প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার
বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া আমরা এক মূহুর্ত কল্পনা করতে পারি না। আমাদের সকলের বাসায় বিদ্যুৎ লাইন আছে সেই বিদ্যুৎ ব্যবহার পরিমাপের জন্য মিটার স্থাপন করে দেওয়া রয়েছে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানের মাধ্যমে। কারো স্থাপনায় একাধিক মিটার ও রয়েছে সেইসাথে নতুন সংযোজন প্রিপেমেন্ট মিটার।
সূচীপত্র
প্রিপেইড মিটারের মাধ্যমে বিদ্যুৎ এর সকল বিষয় মনিটরিং করা যায় যেমন বর্তমান ব্যালেন্স,বিদ্যুৎ ব্যবহার (দৈনিক,মাসিক ও সব সময়),কারেন্টের সাপ্লাই, ভোল্টেজ, ইনপুট, আউটপুট , বিদ্যুতের লোড আরো অনেক কিছু। যেহেতু প্রিপেইড মিটার কনসেপ্টটি বাংলাদেশে নতুন প্রিপেইড মিটারের অনেক বিষয় আমরা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। প্রিপেইড মিটারে সমস্যা হলে কার সাথে কোথায় যোগাযোগ করতে হবে প্রথমে আমরা বুঝে উঠতে পারি না পরিশেষে বলি প্রিপেইড মিটার হয়রানি ইত্যাদি ইত্যাদি।
আজকের এই নিবন্ধের মাধ্যমে প্রিপেইড মিটারে সমস্যা হলে কোথায় যোগাযোগ করবো বা অভিযোগ জানাবো কিভাবে প্রতিকার পাবো সমস্যার সমাধান।
প্রিপেইড মিটার
প্রিপেইড বৈদ্যুতিক মিটার হলো এক ধরনের বিদ্যুৎ পরিমাপক যন্ত্র/ডিভাইস যেখানে বিদ্যুৎ ব্যবহারের পূর্বে টাকা রিচার্জ করতে হয়। এরপরই বিদ্যুৎ ব্যবহার করা যায়। পূর্বে অর্থ প্রদান করে বিদ্যুৎ ব্যবহার করা হয় বলেই এধরনের মিটারকে প্রিপেইড বৈদ্যুতিক মিটার বা প্রিপেইড মিটার বলা হয়।
প্রিপেইড মিটার ব্যবহার করতে হলে যেসকল বিষয় জানতে হবে
- প্রিপেইড মিটার ব্যান্ড (মিটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান)।
- প্রিপেইড মিটারের কোন কোড চাপলে কি হয়।
- প্রিপেইড মিটারে কিভাবে রিচার্জ করতে হয়।
- প্রিপেইড মিটারে ইমার্জেন্সি ব্যালেন্স কিভাবে নিতে হয়।
- প্রিপেইড মিটারে ব্যালেন্স দেখার কোড।
- প্রিপেইড মিটারে ব্যবহৃত ইউনিট কিভাবে দেখে।
- প্রিপেইড মিটারের অনুমোদিত লোড।
- প্রিপেইড মিটারে বর্তমানে কত পরিমান লোড চলছে।
- বিতরণ প্রতিষ্ঠানের হেল্প লাইন নাম্বার।
প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার সমূহ
সারা বাংলাদেশে ছয় (০৬) টি বিতরণ প্রতিষ্ঠান আমাদের বিদ্যুৎ বিতরণ করে থাকে । একেক এলাকায় একেক বিতরণ প্রতিষ্ঠান বিদ্যুৎ সরবারাহ করে থাকে । আপনি কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করছেন তা বিদ্যুৎ বিল অথবা রিচার্জ টোকেন থেকে দেখে নিতে পারেন। প্রিপেইড মিটার বা পোষ্ট পেইড মিটার জরুরী প্রয়োজনে যোগাযোগের নাম্বার সমূহ নিচের ছকে (ছয় (০৬) টি বিতরণ প্রতিষ্ঠান) দেওয়া হয়েছেঃ
বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান | হেল্প লাইন নাম্বার |
বিপিডিবি | ১৬২০০ |
বিআরইবি | ০১৭৯২-৬২৩৪৬৭ |
নেসকো | ১৬৬০৩ |
ওজোপাডিকো | ১৬১১৭ |
ডিপিডিসি | ১৬১১৬ |
ডেসকো | ১৬১২০ |
উপরে উল্লেখিত সকল নাম্বার কেন্দ্রিয় অভিযোগ কেন্দ্রের উক্ত নাম্বার সমূহে প্রিপেইড মিটার সম্পর্কিত সকল অভিযোগ জানাতে পারবেন এবং বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান দ্রুত আপনার সমস্যার সমাধান করবে।
বাংলাদেশে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের অধীনে বাংলাদেশে ছয়টি বিতরণ প্রতিষ্ঠান গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকে। এগুলো হলো:
