ইউএসএসডি (USSD) কোড কি?
ইউএসএসডি এর পূর্ননাম হচ্ছে আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা (USSD)। ইউএসএসডি কোড হল এমন একটি কোড যা আপনার সিম কার্ড বা আপনার মোবাইল ফোনে প্রোগ্রাম করা হয় যাতে নির্দিষ্ট কিছু তথ্য সহজে দেখা যায়৷ আপনি কোন তথ্য জানতে চান তার কোডটি যখন আপনার জানা থাকবে, তখন কোড ডায়াল করলেই সেই তথ্য আপনি পেয়ে যাবেন।
সূচীপত্র
আজকের নিবন্ধে আমরা গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল এবং রবির সকল ইউএসএসডি কোড সম্পর্কে বিস্তারিত জানবো। সিমের বিভিন্ন অফার, প্যাকেজ, ইন্টারনেট প্যাকেজ,ইন্টারনেট ডাটার মেয়াদ, ব্যালেন্স চেক,এসএমএস ও এমএমএস এর ব্যালেন্স,মিস কল এলার্ট,নাম্বার চেক ইত্যাদি বিষয় সমূহ দেখার জন্য নিদ্রিষ্ট কোড জানার প্রয়োজন হয়।
সকল সিমের জরুরী কিছু ইউএসএসডি (USSD) কোড
বাংলাদেশে সর্বমোট ৫ টি মোবাইল নেটওয়ার্ক অপারেটর সারাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের সেবা প্রদান করে আসছে। গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল এবং রবির সকল ইউএসএসডি কোড নিচে দেওয়া হলো।
গ্রামীণফোন সিম অপারেটরের সকল ইউএসএসডি (USSD) কোড
গ্রামীণফোন, ব্যাপকভাবে GP নামে পরিচিত, বাংলাদেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী, যার 83.02 মিলিয়ন গ্রাহক রয়েছে। এটি টেলিনর এবং গ্রামীণ টেলিকম কর্পোরেশনের মধ্যে একটি যৌথ অংশীদারী প্রতিষ্ঠান।
- গ্রামীণফোন সিমের নাম্বার চেক কোড : *2#
- গ্রামীণফোন সিমে ব্যালেন্স চেক কোড : 566#
- গ্রামীণফোন সিমে প্যাকেজ চেক কোড : 1117*2#
- গ্রামীণফোন সিমে মিনিট চেক কোড : *566*24# or *566*20#
- গ্রামীণফোন সিমে এসএমএস চেক কোড : *56622#
- গ্রামীণফোন সিমে এমএমএস চেক কোড : 56614#
- গ্রামীণফোন সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড : 56610# , 567#
- গ্রামীণফোন সিমে কল ব্যাক কোড :123*
- গ্রামীণফোন সিমে ইন্টারনেট সেটিং রিকোয়েস্ট কোড : *1116*2#
- গ্রামীণফোন সিমে মিস কল এর্লাট (চালু) : type START MCA & Send to 6222
- গ্রামীণফোন সিমে মিস কল এর্লাট (বন্ধ): Type STOP MCA & Send to 6222
বাংলালিংক সিম অপারেটরের সকল ইউএসএসডি (USSD) কোড
বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, ডিবিএ বাংলালিংক একটি বাংলাদেশী টেলিকমিউনিকেশন কোম্পানি যার সদর দপ্তর ঢাকায়। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর।
- বাংলালিংক সিমের নাম্বার চেক কোড : *511#
- বাংলালিংক সিমে ব্যালেন্স চেক কোড : *124#
- বাংলালিংক সিমে প্যাকেজ চেক কোড : *125#
- বাংলালিংক সিমে মিনিট চেক কোড : *124*2#
- বাংলালিংক সিমে এসএমএস চেক কোড : *124*3#
- বাংলালিংক সিমে এমএমএস চেক কোড : *1242#
- বাংলালিংক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড :*124*5# , *222*3#
- বাংলালিংক সিমে ইন্টারনেট সেটিং রিকোয়েস্ট কোড : Type ALL & Sent to 3343
- বাংলালিংক সিমে মিস কল এর্লাট (চালু) : Type START & Send to 622
- বাংলালিংক সিমে মিস কল এর্লাট (বন্ধ): Type STOP & Send to 622
টেলিটক সিম অপারেটরের সকল ইউএসএসডি (USSD) কোড
