃ জাইকা – জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি।
- প্রকল্পব্যয়ঃ ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা
- ষ্টেশন সংখ্যাঃ ১৭ টি (উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর)
- যাত্রী পরিবহন ক্ষমতাঃ ঘন্টায় ৬০ হাজার এবং প্রতিদিন ৫ লক্ষ।
- শীতাতপ নিয়ন্ত্রনঃ প্রতিটি কোচ এসি।
- সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার।
- অর্থায়নঃ বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।
ঢাকা মেট্রোরেল এর সক্ষমতা | Capacity of Dhaka Metrorail
মেট্রোরেল ট্রেনটি ১৬ টি স্টেশনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৬০,০০০ যাত্রী বহন করতে সক্ষম হবে। রেললাইন বাস্তবায়নের দায়িত্ব নেয় ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
ঢাকা মেট্রোরেলের স্টেশন সমূহ | Dhaka Metrorail Stations
দেশে বিদ্যুৎচালিত ট্রেনের নতুন যুগের সূচনা হয়েছে ঢাকা মেট্রোরেল প্রকল্পের মাধ্যমে। মেট্রো ট্রেনটি ১৭ টি স্টেশনে থামবে এবং স্টেশনগুলি প্রয়োজনীয় সমস্ত সুবিধা সহ আধুনিক। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করছে।
- উত্তরা উত্তর (Uttara North)
- উত্তরা সেন্টার (Uttara Center)
- উত্তরা দক্ষিণ (Uttara South)
- পল্লবী (Pallabi)
- মিরপুর ১১ (Mirpur-11)
- মিরপুর ১০ (Mirpur-10)
- কাজীপাড়া (Kazipara)
- শেওড়াপাড়া (Shewrapara)
- আগারগাঁও (Agargaon)
- বিজয় সরণি (Bijoy Sarawni)
- ফার্মগেট (Framgate)
- কারওয়ান বাজার (Karwan Bazar)
- শাহবাগ (Shahbag)
- ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University)
- বাংলাদেশ সচিবালয় (Bangladesh Secretariat)
- মতিঝিল (Motijheel)
- কমলাপুর (Kamalapur)
ঢাকা মেট্রোরেল স্টেশন ম্যাপ | Dhaka Metrorail Station Map
ঢাকা মেট্রোরেল (এমআরটি লাইন-৬) উত্তরা এবং মতিঝিল এর স্টেশন জিওগ্রাফিক্যাল ম্যাপ
ঢাকা মেট্রোরেল চলাচলের সর্বশেষ সময়সূচী | Dhaka Metrorail Time Schedule 2025
ঢাকা মেট্রোরেল সকাল ০৮.০০ ঘটিকা থেকে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী চলাচল করছেঃ
ক) সাপ্তাহিক কর্মদিবসের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | সকাল ০৭.১০ মিনিট | সকাল ০৭.৩০ মিনিট | ১০ মিনিট |
সকাল ৭.৩১ মিনিট | সকাল ১১.৩৬ মিনিট | ০৮ মিনিট | ||
সকাল ১১.৩৭ মিনিট | দুপুর ০২.৩৬ মিনিট | ১০ মিনিট | ||
প্রথম ট্রেন : সকাল ০৭.১০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | ||||
দুপুর ০২.৩৭ মিনিট | রাত ০৮.২০ মিনিট | ০৮ মিনিট | ||
রাত ০৮.২১ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট | ||
মতিঝিল | উত্তরা উত্তর | সকাল ০৭.৩০ মিনিট | সকাল ০৮.০০ মিনিট | ১০ মিনিট |
সকাল ০৮.০১ মিনিট | দুপুর ১২.১৬মিনিট | ০৮ মিনিট | ||
দুপুর ১২.১৭ মিনিট | দুপুর ০৩.১৫ মিনিট | ১০ মিনিট | ||
প্রথম ট্রেন : সকাল ০৭.৩০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯:৪০ মিনিট | ||||
দুপুর ০৩.১৬ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ০৮ মিনিট | ||
রাত ০৯:০১ মিনিট | রাত ০৯:৪০ মিনিট | ১০ মিনিট |