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এদের ৮০টি সমিতির মাধ্যমে দেশের প্রায় ৭৫ শতাংশ মানুষকে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। বাকি ২৫ শতাংশ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিয়েছে ৫টি বিতরণ কোম্পানি।
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি রাজধানী এবং নারায়ণগঞ্জের একটি বড় অংশে বিদ্যুৎ সরবরাহ করে।
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি বিদ্যুৎ বিতরণ করে ঢাকার একটি অংশ এবং সাভার ও টঙ্গী এলাকায়।
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) খুলনা এবং বরিশাল অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে।
- নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) বিদ্যুৎ সরবরাহ করে রংপুর রাজশাহী অঞ্চলে।
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) দেশের বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।
ট্যাগঃপ্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার নরসিংদী,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার সিলেট,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার চট্টগ্রাম,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার ময়মনসিংহ,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার কুমিল্লা,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার কক্সবাজার,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার গাজীপুর,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার ঢাকা,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার ফেনী,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার কিশোরগঞ্জ,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার নেত্রকোণা,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার সাভার,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার রংপুর,প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার রাজশাহী।
প্রশ্ন ও উত্তরঃ
বিপিডিবি হেল্প লাইন নাম্বার কত?
১৬২০০
বিআরইবি হেল্প লাইন নাম্বার কত?
০১৭৯২-৬২৩৪৬৭
নেসকো হেল্প লাইন নাম্বার কত?
১৬৬০৩
ওজোপাডিকো হেল্প লাইন নাম্বার কত?
১৬১১৬
ডিপিডিসি হেল্প লাইন নাম্বার কত?
১৬১১৬
ডেসকো হেল্প লাইন নাম্বার কত?
১৬১২০
আশা করছি আজকের টপিক আপনাদের কাজে আসবে। প্রিপেইড মিটার হেল্প লাইন নাম্বার সমূহ আপনার মোবাইল ফোনে সেইভ করে রাখলে জরুরী মূহুর্তে কাজে আসবে। আমাদের টিপস এন্ড ট্রিকস সেকশনে এমন আরো প্রিপেইড মিটারের তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ
আমি আমার মিটারে ৪৯০ টাকা রিচার্জ করছি কিন্তুু টোকেন নাম্বার টা হারিয়ে গিছে এখন কিভাবে পাবো টোকেন নাম্বার,, মিটার নাম্বার, ৫০৩৫০০১১৬০৮
আপানি এই পদ্ধতিতে বিকাশ এপ্সসের মাধ্যমে টোকেন নাম্বার দেখে নিতে পারেন অথবা অফিসে যোগাযোগ করতে পারেন।
আমার এখানে প্রিপেইড মিটার লাগানোর সময় যিনি এসেছিলেন তিনি বলতেছেন আমাদের বিল নাকি ৭০০০০ টাকা বাকি
এখন আমার প্রশ্ন হচ্চে আমাদের যদি ৭০০০০ টাকা বকেয়া থাকত তাহলে আমাদের কোনো নোটিশ দেয় নি কেন
এখন মিটার চেঞ্জ করার সময় বলতেছে
