আজকের নিবন্ধে বাংলাদেশের ৮ টি বিভাগ ও ৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট সম্পর্কে জানবো। দেশে ৮ টি বিভাগে সর্বমোট ৬৪ টি জেলা (64 Zila of Bangladesh) রয়েছে। আমরা অনেকেই নিজ জেলার প্রতিষ্ঠার সাল জানি না। অনেক সময় চাকুরির পরিক্ষায় প্রশ্ন করে তখন সেই উত্তর অনেক সময় দেওয়া কষ্টসাধ্য হয় তাই আমাদের সকলের উচিত অন্তত নিজ বিভাগের তথ্য জেনে রাখা।
সূচীপত্র
স্বাধীনতা পূর্বে সর্ব প্রথম প্রতিষ্ঠিত হয় চট্রগ্রাম জেলা ১৬৬৬ সালে। স্বাধীন বাংলাদেশে ১৯৭১ সালে জেলার সংখ্যা ছিলো ১৯ টি । বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালে সর্ব প্রথম ময়মনসিংহের জামালপুর মহকুমাকে জেলায় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৪ সালেই মূলত বাংলাদেশ ৬৪ টি জেলায় বিভক্ত হয়। সর্বশেষ জেলা হিসেবে কক্সবাজার ১ মার্চ ১৯৮৪ সালে প্রতিষ্ঠা লাভ করে। দেশে সর্বশেষ বিভাগ হিসেবে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়েছে ২০১৫ সালে এছাড়াও নতুন দুইটি বিভাগ বিভাগ প্রতিষ্টা করারও পরিকল্পনা রয়েছে। নবম বিভাগ হিসেবে বর্তমান ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও শরীয়তপুর এই পাঁচটি জেলা নিয়ে পদ্মা বিভাগ ও দশম বিভাগ হিসেবে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলা নিয়ে গঠিত হবে মেঘনা বিভাগ।
বিভাগ অনুসারে জেলার সংখ্যা
বিভাগ অনুসারে বর্তমানে ৮ টি বিভাগে সর্বমোট ৬৪ টি জেলা (64 Zila of Bangladesh) রয়েছে। দেশের আটটি বিভাগে সর্বমোট ১২ টি সিটি কর্পোরেশন,৬৪ টি জেলা ও ৩৩০ টি পৌরসভা রয়েছে। ৮ টি বিভাগ অনুসারে জেলার সংখ্যা যথাক্রমেঃ
- ঢাকা বিভাগ (১৩ টি জেলা)
- চট্টগ্রাম বিভাগ (১১ টি জেলা)
- রাজশাহী বিভাগ (৮ টি জেলা)
- খুলনা বিভাগ (১০ টি জেলা)
- বরিশাল বিভাগ (৬ টি জেলা)
- সিলেট বিভাগ (৪ টি জেলা)
- রংপুর বিভাগ (৮ টি জেলা)
- ময়মনসিংহ বিভাগ (৪ জেলা)
৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট
নিচের ছকে বিভাগ অনুসারে ৮টি বিভাগের সংক্ষিপ্ত বর্ননা, আয়তন,বিভাগ প্রতিষ্ঠার সাল, ৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলোঃ
ঢাকা বিভাগ ( ১৩ টি জেলা)
ঢাকা বাংলাদেশের রাজধানী সে হিসেবে ঢাকা বিভাগে বাংলাদেশের সর্বোচ্চ ১৩টি জেলার অবস্থান। ঢাকা বিভাগ ১৮২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঢাকা বিভাগে ৪ টি সিটি কর্পোরেশন, ১৩ টি জেলা ও ৫৮ টি পৌরসভা রয়েছে এবং অনান্য বিভাগ থেকে ঢাকা বিভাগে জনসংখ্যার হার সবচেয়ে বেশি। ঢাকা বিভাগের আয়তন ৭,৯৩০ বর্গ মাইল। নিচে ঢাকা বিভাগের ১৩ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
চট্টগ্রাম বিভাগ (১১ টি জেলা)
বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়ে থাকে চট্টগ্রাম বিভাগকে। আয়তনের দিক থেকে দেশের বৃহৎ চট্টগ্রাম বিভাগ ১৩,৩৩২.১০ বর্গমাইল। ১৯৯৫ সালের পূর্বে সিলেট বিভাগ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ছিলো তখন দেশের সবচেয়ে বেশি জেলার সংখ্যাও ছিলো এই চট্টগ্রাম বিভাগে। বর্তমানে চট্টগ্রাম বিভাগে ২ টি সিটি কর্পোরেশন ,১১ টি জেলা ও ৬৪ টি পৌরসভা রয়েছে। নিচে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
১৪ | কুমিল্লা | Comilla | ১৭৯০ | http://www.comilla.gov.bd/ |
১৫ | ব্রাহ্মণবাড়িয়া | Brahmanbaria | ১৯৮৪ | http://www.brahmanbaria.gov.bd/ |
১৬ | চাঁদপুর | Chandpur | ১৯৮৪ | http://www.chandpur.gov.bd/ |
১৭ | লক্ষ্মীপুর | Lakshmipur | ১৯৮৪ | http://www.lakshmipur.gov.bd/ |
১৮ | নোয়াখালী | Noakhali | ১৮২১ | http://www.noakhali.gov.bd/ |
১৯ | ফেনী | Feni | ১৯৮৪ | http://www.feni.gov.bd/ |
২০ | খাগড়াছড়ি | Khagrachhari | ১৯৮৪ | http://www.khagrachhari.gov.bd/ |
২১ | রাঙ্গামাটি | Rangamati | ১৯৬০ | http://www.rangamati.gov.bd/ |
২২ | বান্দরবান | Bandarban | ১৯৮১ | http://www.bandarban.gov.bd/ |
২৩ | চট্টগ্রাম | Chittagong | ১৬৬৬ | http://www.chittagong.gov.bd/ |
২৪ | কক্সবাজার | Cox’s Bazar | ১৯৮৪ | http://www.coxsbazar.gov.bd/ |
১২ | শরিয়তপুর | Shariatpur | ১৯৮৪ | http://www.shariatpur.gov.bd/ |
১৩ | কিশোরগঞ্জ | Kishoreganj | ১৯৮৪ | www.kishoreganj.gov.bd/ |
রাজশাহী বিভাগ (৮ টি জেলা)
রাজশাহী বিভাগটি ১৮২৯ সালে উত্তরবঙ্গের বিশাল একটি অংশ নিয়ে গঠন করা হয়েছিল। বর্তমানের খুলনা ও রংপুর বিভাগ এক সময় রাজশাহী বিভাগের অর্ন্তগত ছিলো। রাজশাহী বিভাগের আয়তন ৭,০০৮.৯৪ বর্গমাইল। রাজশাহী শহর বাংলাদেশ তথা এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর ও পরিছন্ন শহর হিসেবে আক্ষা পেয়েছে। বর্তমানে রাজশাহী বিভাগে ১ টি সিটি কর্পোরেশন, ৮টি জেলা ও ৫৯ টি পৌরসভা রয়েছে। নিচে চট্টগ্রাম বিভাগের ১১ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
২৫ | চাঁপাইনবাবগঞ্জ | Chapai Nawabganj | ১৯৮৪ | http://www.chapainawabganj.gov.bd/ |
২৬ | জয়পুরহাট | Joypurhat | ১৯৮৪ | http://www.joypurhat.gov.bd/ |
২৭ | নওগাঁ | Naogaon | ১৯৮৪ | http://www.naogaon.gov.bd/ |
২৮ | নাটোর | Natore | ১৯৮৪ | http://www.natore.gov.bd/ |
২৯ | পাবনা | Pabna | ১৮৩২ | http://www.pabna.gov.bd/ |
৩০ | বগুড়া | Bogra | ১৮২১ | http://www.bogra.gov.bd/ |
৩১ | রাজশাহী | Rajshahi | ১৭৭২ | http://www.rajshahi.gov.bd/ |
৩২ | সিরাজগঞ্জ | Sirajganj | ১৯৮৪ | http://www.sirajganj.gov.bd/ |
খুলনা বিভাগ (১০ টি জেলা)
