বাংলাদেশের দর্শনীয় স্থান গুলোর মধ্যে অন্যতম একটি হলো কক্সবাজার। প্রতিবছর প্রচুর পরিমাণে ভ্রমনপিপাসু মানুষ দেশ ও বিদেশ হতে কক্সবাজারে ঘুরতে আসে। অনেক মানুষই রয়েছে যারা বাসে কক্সবাজার ভ্রমণ করে থাকে। কক্সবাজারে বাস,ট্রেন (নির্মানাধীন) ও বিমানে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যাওয়া আসা করা যায়। কক্সবাজারে বাসে ভ্রমন করতে গেলে আপনি নেই রাস্তাঘাটের অনেক যানজট ও প্রচুর সময় ব্যয় হয়। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯৮ কিলোমিটার। তাই সময় বাচানোর সুবিধার্থে অনেকেই বিমানে করে কক্সবাজার যেতে চান কিন্তু আপনারা কক্সবাজার যেতে বিমান ভাড়া ও সময়সূচী ২০২৩ সম্পর্কে জানেন না। তাই আজকের নিবন্ধে আমরা আপনাদের ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী ২০২৩ বিস্তারিত জানানোর চেষ্টা করবো।
সূচীপত্র
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী নিয়ে আমরা গুগলে যা খুঁজে থাকি ঢাকা টু কক্সবাজার বিমান টিকিট,ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী,ঢাকা টু কক্সবাজার ফ্লাইটের টিকিট,ঢাকা থেকে কক্সবাজার বিমান টিকেট কত?,কক্সবাজার টু ঢাকা বিমান ভাড়া ২০২৩,ঢাকা থেকে কক্সবাজার সকল বিমানের সিডিউল ও ভাড়ার তথ্য,Dhaka to Cox’s Bazar Flight Ticket Price।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া/টিকেটের মূল্য
ঢাকা থেকে কক্সবাজার বিমান রুটে সর্ব মোট ৪ টি প্রতিষ্ঠানের বিমান চলাচল করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ,রিজেন্ট এয়ারওয়েজ এই বিমান গুলোর মাধ্যমে ঢাকা বিমান বন্দর থেকে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে যাওয়া যায়। এদের বিমান ভাড়া অথবা টিকিটের মূল্য বা যাত্রী ভাড়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে যে কোনো বিমানের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যেতে প্রতি জনের জন্য খরচ হবে সর্বোচ্চ ১২ হাজার টাকার মতো।
বিমান সংস্থা | সর্বনিম্ন জনপ্রতি ভাড়া | সর্বোচ্চ জনপ্রতি ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৩,৫০০ টাকা | ১১,০০০ টাকা |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৪,২০০ টাকা | ১০,৫০০ টাকা |
নভোএয়ার | ৩,৯০০ টাকা | ৯,০০০ টাকা |
রিজেন্ট এয়ারওয়েজ | ৩,৯৯৯ টাকা | ৯,৮০০ টাকা |
বিমান ভাড়া সবসময় পরিবর্তনশীল। ভ্রমণের তারিখ অনুযায়ী ভাড়া পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে ভাড়া কিছুটা কমে যায় অথবা বেড়ে যায়। তবে পার্থক্যটা সাধারণত খুব বেশী হয় না। ঢাকা কক্সবাজার রুট এর ব্যাতিক্রম না।
ঢাকা টু কক্সবাজার বিমানের সময়সূচী
ঢাকা টু কক্সবাজার রুটে ৮ টি বিমান সংস্থা সপ্তাহে সর্বমোট ৯০ টি বিমান চলাচল করে।
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্স=সপ্তাহে ৬ টি
- ইউএস-বাংলা এয়ারলাইন্স=সপ্তাহে ১৪ টি
- নভোএয়ার=সপ্তাহে ৫৬ টি
