আইটেল এস২৩: ১০,৪৯০ টাকায় Itel S23

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

চায়না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান আইটেল (Itel) ট্রান্সনিশন হোল্ডিংস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। আইটেল (Itel) ২০১৬ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকেই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন দেশের বাজারে নিয়ে আসছে। বর্তমানে বাজেট ফোন গুলির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আইটেল (Itel) তাদের নতুন বাজেট ফোন আইটেল এস২৩ (Itel S23) রিলিজ করেছে দেশের বাজারে।

আইটেল এস২৩ (Itel S23) ফোনটি স্টাইলিশ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল এর সাথে থাকছে ৬.৬ ইঞ্চি নচ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসক টি৬০৬। আইটেল এস২৩ (Itel S23) ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। স্টোরেজ হিসেবে থাকছে ৪/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি ভ্যারিয়েন্ট আর ফোনটিকে পাওয়ার দিতে ব্যবহার করা হয়েছে ৫০০০mAh Li-Po ব্যাটরি।

আইটেল এস২৩ (Itel S23),Itel_S23_Price_in_Bangladesh
আইটেল এস২৩ (Itel S23)

আজকে আমরা আইটেল এস২৩ (Itel S23) এর সকল ফিচার ও দাম সম্পর্কে বিস্তারিত জানবো। এস২৩ (Itel S23) এর দাম ছাড়াও যে সকল বিষয়ে জানা যাবে তা হলো আইটেল এস ২৩ দাম কত,আইটেল এস২৩ প্রাইস ইন বাংলাদেশ,আইটেল এস২৩ (Itel S23) ডিসপ্লের সাইজ কত,আইটেল এস২৩ (Itel S23) এর র‌্যাম ও রম কত জিবি,আইটেল এস২৩ (Itel S23) কি কি কালারে পাওয়া যাবে,আইটেল এস২৩ (Itel S23) এর ব্যাটারি কত mAh,আইটেল এস২৩ (Itel S23) এর ভাল ও মন্দ দিক,আইটেল এস২৩ (Itel S23) এর ক্যামেরা,কি আছে আইটেল এস২৩ (Itel S23) এ,।

আইটেল এস২৩ (Itel S23) এর স্পেসিফিকেশন

মডেলের নামআইটেল এস২৩
রিলিজের তারিখ১৫ জুন ২০২৩
বডি ও ডিজাইনআইটেল এস২৩ (Itel S23) ফোনটিতে আছে স্টাইলিশ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। ফ্রন্ট এ থাকছে নচ ক্যামেরা কাট আউট। ব্যাক সাইডে থাকবে ক্যামেরা মডিউল ও ফ্লাস লাইট। ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে ভেরিয়েন্ট মিস্ট্রি হোয়াইট এবং স্টারি ব্ল্যাক।
ডিসপ্লেআইটেল এস২৩ (Itel S23) এ থাকছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস রেজ্যুলেশনের নচ ডিসপ্লে এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট।
প্রসেসর ও অপারেটিং সিস্টেমআইটেল এস২৩ (Itel S23) এ প্রসেসর হিসেবে থাকবে ইউনিসক টি৬০৬ সিপিও হিসেবে আছে 1.6 GHz Octa-Core ও জিপিইউ ARM Mali G57 MP1। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে এন্ড্রয়েড ১২ সাথে আইটেল ওএস ৮.৬।
ক্যামেরাআইটেল এস২৩ (Itel S23) এ ফ্লন্টে থাকছে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা ও রিয়ার প্যানেলে থাকছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ব্যাক ক্যামেরা।
স্টোরেজ ( র‌্যাম ও রম)আইটেল এস২৩ (Itel S23) ফোনটি টি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৪/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি। এসডি কার্ড স্লট থাকায় স্টোরেজ বাড়ানো যাবে ১টিবি পর্যন্ত।
ব্যাটারিআইটেল এস২৩ (Itel S23) এর ব্যাটারি হিসেবে ব্যবহার হয়েছে ৫০০০mAh Li-Po ব্যাটরি নন রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে থাকবে ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।

আইটেল এস২৩ (Itel S23) এর ভাল ও মন্দ দিক

আইটেল এস২৩ (Itel S23) ভাল দিকআইটেল এস২৩ (Itel S23) মন্দ দিক
স্টাইলিশ কালার চেঞ্জিং ব্যাক প্যানেলবাজেট প্রসেসর ইউনিসক টি৬০৬
৬.৬ ইঞ্চির ডিসপ্লে১০ ওয়াট স্লো চার্জিং
৫০০০mAh Li-Po ব্যাটরি নন রিমুভেবল ব্যাটারি
২ টি স্টোরেজ অপশন
(৪/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি)

আইটেল এস২৩ (Itel S23) এর দাম। আইটেল এস২৩ (Itel S23) প্রাইজ ইন বাংলাদেশ

আইটেল এস২৩ (Itel S23) ফোনটি একটি বাজেট ফোন সুতরাং এর দাম ও হাতের নাগালে। আইটেল এস২৩ (Itel S23) ফেনটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আইটেল এস২৩ (Itel S23) ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ১০,৪৯০ টাকা ও ৮/১২৮ ভ্যারিয়েন্টের আইটেল এস২৩ (Itel S23) ফোনটির দাম পড়বে ১২,৪৯০ টাকা।

আইটেল এস২৩ (Itel S23) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আইটেল এস২৩ (Itel S23) এর দাম কত?

আইটেল এস২৩ (Itel S23) ৪/১২৮ জিবি ভ্যারিয়েন্টের ফোনটির দাম ১০,৪৯০ টাকা ও ৮/১২৮ ভ্যারিয়েন্টের আইটেল এস২৩ (Itel S23) ফোনটির দাম পড়বে ১২,৪৯০ টাকা।

আইটেল এস২৩ (Itel S23) এর ডিসপ্লের সাইজ কত?

আইটেল এস২৩ (Itel S23) এ থাকছে ৬.৬ ইঞ্চি এইচডি প্লাস রেজ্যুলেশনের নচ ডিসপ্লে এবং ৯০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট।

আইটেল এস২৩ (Itel S23) এর র‌্যাম ও রম কত জিবি?

আইটেল এস২৩ (Itel S23) ফোনটি টি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৪/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি। এসডি কার্ড স্লট থাকায় স্টোরেজ বাড়ানো যাবে ১টিবি পর্যন্ত।

আইটেল এস২৩ (Itel S23) এর ব্যাটারি কত mAh?

আইটেল এস২৩ (Itel S23) ফোনটিতে ৫০০০mAh Li-Po ব্যাটরি নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আইটেল এস২৩ (Itel S23) ফিচার হিসেবে দামটি যথার্থই রেখেছে আইটেল। দাম বিবেচনায় আইটেল এস২৩ (Itel S23) ফোনটি সবার পছন্দ হবে বলে মনে করছি। এমন আরো স্মার্টফোনের দাম ও ফিচার জানতে আমাদের সাইটটি ভিজিট করতে পারেন আর ফোনটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ

5/5 - (2 votes)

মন্তব্য করুন

x