এরপর যখন অফিসে জাই তখন একটি বিলের কাগজ দেয় যেখানে লেখা ২০২৩ সালের সেপ্টেম্বর মাশে আমাদের ৭৪৫৮০ টাকা বিল আসে
কিন্তু আমাদের ত ৪টা পাখা আর ৬টা লাইট জলে এত বিল ত আশার কথা নয়
দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
আমার মিটারে টাকা ইঠতেছে না
আমি টাকা রিচার্জ করতে চাইলে,,,সঠিক তথ্য দেওয়ার পরও তথ্য সঠিক নয় বলতেছে,,,,, এখন উপায় কি
রিচার্জ করতে যে পরিমাণ টাকা দরকার তার চেয়ে কম টাকা রির্চাজ করতে গেলে তথ্য সঠিক নয় দেখাবে। টাকার পরিমাণ বাড়িয়ে আবার রির্চাজ করার চেষ্টা করুন হয়ে যাবে।
ক্রোম ব্রাউজার এ গিয়ে bikash token retrieval লিখে সার্চ করতে হবে, তারপর সর্বপ্রথম যে সাইটটি আসবে।
ওই সাইটে ক্লিক করে, আপনার মিটার নাম্বারটি দিবেন।
আমি রোবট নয় তারপর যাচাই করতে হবে।
তারপর আপনি টোকেন নাম্বারটি পেয়ে যাবেন।
আমার মিটারে যখন রিচার্জ করি থকন মিটার লক হয়ে যাই আমার লক খুলতে
গেলে ২০০ টাকা দেওয়া লাগে
এখন ওয়েব সাইড থেকে কি লক খুলা যায়
আমি যানতে চাচ্ছি
প্রিয় পাঠক,এখানে তথ্য দিয়ে সহযোগীতা করা হয়। মিটার টেম্পার হলে কারণ যাচাই করে অফিস ব্যাবস্থা নিবে। আপনি আপনার নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
ভাই,আমার প্রি-পেইড মিটারে হঠাৎ করে টাকা বেশি কাটে এবং মিটারের ডিসপ্লেতে লেখা আপডাউন করে না।এর কারণ কি আর প্রতিকার কি?
প্রি-পেইড মিটারে টাকা বেশি কাটার সুযোগ নেই তবে বাইপাস থাকলে টাকা বেশি কাটবে,দ্রুত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
মিটারে ৫০০ টাকা টুকাইলাম তার পরেও মিটার কারেন্ট ডেলিভারি দেতেছে না,,, এখন কি করনিও
আমার মিটার লক হয়ে গেছে কিভাবে ঠিক করব মিটারের বিল বাকি
বিল পরিশোধ করুন এবং বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
মিটারে ২২০ টি কোড তুলতে গিয়ে ভুল হওয়াতে আমার মিটার লক হয়ে গিয়েছে।মিটারে টাকা শেষ এখন কি করণীয়।অনেকবার চেষ্টা করতেছি কিন্তু হয় না।
কোড ভুল হলে মিটার লক হওয়ার কোন কারণ নেই। সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ
আমার গত মাসে একবার মিটারের চার্জ কাটলো এ মাসে রিচার্জ করার পর ডাবল চার্জ কাটলো এটা কেন? এভাবে চললে মানুষ কিভাবে বাঁচবে।
এমন হওয়ার কোন সুযোগ নেই। সকল প্রক্রিয়া সফটওয়ার এর মাধ্যমে হয়ে থাকে। আপনি রিচার্জ এর ডেট দেখুন যদি তারপরও বুঝতে ভূল হয় তাহলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
Ami Pollibiddhut pre-paid metre a 800 taka Borci token ase nai
আমার পল্লী বিদ্যুৎ প্রিপেইড নাম্বার ভুল হওয়াতে অন্য প্রিপেইড মিটার নাম্বারে টাকা চলে যায়। এখন আমি কি সহযোগিতা পেতে পারি
এই বিষয়ে সহযোগীতা করতে পারছি না তবে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে ওই মিটারের নাম্বার দিয়ে তার ঠিকানা ও মোবাইল নাম্বার নিয়ে চেষ্ঠা করে দেখতে পারেন টাকা পেয়ে যেতে পারেন। ধন্যবাদ
Recharge korci but sms ase nai. Meter 19 tk ace. SMS na asle kivabe code pabo ? Ekhon rat. Dine Amar duty ace. REB office jaowa possible na. Help me.
অনুগ্রহ পূর্বক আপনার মিটার নাম্বার টি আমাদের সাথে শেয়ার করুন।
offline Meter No:040110181231,
আমি টাকা রিচার্জ করেছি কিন্তু এসএমএস. আসেনি,,,এখন আমার করনিও কি?
