নাথিং ফোন, গত বছর ১৬ জুলাই ২০২২ নাথিং ফোন ১ রিলিজ করে স্মার্টফোন প্রেমিদের মনে ব্যাপক সারা ফেলে দেয়। মূলত ট্রান্সপারেন্স ডিজাইনের কারনে নাথিং ফোন ১ দেখতে ইউনিক একটা লুক দিয়েছে ফলে ফোনটির এনাউন্সমেন্ট এর পর হৈইচই ফেলে দিয়েছিলো। নাথিং ফোন ১ এর সফলতার পর নাথিং ফোন ২ (Nothing Phone 2) আনতে যাচ্ছে নাথিং টেক। নাথিং ফোন ১ এর মতই নাথিং ফোন ২ (Nothing Phone 2) থাকছে ট্রান্সপারেন্স ডিজাইন।
সূচীপত্র
অনেক অপেক্ষায় পর স্মার্টফোন লাভারদের জন্য আসতে যাচ্ছে নাথিং ফোন ২ (Nothing Phone 2)। আগামী ১১ জুলাই ২০২৩ নাথিং ফোন ২ (Nothing Phone 2) রিলিজ করবে বলে জানা গেছে। নাথিং টেক বেশ কিছু টিজার বের করেছে ফোনটির। নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর টিজার দেখে ধারণা করা যাচ্ছে নাথিং ফোন ১ (Nothing Phone 1) এর সামান্য ডিজানগত পরিবর্তন করে ফোনটি রিলিজ হবে। নাথিং ফোন ১ (Nothing Phone 1) এর মত ফ্লাট ডিজাইন থাকছে না ফোনটিতে ব্যাক সাইডটিতে থাকবে কার্ভ।
স্মার্টফোন প্রেমিরা মনে করেন ট্রান্সপারেন্স ডিজাইন আর এলইডি ব্যাক লাইট ছাড়া সকল কিছুই আইফোনের অনুকরণ ছাড়া কিছুই নেই ফোনটিতে। তবে অনেইকেই আবার ফোনটিতে নতুনত্ব রয়েছে বলে প্রসংসাও করছেন।
আজকের নিবন্ধে আমরা নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ফিচার্স ও দাম সম্পর্কে বিস্তারিত জানবো এছাড়াও নাথিং ফোন ২ (Nothing Phone 2) কবে রিলিজ হবে,নাথিং ফোন ২ (Nothing Phone 2) প্রাইজ ইন বাংলাদেশ,নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর দাম,নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ব্যাটারী কত mAh,নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর স্টোরেজ কত জিবি,নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ডিসপ্লের সাইজ সম্পর্কেও জানতে পারবেন।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর স্পেসিফিকেশন
মডেলের নাম | নাথিং ফোন ২ (Nothing Phone 2) |
রিলিজের তারিখ | ১১ জুলাই ২০২৩ |
বডি ও ডিজাইন | নাথিং ফোন ২ (Nothing Phone 2) ফোনটি এলুমিনিয়াম ফ্রেমের সাথে ব্যাক ও ফ্রন্টে থাকছে গ্লাস। ফ্রন্ট এ থাকছে পাঞ্চ হোল ক্যামেরা কাট আউট। ব্যাক সাইডে থাকবে এলইডি লাইট,ক্যামেরা মডিউল ও ফ্লাস লাইট। |
ডিসপ্লে | নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ থাকছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ফুলএইচডি+,এইচডিআর ১০ + এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM8475 Snapdragon 8+ Gen 1 (4 nm) সিপিও হিসেবে আছে Octa-core (1×3.0 GHz Cortex-X2 & 3×2.5 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510) ও জিপিইউ Adreno 730। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে নাথিং ওএস এর সাথে এন্ড্রয়েড ১৩। |
ক্যামেরা | নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ ফ্লন্টে থাকছে সিঙ্গেল ১৬ মেগাপিক্সেল এর ওয়াইড ক্যামেরা ও রিয়ার প্যানেলে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মধ্যে ৫০ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা ও ৫০ মেগা পিক্সেল এর আল্ট্রাওয়াইড ক্যামেরা। |
