এইচএসসি রেজাল্ট চেক । রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট । HSC Result Check 2023

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

সারা দেশে নয়টি শিক্ষা সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডে একসাথে এইচএসসি বা সমমান পরীক্ষা সমূহ নিয়ে থাকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত পরীক্ষার সময়সূচী অনুযায়ী এইচএসসি পরীক্ষা হয়ে থাকে। এবছর দেশে ১৭ই আগষ্ট ২০২৩ বাংলা ১ম পত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে লিখিত পরীক্ষা শেষ হয়েছে। ২০২৩ সালে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহন করেছে।

sokol_porikkhar_folafol,সকল পরীক্ষার ফলাফল
এইচএসসি পরীক্ষার ফলাফল

প্রিয় এইচএসসি ও সমমান পরীক্ষার্থীবৃন্দ ২৬ নভেম্বর ২০২৩ এর মধ্যে প্রকাশিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত এইচএসসি/সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) ও সমমান পরীক্ষার ফল/রেজাল্ট। আজকের নিবন্ধে আমরা জানতে পারবো কিভাবে এইচএসসি রেজাল্ট চেক করে এছাড়াও কিভাবে রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট চেক কার যায় তার সহজ উপায়। এইচএসসি রেজাল্ট ২০২৩ সম্পর্কে আমরা যা জনাতে চাই এইচএসসি রেজাল্ট চেক ২০২৩,এইচএসসি রেজাল্ট কবে দিবে ২০২৩,এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম,এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার অতিরিক্ত সার্ভার,SMS দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করার নিয়ম,রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট,এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট,মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট ২০২৩,এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 চেক করার উপায়,রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম,HSC Result Check 2023।

এইচএসসি রেজাল্ট চেক ২০২৩

এইচএসসি রেজাল্ট 2023 সম্পর্কে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকরা জানতে চান যে কিভাবে এইচএসসি রেজাল্ট চেক ২০২৩ চেক করা যায়। এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 দুইটি পদ্ধতির মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক ২০২৩ করা সম্ভব। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। নিচে আমরা দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম

২৬ নভেম্বর এইচএসসি রেজাল্ট প্রকাশ হতে যাচ্ছে এখন সকলেই জানতে চাই এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম গুলো। এইচএসসি পরীক্ষার রেজাল্ট 2023 দুইটি পদ্ধতির মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখা যায়। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। নিচে আমরা দুইটি পদ্ধতি আপনাদের বুঝিয়ে দিবো।

এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইট

এইচএসসি রেজাল্ট দেখার জন্য শিক্ষা বোর্ড থেকে নির্ধারিত ওয়েবসাইট রয়েছে। পূর্বে শূধুমাত্র একটি ওয়েব সাইটের মাধ্যমে এইচএসসি রেজাল্ট চেক করা যেতো তখন সার্ভার লোড নিতে পারতো না এবং রেজাল্ট দেখতে সময় নিতো। কিন্তু বর্তমানে এইচএসসি রেজাল্ট দেখার জন্য দুইটা সরকারী ওয়েবসাইট রয়েছে। আপনি এই দুটো ওয়েবসাইট থেকে যে কোন একটা ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। নিচে এইচএসসি রেজাল্ট দেখার ওয়েবসাইটের লিংক আপনাদের মাঝে শেয়ার করছিঃ

আশা করছি উপরের লিংক গুলোর মাধ্যমে সহজেই এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করে নিতে পারবেন। এছাড়াও কিছু অতিরিক্ত এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার অতিরিক্ত সার্ভার এর এড্রেস উল্লেখ করছি যেগুলোর মাধ্যমেও এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন।

SMS দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করার নিয়ম

মোবাইল ফোনের মাধ্যমে SMS দিয়ে এইচএসসি রেজাল্ট চেক করার নিয়মঃ

  • প্রথমে মোবাইল ফোনে থাকা মেসেজ অপশনে গিয়ে নতুন মেসেজ লিখার জন্য একটি ট্যাব খুলে নিতে হবে।
  • এবার মেসেজে লিখতে হবে HSC_DHA_10127667****_2023
  • এখানে প্রথমে পরীক্ষার নাম (HSC) স্পেস বোর্ডের নাম (DHA) স্পেস রুল নাম্বার (10127667****) সর্বশেষ পরীক্ষার সাল (2023)।
  • সর্ম্পূন মেসেজ লিখে ১৬২২২ নাম্বারে এসএমএসটি পাঠাতে হবে।
  • ফিরতি মেসেজে পয়ে জাবেন আপনার এসএসসি রেজাল্ট।

বিশেষ দ্রষ্টব্যঃ এসএমএস সেন্ড করতে সর্বনিম্ন মেবাইলে ৩ টাকা থাকতে হবে কারণ প্রতিটি এসএমএস এ ২.৪৪৳ কেটে নিবে।

রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট

শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম সম্পর্কে জানতে চাই। আমরা অনেকেই এইচএসসি রেজাল্ট চেক ২০২৩ করার জন্য রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখতে চাই। রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখতে চাইলে দুইটি পদ্ধতির মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে।

রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট বের করার নিয়ম

শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন। বোর্ডের ওয়েব সাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে হতে কম্পিউটার অথবা মোবাইল ফোনের প্রয়োজন হবে এবং সাথে লাগবে ইন্টারনেট সংযোগ। কম্পিউটার অথবা মোবাইল ফোনের ইন্টারনেট ব্রাউজার চালু করে এইচএসসি রেজাল্ট ২০২৩ লিখে সার্চ করুন অথবা ব্রাউজারের এড্রেসবারে http://www.educationboardresults.gov.bd/ টাইপ করে এন্টার বাটন চাপতে হবে এর পর নিচের পদ্ধতি অনুসরন করলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন।

  • প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে প্রবেশ করতে হবে এই লিংকের মাধ্যমে http://www.educationboardresults.gov.bd/
  • এক্সজামিনেশন (Examination) অপশনে ক্লিক করে পরীক্ষার নাম এইচএসসি বা সমমান নির্বাচন করে নিতে হবে।
  • বছর (Year) অপশনে ক্লিক করে পরীক্ষার সাল ২০২৩ নির্বাচন করতে হবে।
  • বোর্ড (Board) অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে নির্বাচন করে নিতে হবে।
  • রুল (Roll) অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে বসাতে হবে।
  • রেজিঃ (Reg: No) অপশন এ ক্লিক করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে বসাতে হবে।
  • ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট (Submit) করে দিলেই এইচএসসি পরীক্ষার ফলাফল চলে আসবে।

আরো দেখুনঃ

এইচএসসি রেজাল্ট চেক । রোল নাম্বার দিয়ে এইচএসসি রেজাল্ট

মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট ২০২৩

মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট ২০২৩ পেতে চাইলে দুইটি পদ্ধতির মাধ্যমে সহজেই মার্কশিট সহ পাওয়া সম্ভব। দুই পদ্ধতির মধ্যে প্রথমটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দ্বিতীয়টি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে।

আপনারা উপরের স্ক্রিনশট অনুযায়ী প্রথমে Examination অপসানটির কোডে SSC/Dakhil সিলেক্ট করতে হবে। তারপর, Year এর কোড এ আপনাকে আপনার পরীক্ষার সালটি নির্বাচন করতে হবে। তারপর, Board এর কোড এ আপনার বোর্ড নির্বাচন করতে হবে। এবার, Roll এর কোড এ আপনার রোল নাম্বারটি বসাতে হবে। তারপর, Reg: No (রেজিস্টার নাম্বার) কোড এ আপনার রেজিস্টার নাম্বার বসাতে হবে। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করে সাবমিট (Submit) করে দিলেই এইচএসসি পরীক্ষার ফলাফল চলে আসবে।

আপনি যদি মার্কশীট সহ HSC পরীক্ষার রেজাল্ট চেক করতে চান। তাহলে, আপনাকে অবশ্যই আপনার নিজ নিজ বোর্ড এর সরকারি অফিশিয়াল ওয়েবসাইটে এইচএসসি রেজাল্ট চেক করতে হবে। নিচে সবগুলো এইচএসসি পরীক্ষার সরকারি অফিশিয়াল বোর্ড এর ওয়েবসাইটের নাম গুলো শেয়ার করা হল।

  • https://www.dhakaeducationboard.gov.bd/
  • http://www.rajshahieducationboard.gov.bd/
  • https://comillaboard.portal.gov.bd/
  • https://www.jessoreboard.gov.bd/
  • https://bise-ctg.portal.gov.bd/
  • http://www.barisalboard.gov.bd/
  • https://educationboard.sylhet.gov.bd/
  • http://www.dinajpureducationboard.gov.bd/
  • http://www.bmeb.gov.bd/

এখানে এইচএসসি পরীক্ষার্থীদের সকল বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট গুলো শেয়ার করা হল। আপনারা চাইলে, আপনাদের নিজস্ব বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুবই সহজে মার্কশীট সহ এইচএসসি রেজাল্ট ২০২৩ চেক করতে পারবেন।

সকল শিক্ষা বোর্ডের নামের শর্টকোড

বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডের শর্টকোড সমূহ নিচে দেওয়া হলোঃ

DHA – ঢাকা বোর্ড
COM – কুমিল্লা বোর্ড
CHI – চট্রগাম
RAJ – রাজশাহী বোর্ড
JES – জশোর বোর্ড
BAR – বরিশাল বোর্ড
SYL – সিলেট বোর্ড
DIN – দিনাজপুর বোর্ড
TEC – টেকনিক্যাল বোর্ড
MAD – মাদ্রাসা বোর্ড

এইচএসসি পরীক্ষার গ্রেডিং সিস্টেম ও গ্রেড পয়েন্ট

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ৫ পয়েন্টে গ্রেডিং সিস্টেম ও গ্রেড পয়েন্ট সমূহ নিচে উল্লেখ করা হলোঃ

প্রাপ্ত নাম্বারগ্রেড পয়েন্টলেটার গ্রেড
৮০-১০০৫.০০A+
৭০-৭৯৪.০০A
৬০-৬৯৩.৫০A-
৫০-৫৯৩.০০B
৪০-৪৯২.০০C
৩৩-৩৯১.০০D
০-৩২০.০০F

প্রিয় পাঠকবৃন্দ, আশা করছি এইচএসসি রেজাল্ট 2023 এর সকল বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। উপরের সকল পদ্ধতিতে এইচএসসি রেজাল্ট চেক ২০২৩ করে নিতে পারবেন। ধন্যবাদ

4.8/5 - (5 votes)

মন্তব্য করুন

x