রয়্যাল এনফিল্ড ভারতীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান , যার প্রধান কার্যালয় চেন্নাইয়ে। ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড মোটরবাইকের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। রয়্যাল এনফিল্ড কোম্পানি ক্লাসিক মোটর সাইকেল তৈরি করে, যার মধ্যে রয়্যাল এনফিল্ড বুলেট, ক্লাসিক ৩৫০, রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড, মিটিয়র ৩৫০, ক্লাসিক ৫০০, ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল, হান্টার ৩৫০ ইত্যাদি জনপ্রিয়।
সূচীপত্র
ভারতের জনপ্রিয়তা ছাড়িয়ে রয়্যাল এনফিল্ড এখন দেশের বাজারে পাওয়া যাবে। ২১/১০/২৪ ইং তারিখ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে চারটি মডেলের মোটরবাইকের প্রি-অর্ডার কার্যক্রম চালু ও রয়্যাল এনফিল্ডের শোরুমও চালু হয়। দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের চারটি মডেলের মোটরবাইকের দাম নির্ধারণ করেছে ইফাদ গ্রুপ ৩ লাখ ৪০ হাজার থেকে ৪ লাখ ৩৫ হাজার টাকা। কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে রয়্যাল এনফিল্ডের সংযোজন কারখানা নির্মান করেছে ইফাদ গ্রুপ।
রয়েল এনফিল্ড বাইকের দাম ২০২৫
বাংলাদেশে রয়্যাল এনফিল্ড চারটি মডেলের বাইক নিয়েে এসেছে যথাক্রমে- রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350,রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350), রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350), রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350)।
রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশ দাম-
- রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350) সিসির দাম পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৩ লাখ ৬৫ হাজার টাকা।
- রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) সিসির দাম পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা।
- রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) সিসির দাম ৪ লাখ ৫ হাজার টাকা থেকে ৪ লক্ষ ৭৫ টাকা।
- রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350) সিসির ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা।
আরো দেখুনঃ-
Royal Enfield Price In BD 2025
Ifad Motors has officially launched four Royal Enfield motorcycle models in Bangladesh bike market.The models, which include the Hunter, Classic, Bullet, and Meteor, are priced between Tk 3.4 lakh and Tk 4.35 lakh.
Royal Enfield Motorcycle Price In Bangladesh
- Royal Enfield Hunter 350 CC Motorcycle Price 3.4-3.65 Lac.
- Royal Enfield Bullet 350 CC Motorcycle Price 4.1 Lac.
- Royal Enfield Classic 350 CC Motorcycle Price 4.05-4.75 Lac.
- Royal Enfield Meteor 350 CC Motorcycle Price 4.35-5.0 Lac.
রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মোটরবাইকের দাম কত?
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ মোটর বাইকের জনপ্রিয়তা ব্যাপক। রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ক্লাসিক লুকের সাথে ক্রুজার বাইক হিসেবে জনপ্রিয়। দেশের বাজারে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) সিসির দাম পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা।
রয়্যাল এনফিল্ড সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350) মোটরবাইকের দাম কত?
রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ (Royal Enfield Hunter 350) সিসির দাম পড়বে ৩ লাখ ৪০ হাজার টাকা থেকে ৩ লাখ ৬৫ হাজার টাকা।
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) মোটরবাইকের দাম কত?
রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ (Royal Enfield Bullet 350) সিসির দাম পড়বে ৪ লাখ ১০ হাজার টাকা।
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) মোটরবাইকের দাম কত?
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ (Royal Enfield Classic 350) সিসির দাম ৪ লাখ ৫ হাজার টাকা থেকে ৪ লক্ষ ৭৫ টাকা।
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350) মোটরবাইকের দাম কত?
রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350) সিসির ৪ লাখ ৩৫ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা।
প্রিয় পাঠক আশা করছি রয়্যাল এনফিল্ড বাইকের দাম বা বাজার মূল্য সম্পর্কে জানতে পেরেছেন। এমন আরো কোম্পানির বাইকের বাজার মূল্য আমাদের সাইটে পেয়ে যাবেন। ধন্যবাদ