Realme 11 Pro এর দাম কত । Realme 11 Pro প্রাইস ইন বাংলাদেশ

আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখুন
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেখুন

রিয়েলমি তাদের নতুন স্মার্টফোন Realme 11 Pro লঞ্চ করেছে ১৫ মে ২০২৩ তারিখ চায়নাতে। রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) মুলত একটি আপার মিড রেঞ্জের স্মার্টফোন। রিয়েলমি ১০ সিরিজ রিলিজের চার মাসের মাথায় রিয়েলমি আবার তাদের নতুন Realme 11 সিরিজ বাজারে নিয়ে এসেছে । রিয়েলমি ১১ প্রো ফোনটি দেখতে অনেক স্টাইলিশ ও প্রিমিয়াম।

Realme 11 Pro দাম কত । রিয়েলমি ১১ প্রো
রিয়েলমি ১১ প্রো

আজকের নিবন্ধে রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এর বিস্তারিত বিবরন ও দাম সম্পর্কে আলোচনা করা হবে। রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) সম্পর্কে আমরা যেসব বিষয় জানতে চাই রিয়েলমি ১১ প্রো,Realme 11 Pro,Realme 11 Pro দাম কত,রিয়েলমি ১১ প্রো এর দাম কত,রিয়েলমি ১১ প্রো এর ব্যাটারী কত এমএএইচ,রিয়েলমি ১১ প্রো এর প্রসেসর কোনটি,রিয়েলমি ১১ প্রো এর ডিসপ্লের সাইজ কত,রিয়েলমি ১১ প্রো এর র‌্যাম কত,রিয়েলমি ১১ প্রো এর ইনবিল্ট স্টোরেজ কত,Realme 11 Pro এর দাম কত । Realme 11 Pro প্রাইস ইন বাংলাদেশ ।

রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এর বিস্তারিত

বডিঃ রিয়েলমি ১১ প্রো ফোনটির বডি পলিকার্বোনেট দিয়ে তৈরি ও ব্যাক পার্টটি লেদার বিল্ড যা দেখতে অনেক সুন্দর ও প্রিমিয়াম ফিল দেয়। তিনটি কালারে পাওয়া যাবে রিয়েলমি ১১ প্রো (কালো,সবুজ এবং গোল্ড)। রিয়েলমি ১১ প্রো এর বডি অনেকটা পাতলা ফোনটির বডি ডাইমেনশন 61.7 x 73.9 x 8.8 mm (Leather)। ফোনটির ওজন প্রায় ১৮৩ গ্রাম।

ডিসপ্লেঃ রিয়েলমি ১১ প্রো স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চি এমোলেড ১০৮০ x ২৪০০ (৩৯৪ পিপিআই ডেনসিটি) রেজ্যুলেশনে ১ বিলিয়ন কালার ডিসপ্লে সাথে রয়েছে মাল্টিটাচ সুবিধা রয়েছে। মোবাইল স্ক্রিনে HDR10+ এর সাথে ১২০ হার্জ রিফ্রেশ রেট,১৮০ হার্জ টাচ স্যাম্পলিং রেট ও ব্রাইটনেস ৯৫০ নিটস সাপোর্ট রয়েছে। ফন্টে থাকছে পাঞ্চ হোল।

রিয়েলমি ১১ প্রো স্মার্টফোনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।

প্রসেসর ও পারফরমেন্সঃ রিয়েলমি ১১ প্রো তে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০, যা ৬ ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর। সিপিউ হিসেবে থাকছে Octa-core (2×2.6 GHz & 6×2.0 GHz) এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি-৬৮। রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) ফোনটিতে আউট অফ বক্স অ্যান্ড্রয়েড ১৩ সাথে রিয়েলমি ইউআই টি এডিশনে চলবে।

রিয়েলমি ১১ প্রো মোবাইলে ২জি, ৩জি, ৪জি ও ৫জি নেটওয়ার্ক সাপোর্ট করে এবং মোবাইলে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন।

ক্যামেরাঃ রিয়েলমি ১১ প্রো মোবাইলের বেক সাইডে তিনটি ক্যামেরা রয়েছে যথাক্রমে ১০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সাথে ওআইএস সার্পোট একটি আল্টা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। আর ফন্ট সাইডে একটি ১৬ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা।

র‌্যাম ও রমঃ রিয়েলমি ১১ প্রো এর তিনটি স্টোরেজ ভ্যারিয়ান্টে পাওয়া যাবে ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ,অন্যটি ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেল। রিয়েলমি ১১ প্রো তে থাকছে না ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট ।