আপনার মিটার নাম্বার কত?
offline Meter No:040110181231,Customer Name: Haji Md.Ashraful Islam,
আপনার মিটারের সর্বশেষ টোকেন নাম্বার 6959-8762-4630-0740-4515
Thanks
ধন্যবাদ।
আমার মিটারে টাকা আছে। কিন্তু বাসায় কারেন্ট নাই। নতুন করে টাকাও ভরলাম কিছু কারেন্ট আসে নাহ
Ami sokal 10 tay metar taka recharge korch kintu kono sms ba token pai nai, akhon basay biddut nai,metar number 40510150936 pls help me
আপনার সর্বশেষ রিচার্জ টোকেন নাম্বার 3834-9037-9998-3190-8337। ধন্যবাদ
আমাদের প্রিপেইড মিটারে কারেন্ট আছে, এবং কোনো সমস্যা নাই তারপরও কারেন্ট পাস হয়তাছে, বোর্ডে কারেন্ট আসে না কাইন্ডলি কি একটু জানাবেন দয়া করে
মিটার নাম্বার -010210984815
Ami gotokal 40110294031 ei number e 480 recharge korsi but token pai nai
মিটারের লক টোকেনের দাম টা একটু বলুন প্লিজ
মিটার লক হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিস তদন্ত করে ব্যবস্থা নিবে যদি মিটারের কারণে লক হয় তবে কোন টাকা লাগবে না যদি আপনি অবৈধ উদ্দেশ্য মিটার লক করেন তাহলে জরিমানা ভোগ করতে হবে।
Meter Number : 40410001983
Amount recharge but meter showing Red Mark
Please help
আমি ইনহেমিটার ব্যাবহার করি। মিটারে রিচার্জ করার জন্য মিটারে সঠিক টোকেন নম্বর তোলার পরেও টাকা উঠতেছে না, বার বার শব্দ হইতেছে।
মিটারে 52 চাপার পরে সিকোয়েন্স নম্বর দেখাইতেছে 12 কিন্তু টাকা রিচার্জ করে আমি যে টোকেন নম্বর পেয়েছি সেখানে সিকোয়েন্স নম্বর 14।
আমার মিটার নম্বর 01021071711 7
মিটারে ১৩ নাম্বার টোকেন প্রবেশ করালে ১৪ নাম্বার টোকেনটি রির্চাজ করতে পারবেন। অনুগ্রহ করে ১৩ নাম্বার টোকেন টি মিটারে ইনপুট করুন। ধন্যবাদ
আমি গতকাল দুপুর ১২ টায় মিটার রিচার্জ করি কিন্তু এখনো টোকেন নাম্বার পায়নি
মিটার নং:- 40510160528
নতুন ডিজিটাল মিটার 600 টাকা রিচার্জ করছি তিন দিন হয় নাই এখন দেখাইতেছে মাত্র 100 টাকা আছে
দ্রুত কিভাবে 600 টাকা শেষ হয় জানতে চাই
৬০০ টাকা রিচার্জ করার পর এনার্জি হিসেবে কত টাকা পেয়েছেন?
আমি ১০০০ টাকা রিচার্জ করার পর টকেন নাম্বার পেয়েছি কিন্তু টকেন নাম্বার মিটারে ইনপুট দেয়ার পরও রিচার্জ সফল দেখায় না। কেন?
অনুগ্রহ করে আপনি প্রি-পেইড মিটারের রির্চাজ পদ্ধতি অনুসরন করুন। ধন্যবাদ
koto unit porjonto koto taka katbe. Jante chai.
এ বিষয়ে একটি লেখা সম্প্রতি প্রকাশ করা হবে। ধন্যবাদ
মিটার রিচার্জের পরে একটা নাম্বার আসছে এটা দেওয়ার পরে লেখা আছে
2nd token তাহলে কোথায় পাবো . ফাস্ট টোকেন নাম্বার তবে এটা কিভাবে পাব। মিটার নাম্বার 040510394272 polli Vidyut keranigonj dhaka
অনুগ্রহ করে আপনি প্রি-পেইড মিটারের রির্চাজ পদ্ধতি অনুসরন করুন। ধন্যবাদ
আমার মিটারে টোকেন নাম্বার দুবার প্রেস করছি কিন্তু মিটারে রিচার্জ হচ্ছেনা।এখন কি করতে হবে?