- রিজেন্ট এয়ারওয়েজ=সপ্তাহের ১৪ টি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিমানের সময়সূচী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদিন একটি ফ্লাইট এবং সপ্তাহে ৬ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে।
ফ্লাইট নং | ঢাকা থেকে টেক-অফের সময় | কক্সবাজার থেকে টেক-অফের সময় |
BG-433/BG-434 | ১১:০০ (সকাল) | ১২:৩৫ (সকাল) |
ইউএস-বাংলা এয়ারলাইন্স বিমানের সময়সূচী
ইউএস-বাংলা প্রতিদিন দুইটি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে।
ফ্লাইট নং | ঢাকা থেকে টেক-অফের সময় | কক্সবাজার থেকে টেক-অফের সময় |
BS141/BS142 | ১০:৪০ (সকাল) | ১২:০৫ (সকাল) |
BS145/BS146 | ০২:৪৫ (দুপুর) | ০৪:১০ (বিকাল) |
রিজেন্ট এয়ারওয়েজ বিমানের সময়সূচী
রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন দুইটি ফ্লাইট এবং সপ্তাহে ১৪ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে।
ফ্লাইট নং | ঢাকা থেকে টেক-অফের সময় | কক্সবাজার থেকে টেক-অফের সময় |
RX0741/RX0742 | ১০:১৫ (সকাল) | ১১:৪৫ (সকাল) |
RX1741/RX1742 | ০১:২০ (দুপুর) | ০২:৫০ (দুপুর) |
নভোএয়ার বিমানের সময়সূচী
নভোএয়ার প্রতিদিন ৮ ফ্লাইট এবং সপ্তাহে ৫৬ টি ফ্লাইট ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকা চলাচল করে।
ফ্লাইট নং | ঢাকা থেকে টেক-অফের সময় | ফ্লাইট নং | কক্সবাজার থেকে টেক-অফের সময় |
VQ921 | ০৭:৩০ (সকাল) | VQ922 | ০৯:০৫ (সকাল) |
VQ923 | ০৮:২০ (সকাল) | VQ924 | ০৯:৫৫ (সকাল) |
VQ925 | ০৯:১০ (সকাল) | VQ926 | ১০:৪৫ (সকাল) |
VQ927 | ১০:২০ (সকাল) | VQ928 | ১১:৫৫ (সকাল) |
VQ929 | ১২:৩০ (দুপুর) | VQ930 | ০২:০৫ (দুপুর) |
VQ931 | ০১:২০ (দুপুর) | VQ932 | ০২:৫৫ (দুপুর) |
VQ933 | ০২:০০ (দুপুর) | VQ934 | ০৩:৩৫ (দুপুর) |
VQ935 | ০৫:৩০ (দুপুর) | VQ936 | ০৬:০৫ (সন্ধ্যা) |
বিমানে লাগেজ পরিবহনের নির্দেশাবলী
ইকোনমি যাত্রীরা প্রত্যেকে ২০ কেজি পরিমাণ মালামাল বহন করতে পারবেন। তাছাড়া কেবিন লাগেজ হিসেবে ৭ কেজি মাল বহন করা যাবে। বিজনেস ক্লাসের যাত্রীরা ৩০ কেজি মালামাল এবং ৭ কেজি কেবিন লাগেজ বহন করতে পারবেন। এর চাইতে বেশি লাগেজ পরিবহন করতে চাইলে অতিরিক্ত ফি দিয়ে নেওয়া যাবে। এই ফি সম্পর্কে জানার জন্যে আপনার নির্দিষ্ট এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন।
ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া ও সময়সূচী বিষয়ক প্রশ্ন ও উত্তর
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব কত কিলোমিটার?
ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৩৯৮ কিলোমিটার।
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া/টিকেটের মূল্য কত?
ঢাকা টু কক্সবাজার বিমান ভাড়া/টিকেটের মূল্য সর্বনিম্ন ৩৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১২,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আশা করছি ঢাকা থেকে কক্সবাজার সর্ব শেষ বিমান ভাড়া ও সময়সূচী ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এমন আর ভ্রমন সম্পর্কিত লেখা দেখতে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