খ) শনিবার ও অন্যান্য সকল সরকারী ছুটির দিনের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | সকাল ০৭.১০ মিনিট | সকাল ১০.৩২ মিনিট | ১২ মিনিট |
প্রথম ট্রেন : সকাল ০৭.১০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | সকাল ১০.৩৩ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট | |
মতিঝিল | উত্তরা উত্তর | সকাল ০৭.৩০ মিনিট | সকাল ১১.১২ মিনিট | ১২ মিনিট |
প্রথম ট্রেন : সকাল ০৭.৩০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯.৪০ মিনিট | সকাল ১১.১৩ মিনিট | রাত ০৯.৪০ মিনিট | ১০ মিনিট |
গ) শুক্রবারের সময়সূচি
মেট্রোরেল স্টেশন | সময় | Headway | ||
প্রারম্ভিক | গন্তব্য | থেকে | পর্যন্ত | |
উত্তরা উত্তর | মতিঝিল | দুপুর ০৩.৩০ মিনিট | রাত ০৯.০০ মিনিট | ১০ মিনিট |
প্রথম ট্রেন : দুপুর ০৩.৩০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯.০০ মিনিট | ||||
মতিঝিল | উত্তরা উত্তর | দুপুর ০৩.৫০ মিনিট | রাত ০৯.৪০ মিনিট | ১০ মিনিট |
প্রথম ট্রেন : দুপুর ০৩.৫০ মিনিটসর্বশেষ ট্রেন : রাত ০৯.৪০ মিনিট |
ঢাকা মেট্রোরেলের ভাড়ার তালিকা | Dhaka Metrorail Fare 2025
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। এরপর প্রতি দুই স্টেশন পর ১০ টাকা করে ভাড়া যোগ হবে। উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা।
উত্তরা নর্থ থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- উত্তরা সেন্টার ২০ টাকা।
- উত্তরা সাউথ ২০ টাকা
- পল্লবী ৩০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ৪০ টাকা।
- কাজীপাড়া ৪০ টাকা।
- শেওড়াপাড়া ৫০ টাকা ।
- আগারগাঁও ৬০ টাকা।
উত্তরা সেন্টার থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- উত্তরা নর্থ ২০ টাকা।
- উত্তরা সাউথ ২০ টাকা।
- পল্লবী ২০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা ।
- মিরপুর-১০ নম্বর ৩০ টাকা।
- কাজীপাড়া ৪০ টাকা।
- শেওড়াপাড়া ৪০ টাকা ।
- আগারগাঁও ৫০ টাকা।
উত্তরা সাউথ থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- উত্তরা সেন্টার ২০ টাকা।
- উত্তরা নর্থ ২০ টাকা।
- পল্লবী ২০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ৩০ টাকা।
- কাজীপাড়া ৩০ টাকা।
- শেওড়াপাড়া ৪০ টাকা ।
- আগারগাঁও ৪০ টাকা।
পল্লবী থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- উত্তরা সাউথ ২০ টাকা।
- উত্তরা সেন্টার ২০ টাকা।
- উত্তরা নর্থ ৩০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা।
- কাজীপাড়া ২০ টাকা।
- শেওড়াপাড়া ৩০ টাকা ।
- আগারগাঁও ৩০ টাকা।
মিরপুর-১১ নম্বর থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- পল্লবী ২০ টাকা।
- উত্তরা সাউথ ২০ টাকা।
- উত্তরা সেন্টার ৩০ টাকা।
- উত্তরা নর্থ ৩০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা।
- কাজীপাড়া ২০ টাকা।
- শেওড়াপাড়া ৩০ টাকা ।
- আগারগাঁও ৩০ টাকা।
মিরপুর-১০ নম্বর থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা।
- পল্লবী ২০ টাকা।
- উত্তরা সাউথ ৩০ টাকা।
- উত্তরা সেন্টার ৩০ টাকা।
- উত্তরা নর্থ ৪০ টাকা।
- কাজীপাড়া ২০ টাকা।
- শেওড়াপাড়া ২০ টাকা ।
- আগারগাঁও ২০ টাকা।
কাজীপাড়া থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা।