ব্যাটরিঃ রিয়েলমি ১১ প্রো এ ব্যাটারী হিসেবে থাকছে ৫০০০ এমএএইচ লি-প্রো ব্যাটারী এবং বক্সে পেয়ে যাবেন ১০০ ওয়ার্ডের একটি চার্জার । ফোনে থাকছে ইউএসবি টাইপ-সি এর পাশাপাশি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকায় ৪৫ মিনিটে খুব দ্রুত শূন্য থেকে ফুল চার্জ করা যাবে।

এক নজরে রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro)

ডিসপ্লেঃ ৬.৭ ইঞ্চি এমোলেড ১০৮০ x ২৪০০ (৩৯৪ পিপিআই ডেনসিটি) রেজ্যুলেশনে ১ বিলিয়ন কালার।
প্রসেসরঃ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০।
স্টোরেজঃ ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি , ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি।
প্রাইমারি ক্যামেরাঃ ১০০ মেগাপিক্সেল ২৬ এমএম ওয়াইড ওআইএস সার্পোটেট ক্যামেরা।
সেলফি ক্যামেরাঃ ১৬ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা।
ব্যাটারিঃ ৫০০০ এমএএইচ লি-প্রো ব্যাটারী

রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) স্মার্টফোনে ভালো ও মন্দ দিক

রিয়েলমি ১১ প্রো ভালো দিকরিয়েলমি ১১ প্রো মন্দ দিক
৬.৭ ইঞ্চির বড় ডিসপ্লেপলিকার্বোনেট বডি
১০০ ওয়াটের ফাস্ট চার্জারপ্রসেসর লো রেঞ্জ
টাইপ সি পোর্টএন এফ সি সার্পোট নেই
৫০০০ এমএএইচ লি-প্রো ব্যাটারী

Realme 11 Pro এর দাম কত । Realme 11 Pro প্রাইস ইন বাংলাদেশ

রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) ফোনটি সম্প্রতি চায়নাতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এর বেস ভ্যারিয়েন্ট মডেল চায়নাতে দাম ধরা হয়েছে ১,৬৯৯ ইউয়ান যা বাংলাদেশের হিসেবে ২৫,৮২৯ টাকা।

বাংলাদেশের বাজারে এখনো ফোনটি অফিসিয়ালি এখনো আসেনি । তবে বাংলাদেশে আসলে ৩০,০০০ টাকার আসেপাশে থাকবে।

রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) প্রশ্ন ও উত্তর

Realme 11 Pro দাম কত?

রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) ফোনটি সম্প্রতি চায়নাতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) এর বেস ভ্যারিয়েন্ট মডেল চায়নাতে দাম ধরা হয়েছে ১,৬৯৯ ইউয়ান যা বাংলাদেশের হিসেবে ২৫,৮২৯ টাকা।

রিয়েলমি ১১ প্রো এর ডিসপ্লের সাইজ কত?

রিয়েলমি ১১ প্রো স্মার্টফোনে থাকছে ৬.৭ ইঞ্চি এমোলেড ১০৮০ x ২৪০০ (৩৯৪ পিপিআই ডেনসিটি) রেজ্যুলেশনে ১ বিলিয়ন কালার ডিসপ্লে সাথে রয়েছে মাল্টিটাচ সুবিধা রয়েছে।

রিয়েলমি ১১ প্রো এর প্রসেসর কোনটি?

রিয়েলমি ১১ প্রো তে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০, যা ৬ ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর। সিপিউ হিসেবে থাকছে Octa-core (2x2.6 GHz & 6x2.0 GHz) এবং জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি-৬৮।

রিয়েলমি ১১ প্রো এর ব্যাটারী কত mah?

রিয়েলমি ১১ প্রো এ ব্যাটারী হিসেবে থাকছে ৫০০০ এমএএইচ লি-প্রো ব্যাটারীG

আশা করছি রিয়েলমি ১১ প্রো (Realme 11 Pro) ফোনের দাম সহ ফোনের (ডিসপ্লে,প্রসেসর,স্টোরেজ,ব্যাটারী,ক্যামেরা) সকল ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। এমন আরো মোবাইলের বাজার মূল্য জানতে আমাদের সাইটটি নিয়মিত দেখতে পারেন। ধন্যবাদ

5/5 - (1 vote)

মন্তব্য করুন

x