স্টোরেজ ( র্যাম ও রম) | নাথিং ফোন ২ (Nothing Phone 2) টি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 128GB 8GB RAM, 256GB 8GB RAM ও 256GB 12GB RAM। এসডি কার্ড স্লট নেই যার কারণে স্টোরেজ বাড়ানো যাবে না। |
ব্যাটারি | নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ব্যাটারি হিসেবে ব্যবহার হয়েছে Li-Ion 4700 mAh নন রিমুভেবল ব্যাটারি। ফোনটিতে থাকবে ৩৩ ওয়াটের ইউএসবি টাইপ-সি চার্জিং সুবিধা, ১৫ ওয়াট ওয়ারলেস চার্জিং ও ৫ ওয়াটের রিভার্স চার্জিং ফিচার। |
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ভাল ও মন্দ দিক
নাথিং ফোন ২ ভাল দিক | নাথিং ফোন ২ মন্দ দিক |
নজরকারা ট্রান্সপারেন্স ডিজাইন | গোরিলা গ্লাস ৫ |
৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে | |
Li-Ion 4700 mAh নন রিমুভেবল ব্যাটারি | |
৩ টি স্টোরেজ অপশন ( 128GB 8GB RAM, 256GB 8GB RAM ও 256GB 12GB RAM) |
নাথিং ফোন ২: Nothing Phone 2 এর টিজার
নাথিং ফোন ২ (Nothing Phone 2) প্রাইজ ইন বাংলাদেশ
নাথিং ফোন ২ (Nothing Phone 2) টি এখনো রিলিজ হয়নি তাই সঠিক দাম জানা যায়নি। নাথিং ফোন ১ (Nothing Phone 1) এর বেস ভ্যারিয়েন্টটি দেশের বাজারে ৪৫,৫০০ টাকায় যাচ্ছে। নাথিং ফোন ২ (Nothing Phone 2) ফোন টির বেস ভ্যারিয়েন্ট ৪৭,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকায় পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে। নাথিং ফোন ২ (Nothing Phone 2) টি বাংলাদেশের বাজারে রিলিজ হলে সঠিক মূল্যটি জানিয়ে দেওয়া হবে।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
নাথিং ফোন ২ (Nothing Phone 2) কবে রিলিজ হবে?
নাথিং ফোন ২ (Nothing Phone 2) ১১ জুলাই রিলিজ হবে বলে জানা গেছে।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ডিসপ্লের সাইজ কত?
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ থাকছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন ফুলএইচডি+,এইচডিআর ১০ + এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ কি প্রসেসর ব্যবহার করা হয়েছে?
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ প্রসেসর হিসেবে থাকবে Qualcomm SM8475 Snapdragon 8+ Gen 1 (4 nm) সিপিও হিসেবে আছে Octa-core (1×3.0 GHz Cortex-X2 & 3×2.5 GHz Cortex-A710 & 4×1.80 GHz Cortex-A510) ও জিপিইউ Adreno 730।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর স্টোরেজ কত জিবি ?
নাথিং ফোন ২ (Nothing Phone 2) টি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 128GB 8GB RAM, 256GB 8GB RAM ও 256GB 12GB RAM। এসডি কার্ড স্লট নেই যার কারণে স্টোরেজ বাড়ানো যাবে না।
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর ব্যাটারি কত mAh?
নাথিং ফোন ২ (Nothing Phone 2) এ Li-Ion 4700 mAh নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
প্রিয় পাঠক,আশা করছি নাথিং ফোন ২ (Nothing Phone 2) এর স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জানতে পেরেছেন। এমন সকল ফোনের দাম জানতে আমাদের সাইটি নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