নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days of November 2024

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন
নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ,Days of November
নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ

ইংরেজী ১২ মাসের মধ্যে একাদশ মাসটি হল নভেম্বর মাস। বাংলা মাস অনুযায়ী নভেম্বর মাসে বাংলা দুইটি মাস পড়েছে কার্তিক ও অগ্রহায়ণ। নভেম্বর মাস জুড়ে থাকছে হেমন্ত ঋতু। নভেম্বর মাসে বছরের আরো চারটি মাসের মতো ৩০ দিনের। নভেম্বর মাসের নামটি লাতিন নোভেম (novem) থেকে নেওয়া হয়েছে, যার অর্থ নয়। পরবর্তিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি যুক্ত হওয়ায় নভেম্বর মাসটি একাদশ মাস হিসেবে গননা করা হয়।

আজকের নিবন্ধে আমরা ২০২৪ সালের নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জানবো। আমরা অনেকেই ২০২৪ সালের নভেম্বর মাসের ছুটি ও দিবস সম্পর্কে গুগলে সার্চ করে থাকি। আশা করছি নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ জেনে থাকলে আপনাদের কাজে আসবে।

নভেম্বর মাস সম্পর্কে আমরা যা জানতে চাই নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪,নভেম্বর মাসের কোন দিনে কি দিবস,নভেম্বর মাসের দিবস গুলো কি কি?,আজ কি দিবস বাংলাদেশে, নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ,নভেম্বর মাসের বাংলাদেশের জাতীয় দিবস সমূহ, নভেম্বর মাসের ক্যালেন্ডার, নভেম্বর মাসে কয়টি সরকারি ছুটি রয়েছে, অগ্রহায়ণ মাসের ক্যালেন্ডার,কার্তিক মাসের ক্যালেন্ডার,নভেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ,নভেম্বর ২০২৪ মাসের আর্ন্তজাতিক দিবস সমূহ,নভেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার।

নভেম্বর ২০২৪ মাসের দিবস সমূহ । Days Of November 2024

নভেম্বর মাসে জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে সর্বমোট ১৭ টি দিবস রয়েছে। বর্তমানে চাকরির পরিক্ষা অথবা ভাইবা পরিক্ষায় বিভিন্ন মাসের দিবস নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তাই সকলের উচিত নভেম্বর ২০২৪ মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহ জেনে রাখা উচিত।

নভেম্বর ২০২৪ মাসের জাতীয় দিবস সমূহ

নভেম্বর মাসে সর্বমোট ০৮ টি জাতীয় দিবস রয়েছে। নিচের ছকে নভেম্বর মাসের জাতীয় দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
প্রথম শনিবারজাতীয় সমবায় দিবস
৩ নভেম্বরজেল হত্যা দিবস
৪ নভেম্বরসংবিধান দিবস
৭ নভেম্বরজাতীয় বিপ্লব ও সংহতি দিবস
১০ নভেম্বরনূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস
১৫ নভেম্বররেল দিবস
২১ নভেম্বরসশস্ত্রবাহিনী দিবস
৩০ নভেম্বরজাতীয় আয়কর দিবস

আরো দেখুনঃ

নভেম্বর ২০২৪ মাসের আন্তর্জাতিক দিবস সমূহ

নভেম্বর মাসে সর্বমোট ০৯ টি আন্তর্জাতিক দিবস রয়েছে। নিচের ছকে নভেম্বর মাসের আন্তর্জাতিক দিবস সমূহ দেওয়া হলোঃ

তারিখদিবসের নাম
৮ নভেম্বরবিশ্ব রেডিওলোজী দিবস
১৪ নভেম্বরবিশ্ব ডায়াবেটিস দিবস
১২ নভেম্বরবিশ্ব নিউমোনিয়া দিবস
১৮ নভেম্বরবিশ্ব প্রাপ্তবয়স্ক দিবস
১৯ নভেম্বরবিশ্ব টয়লেট দিবস
২০ নভেম্বরবিশ্ব শিশু দিবস
২০ নভেম্বরআফ্রিকার শিল্পায়ন দিবস
২১ নভেম্বরবিশ্ব টেলিভিশন দিবস
২৯ নভেম্বরফিলিস্তিন সংহতি দিবস

নভেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটি সমূহ

বাংলাদেশের সরকারি ছুটির তালিকা অনুসারে নভেম্বর মাসে কোন ছুটি নেই।

নভেম্বর ২০২৪ মাসের সরকারি ছুটির তালিকা

নভেম্বর মাসে সরকারি ছুটির তালিকা ২০২৪ অনুসারে থাকছে না কোন ছুটি।

নভেম্বর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

নভেম্বর মাসটি বাংলা বর্ষপঞ্জিকা ১৪৩১ অনুযায়ী কার্তিক ও অগ্রহায়ণ মাস সেই সাথে হেমন্তকাল। আরবি ১৪৪৬ হিজরী অনুযায়ী মাস পড়েছে রবিউস সানি ও জামাদিউল মাস। নভেম্বর ২০২৪ মাসের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার নিচে ছবি আকারে দেওয়া হয়েছে।

নভেম্বর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার
নভেম্বর ২০২৪ সালের বাংলা, ইংরেজী ও আরবি ক্যালেন্ডার

নভেম্বর মাস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

নভেম্বর মাস কত দিনে?

নভেম্বর মাসে বছরের আরো চারটি মাসের মতো ৩০ দিনের।

জেল হত্যা দিবস কবে?

৩ নভেম্বর জাতীয় জেল হত্যা দিবস।

নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস কবে?

১০ নভেম্বর নূর হোসেন দিবস বা স্বৈরাচার বিরোধী দিবস পালন করা হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কত তারিখ?

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।

জাতীয় আয়কর দিবস কত তারিখ?

৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস।

প্রিয় পাঠক, আশা করছি নভেম্বর মাসের দিবস ও ছুটি সমূহ ২০২৪ । Days Of October 2024 নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। এমন আরো মাসের দিবস ও ছুটি জানতে ক্যালেন্ডার সেকশনে চোখ রাখতে পারেন। ধন্যবাদ

4.6/5 - (9 votes)

মন্তব্য করুন

x