আজকের রডের দাম । ১ কেজি রড কত টাকা । Ajker Roder Dam 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

আজকের নিবন্ধে রডের দাম নিয়ে আলোচনা করা হবে। একটি সুন্দর ভবন/বাড়ি তৈরি করার পূর্বে রডের ধারনা নেওয়ার জন্যই আজকের আয়োজন। বর্তমানে প্রায় সকল নির্মাণ সামগ্রীর দাম বেড়ে গেছে সেই সাথে বেড়েছে রডের দাম। বর্তমানে প্রতি টন রড ৯২,৫০০ থেকে ১০৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে যা কিছুদিন পূর্বেও ৮৫,০০০-৯০,০০০ টাকায় বিক্রি হয়েছে।

একটি ভবন/বাড়ি নির্মানে রডের বিকল্প নেই। গত বছর থেকেই রডের দাম বেড়েই চলেছে। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন গ্রেডের রড পাওয়া যায়। কোম্পানি ও গ্রেডের উপর নির্ভর করে প্রতি টন রডের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সাধারণ মানের ১ টন রডের দাম ৯৩,০০০ টাকার মতো। বাজারে রডের দাম এক বছর আগেও ছিলো প্রতি কেজি ৭০-৭৫ টাকার মতো। আজকের ১ কেজি রড বিক্রি হচ্ছে ৯৫-৯৯ টাকায়। যা আগে ছিলো ৮৫ থেকে ৯০ টাকার মতো। রড শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয় বলে বর্তমানে রড়ের উৎপাদন খরচ বেড়ে গেছে। বাজারে বর্তমানে বিএসআরএম কোম্পানীর রড়ের দাম সবচেয়ে বেশি। বিএসআরএম ১ টন রড বিক্রি করছে ৯৮,৫০০ টাকায়।

Ajker Roder Dam
আজকের রডের দাম

আজকের রডের দাম ২০২৪

প্রতিনিয়ত রডের দাম কম/বেশি হওয়ার কারণে আমাদের সব সময় আপডেট মূল্য জানার প্রয়োজন পরে। কারন সর্বশেষ রডের দাম কত তা জানা থাকলে কেনার সময় আপনি ঠকবেন না। আপনাদের জন্য আজকের বিভিন্ন ধরনের রডের বাজারের মূল্য তালিকা তৈরি করা হয়েছে ।

টিসিবির বাজর দর অনুযায়ী এক টন রডের দাম
  • এমএস রড (৬০ গ্রেড) ১ মেঃ টন ৯৯,০০০ টাকা (এক সপ্তাহ পূর্বেও ছিলো ৯২,০০০ টাকা থেকে ৯৯,০০০ টাকা)।
  • এমএস রড (৪০ গ্রেড) ১ মেঃ টন ৯০,৫০০ টাকা (এক সপ্তাহ পূর্বেও ছিলো ৮৭,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা)।

আজকের বিভিন্ন কোম্পানির রডের দাম ২০২৪

বাংলাদেশের বাজারে প্রচলিত ব্যান্ড গুলোর আজকের রডের দাম বাজার যাচাই করে নিচের ছকে উল্লেখ করা হয়েছে-

রড ব্যান্ডবর্তমান দাম ( টন )
BSRM৯৮,৫০০
AKS৯৬,৫০০
KSRM৯৫,০০০
CSRM৮৯,৫০০
BSI৮৮,৫০০
SSRM৮৯,০০০
Famous Steel৮৯,০০০
Suma Steel৮৯,২০০
Baizid Steel৯২,০০০
Angel Rate৯৫,০০০
HKG৮৮,৫০০
Mohammadi Steel৯১,০০০
GPH৯৬,৫০০
JSRM৯০,৫০০
Anwar Ispat৯৫,০০০
PHP Steels৯৫,০০০
Hi Teck৮৮,৫০০
ZSRM৮৯,৫০০
RSM৯৩,০০০
SS৯১,৫০০
ASBRM৮৮,৫০০
RRM৮৮,৫০০
HRRM৮৮,৫০০
KING৮৮,৫০০
PRIME৮৮,৫০০

১ কেজি রড কত টাকা

রডের দাম ক্রমেই বেড়ে চলেছে ভবন নির্মানে রডের ব্যাপক চাহিদা থাকায় রড তৈরি কাচামাল ইমপোর্ট করতে হচ্ছে ফলে দাম বাড়ছে। বাজারে রডের দাম এক বছর আগেও ছিলো প্রতি কেজি ৭০-৭৫ টাকার মতো তবে বর্তমানে দেশের বাজারে ১ কেজি রড বিক্রি হচ্ছে ৯২ টাকা থেকে ১০৫ টাকায়।

বাংলাদেশের রড কোম্পানির তালিকা

বাংলাদেশের ইস্পাত শিল্প ব্যাপক ভাবে গড়ে উঠেছে। রড বাহির দেশ হতে ইমপোর্ট করার প্প্ররয়োজন হয় না। প্রতিনিয়ত দেশীয় কোম্পানি গুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে রড সাপ্লাই করে থাকে। বিভিন্ন মানুষ অনলাইনের মাধ্যমে রডের কোম্পানির নাম জানার চেষ্টা করে। এই কোম্পানির রড দিয়ে যেকোনো বড় ধরণের কাজ করতে পারবেন। তাহলে দেখে নিন বড় ধরনের রড কোম্পানির নামগুলোঃ

  • Bangladesh Steel Re-Rolling Mills Ltd. (BSRM) বিএসআরএম।
  • Abul Khair Steel (AKS) একেএস।
  • Kabir Steel Re-Rolling Mills (KSRM) কেএসআরএম।
  • The Rani Re-Rolling Mills Ltd. (RRM) আরআরএম।
  • GPH Ispat (GPH) জিপিএস।
  • Sheema Steel Ltd. (SARM) এসএআরএম।
  • Bandar Steel Industries Ltd (BSI) বিএসআই।
  • Anwar Ispat (AI) আনোয়ার ইস্পাত।
  • PHP Re-Rolling Mills Ltd. (PHP) পিএচপি।

আজকের রডের দাম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

আজকের রডের দাম কত?

আজকের রডের দাম ৯২ টাকা থেকে ৯৯ টাকা প্রতি কেজি।

১ টন রডের দাম কত?

বর্তমানে প্রতি টন রড ৮৮,০০০ থেকে ৯৯,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিএসআরএম রডের দাম কত?

বিএসআরএম রড প্রতি কেজি ৯৮ টাকা ৫০ পয়সা ।

আশা করছি আজকের রডের দাম ২০২৪ আপনাদের কাজে এসছে। বাজারে রড ক্রয়ে আমাদের বাজার দর কাজে আসবে তবে দাম উঠা-নামা করে প্রতি মূহূর্তে তাই বাজারের দর যাচাই করে তবেই রড কিনুন। প্রতি দিনের বাজার দর দেখতে আমাদের বাজার দর সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ

5/5 - (3 votes)

মন্তব্য করুন

x