এশিয়া কাপঃ এশিয়া কাপ ২০২৩ (১৬ তম আসর) ৩০ সেপ্টেম্বর পাকিস্থান ও নেপালের খেলার মধ্য দিয়ে শুরু হয়েছিলো। দুই গ্রুপে সর্ব মোট এশিয়া মহাদেশের ৬টি দেশ অংশ গ্রহন করে। গত ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার খেলার মধ্য দিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে।
সূচীপত্র
গ্রুপ পর্বের খেলায় ব্যাপক নাটকীয়তার মধ্যদিয়ে সমাপ্তি গঠেছে। ৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের খেলায় শ্রীলঙ্কা হারতে হারতে জিতে রাউন্ড ফোরে যায়গা করে নিয়েছে। এশিয়া কাপের এই আসরে সুপার ফোরে খেলবে ভারত,বাংলাদেশ,পাকিস্থান ও শ্রীলঙ্কা। রবিন রাউন্ড পদ্ধতিতে খেলা হবে সুপার ফোরে । চিরাচায়িত সেমিফাইনাল ম্যাচের বদলে ফাইনালের জন্য বেছে নেওয়া হবে পয়েন্ট টেবিল পদ্ধতি। প্রতিটি দল সুপার ফোর পর্বে তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
সুপার ফোরের দুই ম্যাচেই থাকছে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর বুধবার পাকিস্থানের লাহোরে টাইগারদের প্রতিপক্ষ হবে পাকিস্তান। আর ৯ সেপ্টেম্বর কলম্বোতে খেলা স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। আর সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ তারিখ খেলা হবে ভারতের বিপক্ষে।
সুপার ফোরের খেলা শেষে শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
🔴 লাইভ স্কোর
১৭ সেপ্টেম্বর রবিবার ভারত বনাম শ্রীলঙ্কা ফাইনাল খেলা-
🏏ভারত-
🏀শ্রীলঙ্কা-
১৫ সেপ্টেম্বর শুক্রবার সুপার ফোরের ষষ্ঠ খেলা-
🏏বাংলাদেশ-(২৬৫ রান ৫০ ওভার)
🏀ভারত-(২৫৯ রান ৪৯.৫ ওভার)
১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সুপার ফোরের পঞ্চম খেলা-
🏏পাকিস্তান-(২৫২ রান ৪২ ওভার)
🏀শ্রীলঙ্কা-(২৫২ রান ৪২ ওভার)
১২ সেপ্টেম্বর মঙ্গলবার সুপার ফোরের চতুর্থ খেলা-
🏏ভারত-(২১৩ রান ৪৯.১ ওভার)
🏀শ্রীলঙ্কা-(১৭২ রান ৪১.৩ ওভার)
১০ সেপ্টেম্বর রবিবার সুপার ফোরের তৃতীয় খেলা-
🏏ভারত-(৩৫৬ রান ৫০ ওভার)
🏀পাকিস্তান-(১২৮ রান ৩২ ওভার)
৯ সেপ্টেম্বর শনিবার সুপার ফোরের দ্বিতীয় খেলা-
🏏বাংলাদেশ- (২৩৬ রান ৪৮.১ ওভার)
🏀শ্রীলঙ্কা- (২৫৭ রান ৫০ ওভার)
৬ সেপ্টেম্বর বুধবার সুপার ফোরের প্রথম খেলা-
🏀 বাংলাদেশ (১৯৩ রান ৩৮.৩ বল)
🏏পাকিস্থান (১৯৪ রান ৩ উইকেট)
এশিয়া কাপ সুপার ফোর সময়সূচি 2023
এশিয়া কাপ ২০২৩ ফাইনাল খেলার সময়সূচী
তারিখ | ম্যাচ | ভেন্যু |
১৭ সেপ্টেম্বর | ভারত বনাম শ্রীলঙ্কা | কলম্বো |
এশিয়া কাপ পয়েন্ট টেবিল
দলের নাম | জয় | হার | পয়েন্ট |
বাংলাদেশ | ১ | ২ | ২ |
ভারত | ২ | ১ | ৪ |
পাকিস্থান | ১ | ২ | ২ |
শ্রীলঙ্কা | ২ | ১ | ৪ |
এশিয়া কাপ বিজয়ীদের তালিকা
২০২৩ সালের এশিয়া কাপ আয়োজনটি ১৬ তম আয়োজন । ভারত জয়ী হয়েছে ৭ বার, শ্রীলঙ্কা জয়ী হয়েছে ৬ বার ও পাকিস্থান জয়ী হয়েছে ২ বার। বিগত ১৫ আসরে জয়ী দলের তালিকাঃ
সাল | ফরম্যাট | বিজয়ী টীম | রানার আপ টীম | আয়োজিত দেশ |
২০২২ | টি২০ | শ্রীলঙ্কা | পাকিস্তান | সংযুক্ত আরব আমিরাত |
২০১৮ | ওয়ানডে | ভারত | বাংলাদেশ | সংযুক্ত আরব আমিরাত |
২০১৬ | টি২০ | ভারত | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১৪ | ওয়ানডে | শ্রীলঙ্কা | পাকিস্তান | বাংলাদেশ |
২০১২ | ওয়ানডে | পাকিস্তান | বাংলাদেশ | বাংলাদেশ |
২০১০ | ওয়ানডে | ভারত | শ্রীলঙ্কা | শ্ৰীলঙ্কা |
২০০৮ | ওয়ানডে | শ্রীলঙ্কা | ভারত | পাকিস্তান |
২০০৪ | ওয়ানডে | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০০০ | ওয়ানডে | পাকিস্তান | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৯৭ | ওয়ানডে | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
১৯৯৫ | ওয়ানডে | ভারত | শ্রীলঙ্কা | সংযুক্ত আরব আমিরাত |
১৯৯০-৯১ | ওয়ানডে | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৮৮ | ওয়ানডে | ভারত | শ্রীলঙ্কা | বাংলাদেশ |
১৯৮৬ | ওয়ানডে | শ্রীলঙ্কা | পাকিস্তান | শ্রীলঙ্কা |
১৯৮৪ | ওয়ানডে | ভারত | শ্রীলঙ্কা | সংযুক্ত আরব আমিরাত |
এশিয়া কাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
২০২৩ সালের এশিয়া কাপ কত তম আসর?
২০২৩ সালের এশিয়া কাপ ১৬ তম আসর।
এশিয়া কাপে সর্বোচ্চ বিজয়ী হয়েছে কোন দেশ?
ভারত সর্বোচ্চ বিজয়ী হয়েছে ৭ বার ।
পাকিস্থান কতবার এশিয়া কাপ নিয়েছে?
পাকিস্থান এশিয়া কাপ জয়ী হয়েছে ২ বার।
শ্রীলঙ্কা কতবার এশিয়া কাপ নিয়েছে?
পাকিস্থান এশিয়া কাপ জয়ী হয়েছে ৬ বার।
বাংলাদেশ কতবার এশিয়া কাপ নিয়েছে?
বাংলাদেশ রানার্সআপ হয়েছে তিনবার কিন্তু এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি।
আশা করছি এশিয়া কাপ সুপার ফোর সময়সূচি 2023 ও এশিয়া কাপ পয়েন্ট টেবিল সম্পর্কে জেনেছেন । এমন আরো আপডেট নিউজ পেতে আমাদের সর্বশেষ সংবাদ সেকসনটি দেখতে পারেন। ধন্যবাদ