১৯৬০ সালে খুলনা বিভাগ গঠিত হয়েছিল কিন্তু তখন বরিশাল বিভাগ খুলনা বিভাগের অর্ন্তগত ছিলো। খুলনাকে বাংলাদেশের শিল্প নগরী বলা হয়ে থাকে এ বিভাগে অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে। খুলনা বিভাগের আয়তন ৮,৬০৩.৯৯ বর্গমাইল। খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার ও বলা হয়ে থাকে। ঢাকা ও চট্রগ্রাম শহরের পরেই খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। বর্তমানে খুলনা বিভাগে ১ টি সিটি কর্পোরেশন, ১০ টি জেলা ও ৩৭ টি পৌরসভা রয়েছে। নিচে খুলনা বিভাগের ১০ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
৩৩ | খুলনা | Khulna | ১৯৪৭ | http://www.khulna.gov.bd/ |
৩৪ | চুয়াডাঙ্গা | Chuadanga | ১৯৮৪ | http://www.chuadanga.gov.bd/ |
৩৫ | ঝিনাইদহ | Jhenaidah | ১৯৮৪ | http://www.jhenaidah.gov.bd/ |
৩৬ | নড়াইল | Narail | ১৯৮৪ | http://www.narail.gov.bd/ |
৩৭ | বাগেরহাট | Bagerhat | ১৯৮৪ | http://www.bagerhat.gov.bd/ |
৩৮ | কুষ্টিয়া | Kushtia | ১৮৬৩ | http://www.kushtia.gov.bd/ |
৩৯ | মাগুরা | Magura | ১৯৮৪ | http://www.magura.gov.bd/ |
৪০ | মেহেরপুর | Meherpur | ১৯৮৪ | http://www.meherpur.gov.bd/ |
৪১ | যশোর | Jessore | ১৭৮১ | http://www.jessore.gov.bd/ |
৪২ | সাতক্ষীরা | Satkhira | ১৯৮৪ | http://www.satkhira.gov.bd/ |
বরিশাল বিভাগ (৬ টি জেলা)
১৯৯৩ সালে বরিশাল বিভাগ গঠিত হয়। বরিশাল বিভাগে নদ-নদী জালের মত বিছিয়ে আছে। বরিশালকে প্রাচ্যের ভেনিস ও বলা হয়ে থাকে। বরিশাল পূর্বে খুলনা ও ঢাকা বিভাগে অর্ন্তভুক্ত ছিলো। বরিশাল বিভাগে ১ টি সিটি কর্পোরেশন,৬ টি জেলা ও ৬ টি পৌরসভা রয়েছে। নিচে বরিশাল বিভাগের ১০ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
৪৩ | বরিশাল | Barisal | ১৭৯৭ | http://www.barisal.gov.bd/ |
৪৪ | পটুয়াখালী | Patuakhali | ১৯৮৪ | http://www.patuakhali.gov.bd/ |
৪৫ | ভোলা | Bhola | ১৯৮০ | http://www.bhola.gov.bd/ |
৪৬ | পিরোজপুর | Pirojpur | ১৯৮৪ | http://www.pirojpur.gov.bd/ |
৪৭ | বরগুনা | Barguna | ১৯৮৪ | http://www.barguna.gov.bd/ |
৪৮ | ঝালকাঠি | Jhalokati | ১৯৮৪ | http://www.jhalakathi.gov.bd/ |
সিলেট বিভাগ (৪ টি জেলা)
১৯৯৫ সালে ৪ টি জেলা নিয়ে চট্রগ্রাম বিভাগ থেকে সিলেট বিভাগ আলাদা হয়। বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে সিলেট প্রসিদ্ধ। সিলেটে প্রচুর পরিমানে চা পাতা ও লেবু উৎপন্ন হয়। এ বিভাগে শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি খনিজ সম্পদে ভরপুর বাংলাদেশের অর্থনিতিতে সিলেটের যতেষ্ট ভূমিকা রয়েছে। সিলেট বিভাগের আয়তন ৪,৯১২ বর্গমাইল। সিলেট বিভাগে ১ টি সিটি কর্পোরেশন,৪ টি জেলা ও ১৮ টি পৌরসভা রয়েছে। নিচে সিলেট বিভাগের ০৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
৪৯ | সিলেট | Sylhet | ১৭৭৫ | http://www.sylhet.gov.bd/ |
৫০ | মৌলভীবাজার | Moulvibazar | ১৯৮৪ | http://www.moulvibazar.gov.bd/ |
৫১ | হবিগঞ্জ | Habiganj | ১৯৮৪ | http://www.habiganj.gov.bd/ |
