নোটারি পাবলিক কী । নোটারি পাবলিক খরচ কত । Notary Public

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

নোটারি পাবলিক (Notary Public): নোটারি হচ্ছে দলিল বা কোন ডকুমেন্টের সত্যায়ন করার একটি সরকারি পদ্ধতি। নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১ এ ঋণখত, দাবিনামা এবং চেক সংক্রান্ত বিধি প্রণয়ন করা হয়। এটি আইনে পরিণত হয় এবং কার্যকর হয় ১৮৮২ সালের ১ মে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের সেকশন ১৩৮ এ সরকারকে ক্ষমতা প্রদান করা হয়েছে। সরকার যোগ্যতার ভিত্তিতে আইনজীবী নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশে নোটারি পাবলিক নিয়ন্ত্রিত হয় নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস-১৯৬৪ মাধ্যমে।

নোটারি পাবলিক কী । নোটারি পাবলিক খরচ কত । Notary Public
নোটারি পাবলিক । Notary Public

নোটারি বা নোটারি পাবলিক সম্পর্কে আমরা অনেকেই ইতিমধ্যেই জানি কিন্তু যারা এখনো যানে না নোটারি পাবলিক কী বা নোটারি পাবলিক কেন করতে হয় অথবা নোটারি পাবলিক খরচ কত তা আজকের নিবন্ধে আমরা বিস্তারিত জেনে যাবো।

নোটারি পাবলিক কী

নোটারি হচ্ছে দলিল বা কোন ডকুমেন্টের সত্যায়ন করার একটি সরকারি পদ্ধতি। আমরা অনেক সময় ছবি বা বিভিন্ন সার্টিফিকেটে প্রথম শ্রেনি কর্মকর্তা দ্বারা সত্যায়িত করার অভিজ্ঞতা হয়েছে। নোটারির ক্ষেত্রে তা সরকার নির্ধারিত একজন আইনজীবীর কাছ থেকে সত্যায়িত করতে হয়। একজন আইনজীবী নোটারি মূল ডকুমেন্ট/দলিল পরিক্ষা করে উক্ত ডকুমেন্ট/দলিলের ফটোকপিতে সিল স্বাক্ষর দেয়ার পাশাপাশি ডকুমেন্ট গুলোতে লাল রাবার টাইপ গোলাকার কাগজ নোটারি পাবলিকের ছাপসহ আঠা দিয়ে লাগিয়ে দেন। নোটারি পাবলিক কখনো মূল দলিলে হয় না।

পৃথিবীর বিভিন্ন দেশে নোটারির প্রচলন রয়েছে। বাংলাদেশের আইন অঙ্গনেও নোটারি পাবলিক অতি পরিচিত। যে কোন গুরুত্বপূর্ণ দলিল/ডকুমেন্টকে সত্যায়িত করতে গেলেই নোটারি পাবলিকের প্রয়োজন পড়ে। আমাদের দেশে সাধারণত নোটারি পাবলিকের কাজ করার জন্য অনুমোদিত আইনজীবী নিয়োগ করা থাকে। নোটারি পাবলিক নিয়ন্ত্রিত হয় নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস-১৯৬৪ দ্বারা।

নোটারি পাবলিক কেন করতে হয়

গুরুত্বপূর্ণ কাজে ডকুমেন্ট/দলিল উপস্থাপন করার সময় মূল কপি জমা না করে উক্ত ডকুমেন্টের কপি সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়। বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট সমূহ নোটারি পাবলিক দিয়ে সত্যায়ন করানো বাধ্যতামূলক এছাড়াও জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ, হলফনামা, বিবাহবিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম-মৃত্যুর সনদপত্র এবং বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা হয়। যে সব ক্ষেত্রে নোটারি পাবলিক করতে হয়ঃ

  • জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ।
  • হলফনামা।
  • বিবাহবিচ্ছেদ।
  • গাড়ি বেচাকেনা।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র।
  • চারিত্রিক সনদপত্র।
  • জন্ম-মৃত্যুর সনদপত্র।
  • বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে।

