এসএসসি এর পূর্নরুপ হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দশম শ্রেনির ছাত্র/ছাত্রীদের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করতে হয়। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র একাদশ শ্রেনিতে ভর্তির সুযোগ পায়।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা সবার আগে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি নিয়ে আলোচনা করবো। কিভাবে আপনি খুব সহজেই এসএসসি পরিক্ষা ২০২৫ এর ফলাফল দেখবেন সেসকল পদ্ধতি সম্পর্কে নিচে আলোচনা করা হবে। রেজাল্ট প্রকাশের পর সবাই ফলাফল দেখার জন্য ব্যাকুল হয়ে যাই। আগে একটা সময় পরীক্ষার ফলাফল দেখার জন্য বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখা হতো। কিন্তু বর্তমানে ইন্টারনেটে সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায় । রেজাল্ট প্রকাশের সাথে সাথেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে সহজেই রেজাল্ট দেখে নেওয়া যায়।

এসএসসি পরিক্ষা ২০২৫
সারা দেশে এগারটি শিক্ষা বোর্ড একসাথে এসএসসি বা সমমান পরীক্ষা গ্রহন করেছে। এবছর দেশে ১০ এপ্রিল ২০২৫ বাংলা ১ম পত্র দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়ে ১৩ মে ২০২৫ তারিখে পরীক্ষা শেষ হবে। ২০২5৪ সালে এগারটি বোর্ডে সর্বমোট ৩৫০৪ স্কুলে ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহন করেছে।
এসএসসি পরীক্ষা ২০২৫ রেজাল্ট কবে দিবে
যারা এবছর এসএসসি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহন করেছেন তাদের যেন অপেক্ষার প্রহর শেষই হচ্ছে না এসএসসি পরীক্ষা ২০২৫ রেজাল্ট (SSC Result 2025) কবে দিবে। শিক্ষা বোর্ড সমূহ ফলাফল প্রকাশের জন্য নিরলষ ভাবে কাজ করে যাচ্ছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১০ শে জুলাই ২০২৫ ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সবার আগে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি
এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইটি পদ্ধতির মাধ্যমে সহজেই মার্কশিট সহ পাওয়া সম্ভব। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। নিচে আমরা দুইটি পদ্ধতি আপনাদের দেখিয়ে দিবো।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েব সাইটের মাধ্যমে সবার আগে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন। বোর্ডের ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হতে কম্পিউটার অথবা মোবাইল ফোনের প্রয়োজন হবে এবং সাথে লাগবে ইন্টারনেট সংযোগ। কম্পিউটার অথবা মোবাইল ফোনের ইন্টারনেট ব্রাউজার চালু করে এসএসসি রেজাল্ট ২০২৫ লিখে সার্চ করুন অথবা ব্রাউজারের এড্রেসবারে http://www.educationboardresults.gov.bd/ টাইপ করে এন্টার বাটন চাপতে হবে এর পর নিচের পদ্ধতি অনুসরন করলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
- প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে এই লিংকের মাধ্যমে http://www.educationboardresults.gov.bd/।
- এক্সজামিনেশন (Examination) অপশনে ক্লিক করে পরীক্ষার নাম এসএসসির/দাখিল নির্বাচন করে নিতে হবে।
- বছর (Year) অপশনে ক্লিক করে পরীক্ষার সাল ২০২৫ নির্বাচন করতে হবে।
- বোর্ড (Board) অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
- রুল (Roll) অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে বসাতে হবে।
- রেজিঃ (Reg: No) অপশন এ ক্লিক করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে বসাতে হবে।
- ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট (Submit) করে দিলেই এসএসসি পরীক্ষার ফলাফল চলে আসবে।
মোবাইলের এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি
মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে নিমিষেই মার্কশিট সহ এসএসসি রেজাল্ট ২০২৫ দেখতে পারবেন।
- প্রথমে মোবাইল ফোনে থাকা মেসেজ অপশনে গিয়ে নতুন মেসেজ লিখার জন্য একটি ট্যাব খুলে নিতে হবে।
- এবার মেসেজে লিখতে হবে SSC_DHA_10127667****_2023।
- এখানে প্রথমে পরিক্ষার নাম (SSC) স্পেস বোর্ডের নাম (DHA) স্পেস রুল নাম্বার (10127667****) সর্বশেষ পরিক্ষার সাল (2023)।
- সর্ম্পূন মেসেজ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে।
- ফিরতি মেসেজে পয়ে জাবেন আপনার এসএসসি রেজাল্ট।
বিশেষ দ্রষ্টব্যঃ এসএমএস সেন্ড করতে মিনিমাম মেবাইলে ৩ টাকা থাকতে হবে কারণ প্রতিটি এসএমএস এ ২.৪৪৳ কেটে নিবে।
সকল শিক্ষা বোর্ডের নামের শর্টকোড
বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শর্টকোড সমূহ নিচে দেওয়া হলোঃ
DHA – ঢাকা বোর্ড
COM – কুমিল্লা বোর্ড
CHI – চট্রগাম
RAJ – রাজশাহী বোর্ড
JES – জশোর বোর্ড
BAR – বরিশাল বোর্ড
SYL – সিলেট বোর্ড
DIN – দিনাজপুর বোর্ড
TEC – টেকনিক্যাল বোর্ড
MAD – মাদ্রাসা বোর্ড
এসএসসি রেজাল্ট ২০২৫ সম্পর্কিত প্রশ্ন উত্তর
এসএসসি পরীক্ষা ২০২৫ রেজাল্ট কবে দিবে?
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৫ জুলাই ২০২৫ ফলাফল ঘোষণা করা হবে। এদিন ফল প্রকাশে সম্মতি দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এসএসসি পরীক্ষা ২০২৫ রেজাল্ট কিভাবে দেখবো?
এসএসসি পরীক্ষার রেজাল্ট দুইটি পদ্ধতির মাধ্যমে সহজেই মার্কশিট সহ পাওয়া সম্ভব। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে।
বাংলাদেশে শিক্ষা বোর্ড কতটি?
বাংলাদেশে শিক্ষা বোর্ড সর্বমোট এগারটি (১১ টি)।
এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখতে কি লিখে এসএমএস পাঠাতে হয়?
এসএসসি পরীক্ষা রেজাল্ট দেখতে মোবাইলের এসএমএস অপশনে গিয়ে প্রথমে পরিক্ষার নাম (SSC) স্পেস বোর্ডের নাম (DHA) স্পেস রুল নাম্বার (10127667****) সর্বশেষ পরিক্ষার সাল (2023) তারপর ১৬২২২ এই নাম্বারে এসএমএসটি সেন্ড করতে হয়।
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এসএসসি পরিক্ষার রেজাল্ট দেখতে খরচ কত?
২.৪৪৳/ প্রতি এস এম এস (SMS) ( ভ্যাট সহ )।
প্রিয় পরীক্ষার্থীবৃন্দ আশা করছি সবার আগে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পদ্ধতি সম্পর্কে জেনেছেন। এ রকম আরো পদ্ধতি দেখতে পারেন আমাদের সাইটে। ধন্যবাদ