৫২ | সুনামগঞ্জ | Sunamganj | ১৯৮৪ | http://www.sunamganj.gov.bd/ |
রংপুর বিভাগ (৮ টি জেলা)
২০১০ সালের ২৫ শে জানুয়ারি রংপুর বিভাগ বাংলাদেশের সপ্তম বিভাগ হিসেবে প্রতিষ্টা লাভ করে। রংপুর বিভাগে তেমন শিল্প প্রতিষ্ঠান বা খনিজ সম্পদ নেই । রংপুর হাঁড়িভাঙা আমের জন্য বিখ্যাত এই জাতের আম রংপুরেই বেশি দেখা যায়। রংপুর বিভাগের আয়তন ৬,৩০০.২৪ বর্গমাইল। রংপুর বিভাগে ১ টি সিটি কর্পোরেশন,৮ টি জেলা ও ৩১ টি পৌরসভা রয়েছে। নিচে রংপুর বিভাগের ০৮ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
৫৩ | কুড়িগ্রাম | Kurigram | ১৯৮৪ | http://www.kurigram.gov.bd/ |
৫৪ | গাইবান্ধা | Gaibandha | ১৯৮৪ | http://www.gaibandha.gov.bd/ |
৫৫ | ঠাকুরগাঁও | Thakurgaon | ১৯৮৪ | http://www.thakurgaon.gov.bd/ |
৫৬ | দিনাজপুর | Dinajpur | ১৭৮৬ | http://www.dinajpur.gov.bd/ |
৫৭ | নীলফামারী | Nilphamari | ১৯৮৪ | http://www.nilphamari.gov.bd/ |
৫৮ | পঞ্চগড় | Panchagarh | ১৯৮০ | http://www.panchagarh.gov.bd/ |
৫৯ | রংপুর | Rangpur | ১৮৭৭ | http://www.rangpur.gov.bd/ |
৬০ | লালমনিরহাট | Lalmonirhat | ১৯৮৪ | http://www.lalmonirhat.gov.bd/ |
ময়মনসিংহ বিভাগ (৪ জেলা)
বাংলাদেশে সর্বশেষ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ৪ টি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এই বিভাগটি র্পূবে ঢাকা বিভাগের অর্ন্তগত ছিলো। ময়মনসিংহ বিভাগের আয়তন ৪,১১৯ বর্গমাইল। রংপুর বিভাগে ১ টি সিটি কর্পোরেশন,৪ টি জেলা ও ২৭ টি পৌরসভা রয়েছে। নিচে ময়মনসিংহ বিভাগের ০৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট ঠিকানা দেওয়া হলোঃ
ক্রমিক | জেলার নাম | ইংলিশ নাম | প্রতিষ্ঠার সাল | ওয়েবসাইট |
৬১ | ময়মনসিংহ | Mymensingh | ১৭৮৭ | http://www.mymensingh.gov.bd/ |
৬২ | জামালপুর | Jamalpur | ১৯৭৮ | http://www.jamalpur.gov.bd/ |
৬৩ | নেত্রকোনা | Netrokona | ১৯৮৪ | http://www.netrokona.gov.bd/ |
৬৪ | শেরপুর | Sherpur | ১৯৮৪ | http://www.sherpur.gov.bd/ |
৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট বিষয়ক প্রশ্ন ও উত্তর
বাংলাদেশের বিভাগের সংখ্যা কতটি?
দেশে বর্তমানে ৮ টি বিভাগ রয়েছে যথাক্রমে-ঢাকা বিভাগ (১৩ টি জেলা),চট্টগ্রাম বিভাগ (১১ টি জেলা),রাজশাহী বিভাগ (৮ টি জেলা),খুলনা বিভাগ (১০ টি জেলা),বরিশাল বিভাগ (৬ টি জেলা),সিলেট বিভাগ (৪ টি জেলা),রংপুর বিভাগ (৮ টি জেলা),ময়মনসিংহ বিভাগ (৪ জেলা)।
বাংলাদেশের জেলার সংখ্যা কতটি?
বাংলাদেশে বর্তমানে ৮ টি বিভাগে সর্বমোট ৬৪ টি জেলা রয়েছে।
আশা করছি আজকের নিবন্ধের মাধ্যমে বাংলাদেশের ৬৪ জেলার নাম, প্রতিষ্ঠার সাল ও ওয়েবসাইট এর ঠিকানা জানতে পেরেছেন। আমাদের সাধারন জ্ঞান সেকশনে এমন আরো তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