নোটারি পাবলিক কোথায় করা হয়

নোটারি পাবলিক করার জন্য আইনজীবী সরকার নির্ধারন করে সে হিসেবে বাংলাদেশের সমস্ত কোর্ট প্রাঙ্গনে নির্ধারিত নোটারি পাবলিক আইনজীবী পেয়ে যাবেন। নোটারি পাবলিক করার জন্য আইনজীবী আপনার মূল কাগজপত্র যাচাই-বাছাই করবেন এরপর তিনি নিশ্চিত হলেই তা সত্যায়িত করবেন। যার কাগজপত্র/দলিলাদি নোটারি পাবলিক করার প্রয়োজন হবে তার উপস্থিতিতে সত্যায়ন করবে আইনজীবী।

নোটারি পাবলিক খরচ কত

আমরা অনেকেই নোটারি পাবলিক করার আগে চিন্তা করি কত টাকা না খরচ হবে নোটারি করতে। নোটারি পাবলিক করাতে সরকার নির্ধারিত ফি রয়েছে। অনেকে মনে করেন নোটারি করাতে ১০০০/১৫০০ টাকা লাগে। নোটরি পাবলিকের জন্য সরকার নির্ধারিত ফি সত্যায়নের কাজে ১০ টাকা, আর যেকোনো স্ট্যাম্পে হলফনামা, চুক্তিপত্রের ক্ষেত্রে ২০-২৫ টাকা। অনেক সময় আইনজীবী নোটারি করতে বেশি টাকা দাবি করে তবে আপনি আজ জেনে গেলেন কত টাকা লাগে সে হিসেবে সরকার নির্ধারিত ফি দিয়ে নোটারি পাবলিক করতে পারবেন।

কে নোটারি পাবলিক করতে পারবেন

নোটারিস অর্ডিন্যান্স এবং নোটারিস রুলস-১৯৬৪ মাধ্যমে বাংলাদেশে নোটারি পাবলিক নিয়ন্ত্রিত হয়। সাধারণত কোনো ব্যক্তি, যিনি কমপক্ষে সাত (০৭) বছর আইনজীবী হিসেবে কাজ করছেন অথবা বিচার বিভাগের সদস্য হিসেবে কমপক্ষে পাঁচ (০৫) বছর কর্মরত ছিলেন অথবা সরকারের আইনি খসড়া এবং সরকারের আইন প্রণয়নকাজে নিয়োজিত ব্যক্তি নোটারি পাবলিক হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য।

নোটারি পাবলিক সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

নোটারি পাবলিক করতে কত টাকা খরচ হয়?

নোটরি পাবলিকের জন্য সরকার নির্ধারিত ফি সত্যায়নের কাজে ১০ টাকা, আর যেকোনো স্ট্যাম্পে হলফনামা, চুক্তিপত্রের ক্ষেত্রে ২০-২৫ টাকা।

নোটারি পাবলিক কোথায় করা হয়?

নোটারি পাবলিক করার জন্য আইনজীবী সরকার নির্ধারন করে সে হিসেবে বাংলাদেশের সমস্ত কোর্ট প্রাঙ্গনে নির্ধারিত নোটারি পাবলিক আইনজীবী পেয়ে যাবেন।

নোটারি পাবলিক কেন করতে হয়?

গুরুত্বপূর্ণ কাজে ডকুমেন্ট/দলিল উপস্থাপন করার সময় মূল কপি জমা না করে উক্ত ডকুমেন্টের কপি সাধারণত নোটারি পাবলিকের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে হয়।

কোন ধরনের ডকুমেন্টে নোটারি পাবলিক করতে হয়?

বিদেশে যাওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট সমূহ নোটারি পাবলিক দিয়ে সত্যায়ন করানো বাধ্যতামূলক এছাড়াও জমিজমা সংক্রান্ত দলিল-দস্তাবেজ, হলফনামা, বিবাহবিচ্ছেদ, গাড়ি বেচাকেনা, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, জন্ম-মৃত্যুর সনদপত্র এবং বিদেশে নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রে নোটারি পাবলিক দিয়ে সত্যায়িত করা হয়।

প্রিয় পাঠকবৃন্ধ, আজকের নোটারি পাবলিক সম্পর্কিত আলোচনায় নোটারি পাবলিক সম্পর্কে নোটারি পাবলিক কী বা নোটারি পাবলিক কেন করতে হয় অথবা নোটারি পাবলিক খরচ কত তা জেনেছেন। এমন আরো আইন বিষয়ক তথ্য আমাদের সাইটে দেখে নিতে পারেন। ধন্যবাদ

5/5 - (4 votes)

মন্তব্য করুন

x