অনুগ্রহ পূর্বক মিটার রির্চাজ পদ্ধতি অনুসরন করুন। ধন্যবাদ
40610253415
মিটারে টাকা ঢুকাতে পারছি না। আমি উঠার আগে বাড়ি কয়েক মাস বন্ধ ছিলো।
সাহায্য করুন প্লিজ
যেহেতু আপনি বলছেন কয়েকমাস বন্ধ মানে রির্চাজ করেননি সেহেতু ভেডিং ষ্টেশনে গিয়ে রির্চাজ করে নিয়ে আসুন। ধন্যবাদ
Mitter a current ase but gore fen light kichu te current asttesa na.er karon ki
প্রথমে আপনার মিটারে ব্যালেন্স পরিক্ষা করুন নেগেটিভ কিনা তারপর দেখুন সিগনাল বাতি কোনটি জ্বলছে।
মিটারের সকল তথ্য জানতে চাই যেমন নাম আইডি কার্ড নাম্বার ইত্যাদি গ্রাহকের সকল তথ্য মিটারের নাম্বার ০১০১১০৩৮০০৪৩
এসব তথ্য জানান কোন উপায় নেই একমাত্র অফিস প্রয়োজনে আপনাকে এসব তথ্য দিয়ে সহযোগীতা করতে পারে। ধন্যবাদ
আমি ভুলে অন্য মিটারে টাকা দিয়েছি।
অফিসে যোগাযোগ করার পর কোনো তথ্য পাইনি।
মিটার নম্বর :010110016276 এটা
আমাকে কী এই মিটারের মালিক কে খুজে দেওয়া যাবে?
পিডিবির গ্রাহক হলে ১৬২০০ নাম্বারে যোগাযোগ করুন।
আমাকে যদি একটু সহযোগিতা করতেন আমার নিজের নামে প্রিপেড মিটার আমি চাকরি ক্ষেত্রে বাড়িতে না থাকার কারণে মিটারটি ব্যবহার করার জন্য নেয় আমার এক চাচাতো ভাই এখন আর দিতেছে না ওকে আরেকটা নামিয়ে দিয়ে তারপর নিতে বলে কিনা। এখন এটা আমি ফেরত পাওয়ার কোন উপায় আছে। দয়া করে যদি পরামর্শ দিতেন মিটার নাম্বার ০১০১১০৩৮০০৪৩ আমার নাম অপু মিয়া
আমি আগে কখনো নগদে প্রিপেইড মিটার রিচার্জ করিনি সব সময় বিকাশে রিচার্জ করতাম আজকে আমি আমার নগর অ্যাকাউন্ট দিয়ে ৫০০ টাকা রিচার্জ করেছি কিন্তু কোন টোকেন নাম্বার আসেনি শুধু একটা মেসেজ এসেছে রিচার্জ সাকসেস । আমি বিপিডিবি প্রিপেইড মিটার গ্রাহক। দয়া করে জানাবেন কি আমি উক্ত সাকসেস ডাউনলোডকৃত মেসেজটি দিয়ে কিভাবে টোকেন সংগ্রহ করতে পারি।
নগদ দিয়ে টোকেন দেখা যায় না। অনুগ্রহ করে নিকটস্ত বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
1 ghanta hoyese recharge koresi akhono konu token number aschena keno?
আমার মিটারে সব ঠিক আচে কিন্তু টাকা রিচার্জ করার সময় দেখি বুতাম কাজ করচে না এখন আমার করনীয় কি
বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন।
আমার 3ফেজ পিপেইড মিটার পুরে গেছে। এখন 12500টাকা দিলে নাকি নতুন মিটার দিবে। আমি এখন কি করতে পারি।
মিটারে রিচার্জ করার পরেও দুইদিন পর্যন্ত টানা শব্দ হয়। করণীয় কি?