- পল্লবী ২০ টাকা।
- উত্তরা সাউথ ৩০ টাকা।
- উত্তরা সেন্টার ৪০ টাকা।
- উত্তরা নর্থ ৪০ টাকা।
- শেওড়াপাড়া ২০ টাকা ।
- আগারগাঁও ২০ টাকা।
শেওড়াপাড়া থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- কাজীপাড়া ২০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ২০ টাকা।
- পল্লবী ৩০ টাকা।
- উত্তরা সাউথ ৪০ টাকা।
- উত্তরা সেন্টার ৪০ টাকা।
- উত্তরা নর্থ ৫০ টাকা ।
- আগারগাঁও ২০ টাকা।
আগারগাঁও থেকে বিভিন্ন মেট্রো স্টেশনের ভাড়ার তালিকা
- শেওড়াপাড়া ২০ টাকা।
- কাজীপাড়া ২০ টাকা।
- মিরপুর-১০ নম্বর ২০ টাকা।
- মিরপুর-১১ নম্বর ৩০ টাকা।
- পল্লবী ৩০ টাকা।
- উত্তরা সাউথ ৪০ টাকা।
- উত্তরা সেন্টার ৫০ টাকা ।
- উত্তরা নর্থ ৬০ টাকা।
ঢাকা মেট্রোরেলের ভাড়ার তালিকার চার্ট | Dhaka Metrorail Fare Chart
অনান্য স্টেশন সমূহ চালু হলে সাথে সাথেই ভাড়ার তালিকা আপডেট করা হবে।
ঢাকা মেট্রোরেল টাইমলাইন-
- ২৮ ডিসেম্বর উদ্ভোদনের পর থেকে উত্তরা ও আগারগাঁও ষ্টেশনে মেট্রোরেল চলেছে।
- ২৫ জানুয়ারী ২০২৩ থেকে পল্লবী স্টেশনে থামছে মেট্রোরেল।
- ১৮ ফেব্রুয়ারি ২০২৩ থেকে উত্তরা সেন্টার স্টেশনে থামছে মেট্রোরেল।
- ১ মার্চ ২০২৩ থেকে থামছে মিরপুর ১০ নম্বর স্টেশনে।
- ১৫ মার্চ ২০২৩ থেকে থামছে কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশনে।
- ৩১ মার্চ ২০২৩ থেকে থামছে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনে।
- মাস র্যাপিড ট্রানজিট লাইন (এমআরটি) কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী জুলাইতেই মেট্রোরেল চলবে দিনরাত।
- ঈদের ছুটিতে চলবে মেট্রোরেল। শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলবে বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর। ঈদের পরের দিন থেকে আবার আগের সময় অনুযায়ীই চলবে।
- সময়ের সাথে সাথে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রেন সংখ্যা বাড়বে। প্রতি মেট্রো স্টেশনে যাত্রীদের ওঠানামার জন্য ১০ মিনিট করে থেমে থাকবে ট্রেন।
- ০৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্ভোদন হয়েছে।
ঢাকা মেট্রোরেল সম্পর্কে প্রশ্ন ও উত্তর
ঢাকা মেট্রোরেলের স্টেশন সংখ্যা কয়টি?
ঢাকা মেট্রোরেলের স্টেশন ১৭ টি।
ঢাকা মেট্রোরেল এর সক্ষমতা?
মেট্রোরেল ট্রেনটি ১৬ টি স্টেশনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ৬০,০০০ যাত্রী বহন করতে সক্ষম।
ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া কত?
ঢাকা মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
ঢাকা মেট্রোরেল চলাচলের সর্বশেষ সময়সূচী?
মেট্রোরেল চলাচলের সময় সকাল ৮.৩০টা থেকে দুপুর ০২.০০ টা পর্যন্ত।
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন কবে?
মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন সপ্তাহে এক দিন শুক্রবার ।
আশা করছি “ঢাকা মেট্রোরেলের ষ্টেশন,ভাড়া ও সর্বশেষ সময়সূচী ২০২৫ | Metrorail Stations, Fare & Time Schedule” সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। এমন আরো বিষয় সম্পর্কে জানতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করার অনেোধ রইলো। ধন্যবাদ