টেলিটক বাংলাদেশ লিমিটেড ডিবিএ টেলিটক বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন জিএসএম, ৩জি, এলটিই, ৫জি ভিত্তিক মোবাইল ফোন অপারেটর যা ২০০৪ সালে কাজ শুরু করে। আগস্ট ২০২১ সালের হিসেবে, টেলিটকের গ্রাহক সংখ্যা ৬.২৭ মিলিয়ন।
- টেলিটক সিমের নাম্বার চেক কোড : *551#
- টেলিটক সিমে ব্যালেন্স চেক কোড : *152#
- টেলিটক সিমে মিনিট চেক কোড : *152#
- টেলিটক সিমে এসএমএস চেক কোড : *152#
- টেলিটক সিমে এমএমএস চেক কোড : *152#
- টেলিটক সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড : *152#
- টেলিটক সিমে ইন্টারনেট সেটিং রিকোয়েস্ট কোড : Type SET & Send to 738
- টেলিটক সিমে মিস কল এর্লাট (চালু) : Type REG & Send to 2455
- টেলিটক সিমে মিস কল এর্লাট (বন্ধ): Type CAN & Send to 245
এয়ারটেল সিম অপারেটরের সকল ইউএসএসডি (USSD) কোড
ভারতী এয়ারটেল লিমিটেড, সাধারণভাবে এয়ারটেল নামে পরিচিত। এয়ারটেল হল একটি ভারতীয় বহুজাতিক টেলিযোগাযোগ পরিষেবা সংস্থা যার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। এটি দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার পাশাপাশি চ্যানেল দ্বীপপুঞ্জ জুড়ে ১৮ টি দেশে কাজ করে। বর্তমানে, Airtel সারা বাংলাদেশ 4G এবং 4G+ পরিষেবা এবং নির্বাচিত শহরগুলিতে 5G পরিষেবা প্রদান করে।
- এয়ারটেল সিমের নাম্বার চেক কোড : *121*6*3# or *2#
- এয়ারটেল সিমে ব্যালেন্স চেক কোড : *778#
- এয়ারটেল সিমে প্যাকেজ চেক কোড : *121*8#
- এয়ারটেল সিমে মিনিট চেক কোড : *778’*5# or *778* 8#
- এয়ারটেল সিমে এসএমএস চেক কোড :7782#
- এয়ারটেল সিমে এমএমএস চেক কোড : 22213#
- এয়ারটেল সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড : *778*39# or *778*4#
- এয়ারটেল সিমে কল ব্যাক কোড :*121*5#
- এয়ারটেল সিমে ইন্টারনেট সেটিং রিকোয়েস্ট কোড :*140*7#
রবি সিম অপারেটরের সকল ইউএসএসডি (USSD) কোড
রবি আজিয়াটা লিমিটেড হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এতে আজিয়াটা গ্রুপের ৬১.৮২% অংশীদারীত্ব, ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া ভারতী এয়ারটেলের ২৮.১৮% অংশীদারীত্ব রয়েছে, আর বাকী ১০% অংশীদারত্বের মালিক ডিএসই ও সিএসই এর মাধ্যমে রবিতে বিনিয়োগকারীরা। রবি আজিয়াটা লিমিটেড তার নেটওয়ার্কের আওতায় রবি ও এয়ারটেল এই দুইটি নামে টেলিযোগাযোগ পরিসেবা প্রদান করছে।
- রবি সিমের নাম্বার চেক কোড : *140*24# or *2#
- রবি সিমে ব্যালেন্স চেক কোড : *222#
- রবি সিমে প্যাকেজ চেক কোড :14014#
- রবি সিমে মিনিট চেক কোড : *222*3#
- রবি সিমে এসএমএস চেক কোড : *222*11#
- রবি সিমে এমএমএস চেক কোড : *222*13#
- রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড : *222*81# , *8444*88#
- রবি সিমে ইন্টারনেট ব্যালেন্স চেক কোড : *14027#
- রবি সিমে মিস কল এর্লাট (চালু) : Type ON & Send to 8272
- রবি সিমে মিস কল এর্লাট (বন্ধ): Type OFF & Send to 8272
আশা করছি আজকের নিবন্ধে গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল এবং রবির সকল ইউএসএসডি কোড সম্পর্কে বিস্তারিত জেনেছেন। মোবাইল ফোন অপারেটরদের সকল ইন্টারনেট অফার,বান্ডেল অফার,মিনিট অফার সহ যাবতীয় তথ্য টেলিকম অফার সেকশনে দেথতে পাবেন। ধন্যবাদ