ইংরেজী ১২ মাসের মধ্যে দ্বাদশ বা সর্বশেষ মাসটি হল ডিসেম্বর মাস। বাংলা মাস অনুযায়ী ডিসেম্বর মাসে বাংলা দুইটি মাস পড়েছে অগ্রহায়ণ ও পৌষ। ডিসেম্বর মাস জুড়ে থাকছে হেমন্ত ও শীত। ডিসেম্বর মাস বছরের আরো সাত মাসের মতো ৩১ দিনের। ডিসেম্বর মাসের নামটি ল্যাটিন ‘Decem’ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দশ। পরবর্তিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি যুক্ত হওয়ায় ডিসেম্বর মাসটি দ্বাদশ মাস হিসেবে গননা করা হয়।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের ডিসেম্বর মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।
ডিসেম্বর মাস সম্পর্কে আমরা যা জানতে চাই ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,ডিসেম্বর মাসের কোন দিনে কি দিবস,ডিসেম্বর মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, ডিসেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,ডিসেম্বর মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, ডিসেম্বর মাসের ক্যালেন্ডার, ডিসেম্বর মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার,পৌষ মাসের ক্যালেন্ডার,ডিসেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ,ডিসেম্বর ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,ডিসেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।
ডিসেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of December 2024
ডিসেম্বর মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ২১ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত ডিসেম্বর ২০২৪ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা।
ডিসেম্বর ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ
ডিসেম্বর মাসে সর্বমোট ০৯ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে ডিসেম্বর মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
০১ ডিসেম্বর | মুক্তিযোদ্ধা দিবস |
০৬ ডিসেম্বর | স্বৈরাচার পতন দিবস |
০৮ ডিসেম্বর | জাতীয় যুব দিবস |
০৯ ডিসেম্বর | বেগম রোকেয়া দিবস |
১০ ডিসেম্বর | জাতীয় ভ্যাট দিবস |
১২ ডিসেম্বর | স্মার্ট বাংলাদেশ দিবস |
১৪ ডিসেম্বর | শহীদ বুদ্ধিজীবী দিবস |
১৬ ডিসেম্বর | বিজয় দিবস |
১৯ ডিসেম্বর | বাংলা ব্লগ দিবস |
আরো দেখুনঃ
- আজকের তারিখ (বাংলা ইংরেজি আরবি) । Ajker Tarikh
- সরকারি ছুটির তালিকা 2024 । Bangladesh Public Holidays
- প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা (সরকারি/বেসরকারি) | Primary School Holidays 2024
ডিসেম্বর ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ
ডিসেম্বর মাসে সর্বমোট ১২ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে ডিসেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ
তারিখ | দিবসের নাম |
০১ ডিসেম্বর | বিশ্ব এইড্স দিবস |
০৩ ডিসেম্বর | বিশ্ব প্রতিবন্ধী দিবস |
০৪ ডিসেম্বর | বিশ্ব নৌ দিবস |
০৫ ডিসেম্বর | বিশ্ব মৃত্তিকা দিবস |
০৫ ডিসেম্বর | আন্তর্জাতিক সামাজিক ও অর্থনৈতিক স্বেচ্ছাসেবক দিবস |
০৭ ডিসেম্বর | আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস |
০৯ ডিসেম্বর | আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস |
১০ ডিসেম্বর | বিশ্ব মানবাধিকার দিবস |
১১ ডিসেম্বর | বিশ্ব পর্বত দিবস |
১৮ ডিসেম্বর | আন্তর্জাতিক অভিবাসী দিবস |
১৮ ডিসেম্বর | জাতিসংঘ আরবি ভাষা দিবস |
২৫ ডিসেম্বর | বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) |
ডিসেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ
বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুসারে ডিসেম্বর মাসে দুইটি সরকারি ছুটি রয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বুধবার বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)।
ডিসেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা
ডিসেম্বর ২০২৪ সালে সরকারি ছুটি রয়েছে দুই দিন যার মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পড়েছে সোমবারে অপরটি ২৫ ডিসেম্বর বুধবার বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)।
তারিখ | দিন | ছুটির কারণ |
১৬ ডিসেম্বর | সোমবার | বিজয় দিবস |
২৫ ডিসেম্বর | বুধবার | বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন) |
ডিসেম্বর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
ডিসেম্বর মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী অগ্রহায়ণ ও পৌষ মাস সেই সাথে হেমন্তের শেষ শীতের শুরু। আরবি ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে জামাদিউল আউয়াল ও জামাদিউস সানি মাস। ডিসেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।
ডিসেম্বর মাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ডিসেম্বর মাস কত দিন?
ডিসেম্বর মাস বছরের আরো সাত মাসের মতো ৩১ দিনের।
ডিসেম্বর নামের অর্থ কি?
ডিসেম্বর মাসের নামটি ল্যাটিন ‘Decem’ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দশ।
মুক্তিযোদ্ধা দিবস কবে?
০১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালন করা হয়।
স্বৈরাচার পতন দিবস কত তারিথ?
০৬ ডিসেম্বর বাংলাদেশে স্বৈরাচার পতন দিবস পালন করা হয়।
বেগম রোকেয়া দিবস কোন মাসে?
বেগম রোকেয়া দিবস ডিসেম্বর মাসের ০৯ তারিখ।
শহীদ বুদ্ধিজীবী দিবস কোন মাসের কত তারিখ পালন করা হয়?
শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
বিজয় দিবস কত তারিখ?
১৬ ডিসেম্বর বাংলাদেশে মহান বিজয় দিবস পালন করা হয়।
ডিসেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটি কয়দিন?
বাংলাদেশের সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুসারে ডিসেম্বর মাসে দুইটি সরকারি ছুটি রয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বুধবার বড়দিন (যিশু খ্রিস্টের জন্মদিন)।
প্রিয় পাঠক, আশা করছি ডিসেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of December 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