ঈদে মিলাদুন্নবীর (সা.):হিজরি বর্ষের তৃতীয় মাস অথাৎ রবিউল আউয়াল মাসের বারো তারিখে ঈদে মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠিত হয়। বাংলাদেশি মুসলমানরা এই দিনটিকে ঈদ-এ-মিলাদুন্নবী বলে অভিহিত করেন। অপরদিকে পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে এই দিন নবী দিবস নামে পরিচিত। বিশ্ব মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন হতে দেখা যায়। মূলধারার সুন্নি ইসলাম, শিয়া ইসলাম এবং ইসলামের অন্যান্য শাখার অনুসারীগণ ঈদে মিলাদুন্নবীর (সা.) পালন করে থাকেন ।
সূচীপত্র
ঈদে মিলাদুন্নবীর (সা.) ইতিহাস
সর্বপ্রথম ৩৫২ হিজরিতে (৯৬৩ খ্রি.) বাগদাদের আব্বাসীয় খলিফার প্রধান প্রশাসক ও রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক বনী বুয়াইহির শিয়া শাসক মুইজলি দীনিল্লাহ্ ১০ মহরম আশুরাকে শোক দিবস ও জিলহজ মাসের ৮ তারিখ ‘গাদীরে খুম’ দিবস হিসেবে পালন করার নির্দেশ দেন। তার নির্দেশে এই দুই দিবস সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবী উদযাপন করার ক্ষেত্রেও শিয়ারা অগ্রণী ভূমিকা পালন করেন।
রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মিসরের ফাতেমীয় শাসকরা মিলাদুন্নবী উদযাপন করতেন এবং ঈদে মিলাদুন্নবীর প্রচলন শুরু হয় হিজরি ৪র্থ শতাব্দীর মাঝামাঝি সময় থেকেই। রাসুল (স), হজরত আলী (রা), হজরত ফাতিমা (রা), ইমাম হাসান (রা) ও ইমাম হুসাইন (রা)-এর জন্মোৎসব উদযাপনের মূল প্রবর্তক ছিলেন খলিফা মুইজলি দীনিল্লাহ্।
ঈদে মিলাদুন্নবী (স) উদযাপনের পক্ষে-বিপক্ষে নানা বিতর্ক থাকার পরও ভারতীয় উপমহাদেশসহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে এ দিনটি কালক্রমে উৎসবে রূপ নিয়ে প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় এবং বাংলাদেশসহ কতিপয় মুসলিম দেশে এদিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয়।
আরো দেখুনঃ
- সরকারি ছুটির তালিকা । Bangladesh Public Holidays
- আজকের আবহাওয়ার সংবাদ । Ajker Abhawa Songbad
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল কত । এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুটম্যাপ,উঠা নামার স্থান ও ষ্টেশন
ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটি কবে
সেপ্টেম্বর মাসের ১৬ তারিখ রোজ সোমবার ১২ ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি দেশে পালন করা হবে ঈদে মিলাদুন্নবীর (সা.)। উক্ত ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীর (সা.) দিনেটি সরকারি সাধারন ছুটি হিসেবে ঘোষনা করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্ধ, আশা করছি ঈদে মিলাদুন্নবীর (সা.) এর ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন এছাড়াও ঈদে মিলাদুন্নবীর (সা.) উপলক্ষে কতদিনের সরকারি ছুটি থাকছে সে সম্পর্কেও জেনেছেন। এমন সকল ছুটির বিষয়ে জানতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ধন্যবাদ