সম্ভবত আপনার ব্যালেন্স ৫০ টাকার কম ।
আমার মিটারে টেম্পার লেখা কেন আসে
মিটারের বেসপ্লেট খুলা হলে টেম্পার হয়। দ্রুত অফিসে যোগাযোগ করুন।
আমার পোস্ট পেইড মিটারে রিডিং সঠিক ভাবে দেখা যাচ্ছে না। এখন এটি কে প্রিপেইড করতে হলে আমাকে কি করতে হবে কত টাকা খরচ হবে। দয়া করে জানাবেন কি।
যদি অফিস মিটার দেয় তবে পরিবর্তন ফি জমা দিয়ে পরিবর্তন করে দিবে আর যদি মিটার অফিসে না থাকে তবে বাজার থেকে কিনে নিতে হবে। ধন্যবাদ
আমি ভুলে অন্য মিটার নাম্বারে টাকা রিচার্জ করে ফেলেছি এখন কি করব। মিটার নাম্বারটি হল 040510434554,,,340 টাকা, কিভাবে টাকাটা পেতে পারি, Meter No:040510438122,Customer Name: Md. Amarot Hossen,Vending Amt:490,,,28/01/24.যে নাম্বার থেকে মিটার রিচার্জ করা হয়েছে ( 01614633555).সমাধান কি
আমি বিকাশ থেকে মিটারে ৫০০ টাকা রিচার্জ করেছি বিকাশ থেকে টাকা ও কেটে নিয়েছে কিন্তু মিটারে যোগ হয়নি এর সমাধান কি
Energy balance dai na keno? Monthly 1000 khoroch hoi. Er poro ek bar o emergency balance dai na.
অফিস থেকে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সুবিধা চালু করে নিতে হবে।
আমার টাকায় মিটার কিনছি ভ্যাট কাটে কেনো
আমি মিটারে টাকা ঢুকিয়েছি কিন্তু টোকের নাম্বার পাইনি, আমার মিটার নাম্বার : 40110305674
5715-7879-8452-8311-6725
BPDB prepaid Meter no. 10110118417 এপ্রিল মাসের ১৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ৪ ধাপে ৪০০০ টাকা recharge করেছি, দ্রুত balance শেষ হয়ে যাচ্ছে, আগে কখনও এমনটা হয়নি। একটু চেক করে দেখবেন কি?
ধন্যবাদ।
আপনার এইমাসে কত ইউনিট ব্যবহার হয়েছে??
468 unit
আমার মিটারে কয়েকদিন যাবত টাকা অনেক বেশি কাটতেছে মিটার ডিসপ্লেতে ৩ লাফালাফি করতেছে
সমাধান কি
সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
আমার প্রিপেইড মিটার বজ্রপাত হওয়ার সময় জ্বলে গেছে এখন আমার কি করনীয়
অফিসে আবেদন করেন।
Ami 10 tarik bkash a taka rechage korar por tokan number dilo kinto miter a taka asay nai onak bar try korshi
আপনি আমাদের প্রিপেইড মিটার সমস্যা ও সমাধান নিবন্ধ টি দেখতে পারেন।
https://xshopbd.com/prepaid-meter-somossa-o-somadhan/
আমার মিটারের বাতি জ্বলতেছে না,ব্যালেন্স ও কাটতেছে না।৮০৬ ডায়াল করলে ০০ দেখায়।এটার সমাধান কি?
ভাই, আমার মিটারের লাষ্ট টোকেন নাম্বার টা বের করে দিতে পারবেন
মিটার নাম্বার শেয়ার করুন।
020110038659
আমার মিটারে রিচাজ হচ্ছে না । এখন কি করব পরামশ চাই মিটার নং 010410079799
আমি গতকাল ৫ জুলাই ৪৯৯ টাকা নগদ থেকে রিচার্জ করি আমাকে টোকেন নম্বর টা একটু বড় দিয়েছিল আমি প্রথমে ১২ ডিজিট ইনপুট দিয়ে ব্যালেন্স চেক করি। তারপর আবার বাকি সংখ্যা ইনপুট দেই। কিন্তু ব্যালেন্স মিটারে যোগ হয়নি। এরপর কয়েকবার চেষ্টা করে ও হচ্ছে না কি একটা লেখা আসে আর একটু শব্দ করে। মিটার নং 011110073571 BPDP
আমি গত 7/2/2025 ইং তারিখে800( আট শত ) টাকা রিচার্জ করেছি 09/02/2025ইং তারিখেও টোকেন নাম্বার আসে নাই। আমার মিটার নং 010210919138
আপনার টোকেন নাম্বার 1515-6714-7611-5301-9303, টোকেন সিকোয়েন্স 21। ধন্যবাদ
মিটারে টাকা ঢুকাতে পারছি না
কি ধরনের সমস্যা হচ্ছে টাকা রিচার্জ করতে??